হট ওয়ার্ক নীতিমালা গ্রান্ডিং করার নিয়মাবলী
নীতি ঃ
কারখানায় কর্মরত সকলের অগ্নি নিরাপত্তা ও কারখানার কর্মপরিবেশ নিরাপদ ও নিশ্চয়তার লক্ষ্যে এক্সেসরিজ লিঃ এর কর্তৃপক্ষ হট ওয়ার্ক পলিসি নির্ধারন করেছেন। …
উদ্দেশ্য ঃ
কারখানায় কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকের জীবন রক্ষা ও কারখানার মালামাল সুরক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ।
প্রযোজ্য ক্ষেত্র ঃ
কারখানায় কর্মরত সকল কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও কারখানার সকল স্থানের জন্য প্রযোজ্য।
পদ্ধতি ঃ
উৎপাদন প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকল তাপ উৎপাদনকারী মেশিন যেমন -জেনারেটর, বয়লার, কমপ্রেশার, কিউরিং মেশিন, লুম মেশিন, ডাইং মেশিন ইত্যাদি মেশিন চিহ্নিত করা এবং প্রয়োজনীয় সাইন বা নির্দেশিকা মেশিনের গায়ে লাগানোর ব্যবস্থা করা।
উক্ত মেশিন সমুহকে অতিরিক্ত গরম থেকে রক্ষা করার জন্য ঠান্ডা করার ব্যবস্থা করা অর্থাৎ এসি বা এয়ার কুলার লাগিয়ে মেশিনের অতিরিক্ত তাপকে নিয়ন্ত্রনে রাখার ব্যবস্থা করা হয়েছে। উক্ত মেশিনে কাজ করার সময় প্রয়োজনীয় নির্দেশিকা ও পি পি ই ব্যবহার নিশ্চিত করা হয়েছে।
তাপমাত্রা পরিমাপক যন্ত্রের সাহায্যে দৈনিক তাপমাত্রার পরিমান লিপিবদ্ব করা হয়।
কারখানার বায়ু চলাচল ও তাপমাত্রা নিয়ন্ত্রনে রাখার জন্য এসির ব্যবস্থা করা এবং ভেন্টিলেশন এর ব্যবস্থা করা হয়েছে।
অতিরিক্ত গরমে বৈদ্যুতিক দুর্ঘটনা রোধে বৈদ্যুতিক সরঞ্জামাদি ও সংযোগস্থল নিয়মিত পর্যবেক্ষন করা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা।
পন্য সামগ্রী উৎপাদন প্রক্রিয়ায় সৃষ্ট বর্জ্য বা আবর্জনা বৈদ্যুতিক সরঞ্জামাদি থেকে নিরাপদ দুরত্বে স্থাপন করা ও নিরাপদ দুরত্বে রাখার ব্যবস্থা করা এবং নিয়মিত পর্যবেক্ষণ করা।
উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত রাসায়নিক দ্রব্য ব্যবহারে সতর্ক থাকা ও সঠিক নিয়মে রক্ষনাবেক্ষণের ব্যবস্থা করা।
তাপ উৎপাদন যেমন ওয়েল্ডিং, ড্রিল, মেটাল কাটিং গ্রাইন্ডিং ইত্যাদি কার্যকালীন সময়ে অবশ্যই সর্তকতা অবলম্বন করতে হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জামাদী যেমন-গগল্স, মাস্ক, হ্যান্ড গ্লোভ্স ইত্যাদি ব্যবহার নিশ্চিত করা এবং সম্ভাব্য অগ্নি দূর্ঘটনা রোধে উক্ত কাজের জায়গায় অবশ্যই ফায়ার এক্সটিংগুইশার এর ব্যবহার নিশ্চিত করতে হবে।
সচেতনতা বৃদ্বির লক্ষ্যে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত, দূর্ঘটনা রোধ ও কারখানার নিরাপদ পরিবেশ নিশ্চিতকল্পে।
গ্রান্ডিং করার নিয়মাবলী ঃ
- গ্রান্ডিং মেশিন কখনো নীচু অবস্থায় স্থাপন কাজ করে কাজ করা যাবে না , সব সময় উঁচু অবস্থায় রেখে কাজ করতে হবে। গ্রান্ডিং মেশিন এর স্থান সনাক্তকরন করে রাখতে হবে এবং নিদেষ্ট ব্যক্তিবর্গ ছাড়া এই মেশিন কেউ অপারেটর করতে পারবে না।
- গ্রান্ডিং মেশিন অপারেশনের কৌশল :
- গ্রান্ডিং মেশিন চালু করার পূর্বে অবশ্যই পুলি কাভার ঠিক ভাবে লাগানো আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
- গ্রান্ডিং মেশিন চালু করার পূর্বে অবশ্যই বৈদ্যুতিক তার লিকেজ বা ছিড়া-ফাড়া আছে কিনা তা ভালভাবে পরীক্ষা করে নিতে হবে।
- গ্রান্ডিং মেশিনের আই গার্ড বা সেফটি গার্ড আছে কিনা পরীক্ষা করে দেখতে হবে।
- গ্রান্ডিং মেশিন অপারেশনের পূর্বে অবশ্যই চশমা বা গগলস্র্ ব্যবহার করতে হবে।
- গ্রান্ডিং মেশিন অপারেশনের পূর্বে লেদার (চামড়ার) হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে।