H&M Buyer এর নূন্যতম ম্যানুফ্যাকচারিং গাইডলাইন
সুইং বিভাগের জন্য H&M Buyer এর নূন্যতম ম্যানুফ্যাকচারিং গাইডলাইন – কাজ শুরু করার আগে PP Meeting করতে হবে। প্রত্যেক লাইনে D/C Counter Sample থাকতে হবে, with PP meeting Sheet, Counter Sample Commets, Art work, M-List, Trim Cad. Counter Sample অনুসরন করে Garments তৈরি করতে হবে।গুরুত্বপূর্ন Process Mockup লাগাতে হবে।
- Join Stitch 1” inch হবে।
- SPI 12/13 হবে।
- Over lock গাইড লাগাতে হবে।
- Machine Tension Adjust থাকতে হবে।
- যেখানে Size Label Joint করবে সেখানে একই Size Label থাকতে হবে বাকি Size সুপারভাইজার এর কাছে থাকবে।
- যেখানে Care Label Joint করবে সেখানে একই Order এবং এক কালার লেবেল থাকতে হবে।
- কাটিং No Stitcker Matching করে বিভিন্ন Part Joint করতে হবে।
- প্রথম Output হওয়া Garments Counter Sample সাথে অবশ্যই মিলাতে হবে।
- Uncut এবং Loose Thread Major Defect হিসাবে গন্য হবে।
- Country Stitcker সহ Garments Finishing পাঠাতে হবে।
- Measurement Tape অবশ্যই Calibration করা থাকতে হবে।
- ME Country ME Label লাগাতে হবে।
- CA Country Fabrique AU Bangladesh এবং Name Label পরিবর্তে Name/Nom Label লাগাতে হবে।
- Drawstring Length Check (US, CA, CN-7.5 cm other Country-14 cm.)
- Hood Item হলে GB” Country Drawstring হবে না।
- প্রতিদিন Line wise Inline Report করতে হবে.
- Organic Order হলে Organic Board লাইনে লাগাতে হবে।
- O.G.G Garments হলে 100% wash করতে হবে।
- যদি কোন Garments (Aplick/Emb.) থাকে তাহলে Exclusive of Decoration হবে।
- GB” Country তে 44-62 size এ Fire Label হবে। ইহা ছাড়াও Night Wear এ Baby, Childrn, Adult- All size এ Fire Label হবে। Set এর ক্ষেত্রে Top এবং Bottom উভয় Body তে Fire Label হবে।
- যদি কোন Style এ Tops এবং Bottom এক সাথে থাকে তবে Care Label এ “Sold as a set” লেখা থাকবে।
- কাটার এবং সিজার বেধে কাজ করতে হবে।
- 92-170 size পর্যন্ত Name Label হবে।
- 62-86 পর্যন্ত size থাকলে কোন Name Label হবে না।
- Children Night Wear এর ক্ষেত্রে কোন Name Label হবে না।
- Neck Extended Measurements Short এর কোন Garment কখনই QC pass করা যাবে না।
- সব ধরনের Accessories Joint করার আগে চেক করে দিতে হবে।
- Button এবং Bow থাকলে Pull Test করতে হবে।
- Production শুরু হওয়ার আগে Cut Panal Masurement করতে হবে।
good subject