লেমিনেটিং মেশিন ব্যবহারের নিয়মাবলীঃ-
লেমিনেটিং মেশিন ব্যবহার করার বিধিবিধান বা নিয়মাবলী নিম্নে আলোচনা করা হলো
- লেমিনেটিং মেশিনের পাওয়ার সুইচ অন করুন।
- সাব পাওয়ার সুইচ অন করুন।
- সুইচ ঘুরিয়ে প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সেটিং করে নিন (স্বাভাবিক তাপমাত্রাঃ ১১৫-১২০ক্ক) সসসস ফফফফ
- স্পিড কন্ট্রোল সেট করে নিন (স্বাভাবিক স্পিডঃ ৩)
- অটো নরমাল সুইচ অন করুন।
- সাব পাওয়ার সুইচের নিচে লেখা প্রদর্শিত হলে লেমিনেটিং শুরু করা যাবে।
- লেমিনেটিং শুরু করার পর কোন কারনে বাতিল করতে চাইলে জবাবৎংব সুইচে চাপ প্রয়োগ করুন। লেমিনেটিং পেপারটি মেশিন থেকে বের হয়ে আসবে। (এক্ষেত্রে লেমিনেটিং শুরু করার সাথে সাথেই সুইচটিতে চাপ দিতে হবে)
- কাজ শেষে সাব পাওয়ার সুইচ অফ করুন।
- সুইচ ঘুরিয়ে তাপমাত্রা প্রান্তে নিয়ে আসুন এবং তাপমাত্রা স্বাভাবিক হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
- তাপমাত্রা স্বাভাবিক হওয়ার পর মেশিনটি বন্ধ করুন।
- মেশিন চালু অবস্থায় প্রচন্ড গরম থাকার কারনে মেশিনে হাত দেয়া যাবে না।
- লেমিনেটিং মেশিনের বহারের পর সর্বদা মেশিনটি পরিস্কার কাপড় দিয়ে ঢেকে রাখুন।