Select Page

সততা ও স্বচ্ছতা নীতিমালা

শ্রমিক ও কর্মচারীদের সততা ও স্বচ্ছতা নীতিমালা – অটো  ফ্যাশন লিঃ এর কর্তৃপক্ষ কারখানার শ্রমিকদের কাজের পরিবেশ রক্ষা, একতা, বিশ্বস্ততা, উৎপাদনশীল মানসিকতা এবং প্রত্যেক শ্রমিককে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সততা ও একাগ্রতার সাথে সুষ্ঠু  ভাবে সম্পন্ন করার নিমিত্তে এবং প্রত্যেক শ্রমিকের ভূল সংশোধন কল্পে কারখানার নিয়ম-শৃঙ্খলা বজায় রাখার জন্য একটি সততা ও সচ্ছতা নীতিমালা প্রণয়ন করেছে। অটো  নিট টেক্স লি: এর  ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এর সকল কর্মকর্তা, শ্রমিক ও কর্মচারীদের মধ্যে সততা ও স্বচ্ছতা রক্ষার জন্য সততা ও স্বচ্ছতা নীতিমালা প্রণয়ন করেছেন। অটো  ফ্যাশন লিঃ সততা ও সচ্ছতার ক্ষেত্রে নিন্মলিখিত নীতি মেনে চলেঃ

  • অটো নিট টেক্স লি: সততা ও স্বচ্ছতার ক্ষেত্রে নিন্মলিখিত নীতি মেনে চলেঃ
  • কোম্পানী নীতি অনুযায়ী ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ব্যক্তিগণ কোন ধরনের উপহার, আপ্যায়ন, ঘুষ গ্রহন অথবা সহায়তার জন্য কোন পুরষ্কার গ্রহন সমর্থন করে না।
  • কমপ্লায়েন্স অডিটর বা অন্য কোন অডিটরকে অথবা সরকারী বা বেসরকারী সংস্থার কোন পরিদর্শককে কোন রকম ভুল তথ্য বা নথি দেয়া যাবেনা।
  • কোম্পানী সম্পর্কিত কোন কাজের জন্যে কোন দ্রব্যমূল্য, ভাউচার, হোটেল ভাড়া, অফিস সময়ের পর খাবার বা বিনামূল্যে আহার, ভ্রমনের জন্য টিকিট ইত্যাদি দাবি বা গ্রহন করা সমর্থন করে না।
  • কোম্পানীতে কোন অবস্থায় কোন প্রকার উৎকোচ লেনদেন করা হয় না ।
  • কোম্পানী সর্ম্পকিত কোন বিষয়ে কোম্পানীর বাহিরের উৎকোচ লেনদেন করা সমর্থন করা হয় না ।
  • কোম্পানী সর্ম্পকিত যে কোন প্রকার উৎকোচ লেনদেন করা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে ।
  • কারখানাটিতে কোন অবস্থায় কোন প্রকার উৎকোচ লেনদেন করা হয় না ।
  • কারখানা সর্ম্পকিত কোন বিষয়ে কারখানার বাহিরেও উৎকোচ লেনদেন করা সমর্থন করা হয় না ।
  • কারখানা সর্ম্পকিত যে কোন প্রকার উৎকোচ লেনদেন করা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে ।
  • কারখানা সর্ম্পকিত যে কোন প্রকার উৎকোচ লেনদেন করার অভিযোগ যথাযথ ও সঠিক তদন্ত শেষে ব্যবস্থা গ্রহন করা হয় ।
  • সততা ও সচ্ছতার নীতি সম্পর্কে সকলকে প্রশিক্ষন প্রদান করে।
  • কতৃপক্ষ সকলকে এ নীতিমালা মেনে চলতে অনুরোধ জানাচ্ছে।

সংশ্লিষ্ট সকলকে, প্রতিষ্ঠানের স্বার্থে এই নীতি প্রনয়নে সর্বাত্মক সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো।