Select Page
  • যদি ভাংগা সুঁই খোজে পাওয়া না যায় তাহলে দরখাস্তের মাধ্যমে সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বাক্ষর নিয়ে নিডেলম্যানের কাছ থেকে পুনরায় নতুন সুই সংগ্রহ করা হয়। আআআ
  • যদি সুই এর ভাংগা অংশগুলো সম্পুর্ন খোজে না পাওয়া যায়তাহলে মেশিনের ভিতরে ,আশেপাশে এবং চারপার্শের গামেন্টস এ হারানো অংশ খোজ করে দেখা হয়।(প্রয়োজনে নিডেল ডিটেকটরের সাহায্য নেওয়া হয়)
  • যদি গামেন্টস পৃথক করে খোজার পরেও না পাওয়া যায় তাহলে সে ড়গুলো অন্য গামেন্টস থেকে আলাদা করে রাখা হয়।এবং মেটাল ডিটেকটর মেশিন দিয়ে চেক করা হয়।
  • পিন, অতিরিক্ত সুঁই অথবা হাতে সেলাই এর সুই,কাঁচ বা ধাতব খন্ড ইত্যাদি মেশিনের ভিতরে ,উপরে বা ড্রয়ারে রাখা যাবেনা।
  • যখন কোন মেশিনে নতুন সুই এর প্রয়োজন হবে তখন নিডেলম্যানের কাছ থেকে পুরাতন সুই জমা দিয়ে নতুন সুই সংগ্রহ করা হয়।
  • স্ট্যাপলার ব্যবহার সম্পুর্ন নিষেধ। উৎপাদন এলাকায় সকল প্রকার কাঁচ ও কাচের বোতল ব্যবহার নিষিদ্ধ।
  • ডগ ফিডারস ও অন্যান্য ধাতব জিনিস এবং কাটার জাতীয় যন্ত্রাংশ মেশিনের ড্রয়ারে রাখা হয় না।কেবলমাত্র মেকানিকগন উহা সংরক্ষণ করবেন।
  • যদি মেশিনে সুই ভাংগে তাহলে সাথে সাথে কাজ বন্ধ রাখা হয় এবং ভাংগা অংশ খোজে বের করা হয়।খন্ডিত ভাংগা অংশগুলো নিডেলম্যান নিশ্চিত কওে রেজিষ্টার সংরক্ষন করবে এবং নতুন সুঁই প্রদান করবে।
  • বাঁকা ও ভোতা সুই সরিয়ে রাখা হয় ভাংগা সুই এর সাথে নির্দিষ্ট রেজিষ্টারে সংরক্ষরন করা হয় যা ২য় বার যেন কেউ ব্যবহার করতে না পারে।
  • ট্যাগগানের সুই এর ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য ।
  • কাটার, সিজার, ভোমর, টিনের প্যাটানর্ ড্রস্টিং দিয়ে বেধে রাখা হয় ফ্লোরে পড়তে না পারে।