Select Page

ফিউজিং মেশিন পরিচালনা পদ্ধতি

উদ্দ্যেশ্যঃ সঠিক পদ্ধতিতে মেশিন পরিচালনা এবং মান সম্পন্ন ফিউজিং করা

রেস্পন্সিবল পারসনঃ সুপারভাইজার মেক সেকসন (প্রডাক্সসন),সুপারভাইজার মেক সেকসন (কোয়ালিটি),সুপারভাইজার মেইন্ট্যানান্স।

১. প্রতিদিন তিন বার মেশিন পরিষ্কার করতে হবে।

(কাজ শুরু করার আগে, লাঞ্চের পরে এবং ছুটির পূর্বে।)

২. মেশিনে হিট দিয়ে গরম অবস্থায় পরিষ্কার করতে হবে, ঠান্ডা অবস্থায় মেশিন পরিষ্কার করা যাবেনা ।

৩. কাজ শুরু করার আগে ডাটা শিট সংগ্রহ করে মেশিনে লাগিয়ে রাখতে হবে।

৪. ফিউসিং মেশিনের অপারেটর ছাড়া অন্য কেউ মেশিন চালাতে পারবেনা।

৫. ডাটা শিটের নির্ধারিত হিট এবং মেশিনের হিটের পার্থক্য ৫ /১০ এর বেশি হলে মেশিনে কাজ করা যাবেনা।

৬. প্রত্যেক অপারেটর কে তার রানিং কাজের হিট, প্রেসার এবং টাইম জানতে হবে।

৭. মেশিনে চলে এমন প্রত্যেকটি ডাটা শিট মেশিনের গায়ে এবং কোয়ালিটি ফাইলে থাকতে হবে।

৮. প্রত্যেকটি কাজ শুরু করার পুর্বে মেশিনের বন্ড টেস্ট এবং হিট টেস্ট করে নিতে হবে।

৯. এক ইউনিটের কাজ অন্য ইউনিটে করাতে হলে সেক্ষেত্রে অপারেটর এবং ডাটাশিট উভয় ই সরবরাহ করতে হবে।

১০. ছুটির পূর্বে অবশ্যই মেশিন পরিষ্কার করতে হবে।

১১. ফিউজিং মেশিন পরিচালনা সময় মাস্ক এবং কানে ইয়ারপ্লাগ পরা বাধ্যতামূলক।