মালামালের আদ্রতা পরিমাপ বিষয়ক নীতিমালা গুলো কি কি ?

মালামালের আদ্রতা পরিমাপ বিষয়ক নীতিমালা গুলো কি কি ?

মালামালের আদ্রতা পরিমাপ বিষয়ক নীতিমালাঃ

তৈরিকৃত মালামালকে মোল্ড গড়ষফ মুক্ত রাখার জন্য তৈরিকৃত মালামাল বা ফেব্রিক্স এর আদ্রতা পরিমাপ করার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি মেনে চলে। তা নি¤েœারুপঃ

১. সকল প্রকার ইন-হাউজ মেটারিয়াল আদ্রতা পরিমাপক যন্ত্র দিয়ে চেক করা হয়।
২. ওয়াশ থেকে গার্মেন্টস্ রিসিভ করার সময় আদ্রতা পরিমাপক যন্ত্র দিয়ে গার্মেন্টস্ এর আদ্রতা পরিমাপ করা হয়।
৩. ফিনিশিং এরিয়াতে প্রতিদিন ৩ বার করে গার্মেন্টস্ এর আদ্রতা পরিমাপ করা হয়।
৪. প্রতিবার কমপক্ষে ৫ পিস কওে গার্মেন্টস্ এর আদ্রতা মাপা হয়।
৫. প্রতিবার ফাইনাল ইন্সপেকশন দেওয়ার পূর্বে কার্টূন করা গার্মেন্টস্ খুলে রেমডম ভাবে ১০ পিস কওে আদ্রতা চেক করা হয়।
৬. প্রতিটি গার্মেন্টস্ এর কিছু গুরুত্বপূর্ণ পার্টস্ যেমন ওয়েস্ট, বডি, ব্যাক পকেট, ফ্লাই, হেমঅ বশ্যই চেক করা হয়।
৭. আয়রন করার সঙ্গে সঙ্গে কোন গার্মেন্টস্ প্যাক করা হয় না, কমপক্ষে ২ ঘন্টা সময় পওে প্যাক করা হয়।
৮. সকল কিছুর পরিমাপ প্রক্রিয়ার যাথাযথ রেকর্ড সংরক্ষন করা হয়।
৯. যদি আদ্রতার পরিমান সীমা অতিক্রম করে তা হলে পরিমিত পরিমান আদ্রতা না আসা পর্যন্ত গার্মেন্টস গুলো কিছুসময় আলো বাতাসযুক্ত খোলামেলা যায়গায় বা ফ্যানের নিচে শুকানোর জন্য রাখা হয় । এবং পরে শুকানোর পর বা পরিমিত পরিমান আদ্রতা আসার পর গার্মেন্টস প্যাক করা হয় না।
১০. এতদ্বারা অত্র কারখানায় কর্মরত সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক কারখানায় উৎপাদিত সকল গার্মেন্টসগুলো এবং উৎপাদনের জন্য আনা সকল সমূহের আদ্রতা পরিমাপের জন্য নিম্নলিখিত ব্যাক্তিদের উপর দায়িত্ব অর্পণ করা হলো এবং তদসংশ্লিষ্ট বিষয়ে তাদেরকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের জন্য অনুমোদন দেয়া হলো।

মালামালকে মোল্ড মুক্ত রাখার জন্য কর্মস্থলের আদ্রতা ও তাপমাত্রা পরিমাপ করার জন্য একটি সুনির্দিষ্ট কর্মপদ্ধতি মেনে চলে। তা নি¤েœারুপঃ

০১. প্রত্যেক ফ্লোরে বিশেষ করে ফিনিশিং এবং স্টোর এলাকার কর্মস্থলের আদ্রতা ও তাপমাত্রা পরিমাপক যন্ত্র লাগানো রয়েছে।
০২. প্রত্যেকদিন দিনে ৩ বার করে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে যন্ত্রে দৃশ্যমান আদ্রতা ও তাপমাত্রা রিডিং চেক করা হয়।
০৩. চেক করার পর প্রাপ্ত আদ্রতা ও তাপমাত্রার পরিমান চেকর সময় উল্লেখসহ দায়িত্বশীল কর্মকর্তার স্বাক্ষর সাপেক্ষে নির্দিষ্ট চেকলিস্টে লিপিবদ্ধ করা হয়।
০৪. চেক করার পর প্রাপ্ত আদ্রতা ও তাপমাত্রার পরিমান যদি বেশি পাওয়া যায় তবে তার কমানোর জন্য কি করনীয় তা লিপিবদ্ধ করা করা হয় এবং পর্যাপ্ত ফ্যান, বায়ূ চলাচলের ব্যবস্থা করা বা ভেন্টিলেশনের মাধ্যমে আদ্রতা কমপক্ষে ৫০-৬০% ও তাপমাত্রা কমানোর ব্যবস্থা করা হয়।


Posted

in

by

Comments

Leave a Reply