Select Page

স্যাম্পল ডাইং মেশিন ব্যবহারের নিয়মাবলী ঃ-

স্যাম্পল ডাইং মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। মেশিনের ঢাকনা খোলার পূর্বে চাপের অবস্থা জেনে নিতে হবে। উচ্চ চাপে যে কোন র্দূঘটনা ঘটতে পারে। মেশিনের তাপমাত্রা ৮০ ডিগ্রি সেলসিয়াস এর নিচে আছে কিনা দেখে নিতে হবে …

  • পুর্ববর্তী  শিফট থেকে স্যাম্পল ডাইং মেশিন বুঝে নেওয়ার সময় মেশিনের অবস্থান, কোন প্রয়োজনীয় তথ্য, অতি জরুরী বিষয় সমূহ সতর্কতার সাথে বুঝে নিতে হবে। আআআআ
  • মেশিন বেল্ট চলন্ত অবস্থায় অবশ্যই ঢেকে রাখতে হবে। সুপারভাইজার কর্তৃক প্রদত্ত ডাইং প্রোগ্রাম ভাল ভাবে পড়ে নিতে হবে।
  • ডাই হাউজ ম্যানেজার কর্তৃক প্রদত্ত কারিগরি তথ্য সতর্কতার সাথে পড়তে হবে এবং বুঝে নিতে হবে।
  • মেশিন চালানোর সময় ব্যক্তিগত নিরাপত্তা ব্যবহার করতে হবে যেন গরম পানি এবং রং এর স্পর্শে কোন প্রকার ক্ষতি সাধন করতে না পারে। প্রতিটি মেশিনের ব্যাচ তেরী আছে কিনা তা দেখতে হবে এবং ব্যাচিং সেকশনকে জানাতে হবে।
  • কাপড় মেশিনে লোড করার পর দুই প্রান্ত ভালভাবে সেলাই করে দিতে হবে, কখনই গিট দেওয়া যাবে না।
  • ডাই হাউজ ম্যানেজারের নিকট থেকে ডাইং প্রোগ্রাম নির্বাচন করতে হবে।
  • যেকোন ডাইং প্রোগ্রাম শুরু করার আগে ক্যামিকেল এবং রং এর মজুতের পরিমান জেনে নিতে হবে।
  • ডাইং প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন রকম প্যারামিটার দেখতে হবে যেমন যেকোন কারিগরি তথ্য এবং উৎপাদনের পরিমান একটি নির্দিষ্ট খাতায় লিপিবদ্ধ করতে হবে।
  • যে সময় গুলোতে মেশিন বন্ধ ছিল (যে কোন কারনে) তা খাতায় লিপিবদ্ধ করতে হবে।
  • মেশিনকে পরিষকার পরিচ্ছন্ন অবস্থায় পরবতীৃ শিফটের অপারেটরের হাতে হস্তান্তর করতে হবে।
  • সার্ভিস এর যে কোন কাজের জন্য দক্ষ ব্যক্তিকে নিয়োজিত করতে হবে। স্যাম্পল ডাইং মেশিন এবং তার আশেপাশের জায়গা পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে

স্যাম্পল ডাইং মেশিন ব্যবহারের সতর্কতাঃ-

  • যে কোন বৈদ্যুতিক র্দূঘটনা এড়ানোর জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা মটর নিয়ন্ত্রন প্যানেল এবং অনান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও নিয়মিত চেক করতে হবে। বিভিন্ন প্রকার ক্যামিকেল এবং রং মেশিনে যোগ করার সময় অবশ্যই হ্যান্ড গ্লবস্, গামবুট,চশমা এবং মাস্ক পড়তে হবে।
  • মেশিনের তাপমাত্রা ৮০ক্ক সেন্টিগ্র্যাট এর বেশি হলে কখনই দরজা খোলা যাবে না।
  • স্যাম্পল চ্যাক করার সময় মেশিনের ভিতরে বায়ুর চাপ কমিয়ে দিতে হবে, তাপমাত্রা ৮০ক্ক সেন্টিগ্র্যাট নিচে আনতে হবে এবং রিল বন্ধ করতে হবে। 
  • মেশিনে কাপড় আটকে গেলে মেশিনের ভিতরে বায়ুর চাপ কমিয়ে দিতে হবে, তাপমাত্রা ৮০ক্ক সেন্টিগ্র্যাট নিচে আনতে হবে।  
  • মোটর ও বেল্ট হইতে সতর্কতা অবলম্বন করতে হবে এবং নির্দিষ্ট পরিমান দুরে অবস্থান করতে হবে যেন ইহার সংর্স্পশে কোন প্রকার র্দূঘটনা না ঘটে। মেশিনের তাপমত্রা বেশি থাকা অবস্থায় মেশিনের গায়ে হাত দেয়া যাবে না।
  • স্যাম্পল ডাইং মেশিন ফিল্টার বদলানোর সময় বা স্যাম্পল কাটার সময় অপারেটিং বার বন্ধ রাখতে হবে।