Select Page

রপ্তানীকৃত মালামাল

রপ্তানীকৃত মালামাল/কার্টন এবং ব্যবহৃত গাড়ী চেক বিষয়ক নীতিমালা – সকল শ্র্যমিক / কর্মচারীকে ফ্যাক্টরীতে প্রবেশ করার সময় আই ডি কার্ড ব্যবহার নিশ্চিত করতে হবে । ভিজিটর ফ্যাক্টরীতে প্রবেশের আগে অবশ্যই ভিজিটর আই ডি কার্ড ব্যবহার নিশ্চিত করতে হবে । প্যাকিং সেকশনে সকল শ্রমিকের আলাদা আই ডি কার্ড এবং আলাদা জার্সি ব্যাবহার করতে হবে যাহাতে সহজে চেনা যায় । তৈরিকৃত মালামালকে মোল্ড গড়ষফ মুক্ত রাখার জন্য রপ্তানীকৃত মালামাল/কার্টন এবং রপ্তানীকাজে ব্যবহৃত গাড়ী ভেজা,ছিদ্র আছে কিনা তা চেক/পর্যবেক্ষন জন্য একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি মেনে চলে। তা নি¤েœারুপঃ

রপ্তানীকৃত মালামাল/কার্টনের ক্ষেত্রে যে সকল বিষয় ানাশ্চত করতে হবেঃ

  • রিজাইনকৃত / বরখাস্তকৃত শ্রমিকের ছবি ফ্যাক্টরীর মেইন গেইটে পোস্টেড করতে হবে ।
  • রপ্তারীকৃত কাটুন যেন কোন প্রকার ভেজা না থাকে।
  • কাটুন রাখার স্থান যেন ভেজা বা সেঁতসেঁতে না থাকে ।
    প্যকিং এরিয়াতে কোন কাটুন যেন ভাঙ্গা না থাকে ।
  • ফিনিশিং গুডস এরিয়াতে কোন কাটুন যেন ভাঙ্গা/ভেজা না থাকে ।
  • কাটুন কভার্ড ভ্যানে উঠানোর সময় যেন কাটুন ভেঙ্গে না যায়।
  • পোর্টে কর্ভাড ভ্যান থেকে নামানোর সময় যেন কোন কাটুন ভেঙ্গে না যায় ।
  • পোর্টে কভার্ড ভ্যান থেকে নামানোর সময় যেন কোন কাটুন ভেজা না থাকে।
  • শিপমেন্টকালীন সময়ে পরিমান কম – বেশী হইলে তাহার হিসাব সঠিকভাবে রেজিষ্টারে রক্ষনা বেক্ষন করতে হবে ।
  • কোন শ্রমিক ফ্যাক্টরী হইতে কম সময়ের জন্য ছুটি নিলে অবশ্যই গেইট পাস থাকতে হবে ।
  • সকল শ্রমিকের জাতীয় পরিচয়পত্র তার ব্যক্তিগত ফাইলে সংরক্ষন করতে হবে।
  • সকল সিকিউরিটি গার্ড / ইনচার্জ / সুপারভাইজারদের এবং প্যাকিং ফিনিশিং সেকশনে কর্মরত  সকল শ্রমিকদের ”পশ্চাৎ প্রতিপাদন” রিপোর্ট থাকতে হবে ।

রপ্তানীকাজে ব্যবহৃত গাড়ীর ক্ষেত্রে যে সকল বিষয় ানাশ্চত করতে হবেঃ
০১. কভার্ড ভ্যান ভেজা থাকা যাবে না।
০২. কভার্ড ভ্যান ছিদ্র থাকা যাবে না।
০৩. কভার্ড ভ্যানের কোন অংশে মরিচা থাকা যাবে না।
০৪. কভার্ড ভ্যান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

প্রবেশাধিকার নিয়ন্ত্রণ নিরাপত্তা

  • ফিনিসড গুডস স্টোর, প্যাকিং এরিয়াতে সিকিউরিটি ক্যামেরা থাকতে হবে ।
  • প্যাকিং সেকশনে অন্য সেকশনের লোক প্রবেশ করতে হলে ডিউটিরত নিরাপত্তা প্রহরী তাকে তল্লাশী করে এবং রক্ষিত রেজিষ্টারে নাম লিপিদ্ব করে ঢুকতে হবে ।
  • কার্গো এরিয়াতে অবশ্যই একটি উবংরমহধঃবফ নিরাপত্তা প্রহরী থাকতে হবে ।
  • ফ্যাক্টরীতে সকল কম্পিবাক্সে ব্যবহার করতে হবে ।
  • প্রত্যেক কার্টুনের ওজন পরিমাপ থাকতে হবে ।