আয়রন সেকশনের শ্রমিকগনকে

আয়রন সেকশনের শ্রমিকগনকে কি কি নীতিমালার ভিত্তিতে কাজ করিবেন?

 আয়রন সেকশনের কাজ ঃ

আয়রন সেকশনের শ্রমিকগন  নিন্মলিখিত নীতিমালার ভিত্তিতে কার্য সম্পাদন করিবেন

প্রতিদিন নিজ কর্মস্থলে কারখানার নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে। মেশিনে কাজ শুারু করার পূর্বে বৈদ্যুতিক সংযোগ সঠিক মতে আছে কিনা তা নিশ্চিত হয়ে কাজ করতে হবে। মেশিন চালনার পূর্বে আয়রন সেকশনের প্রতিটি মেশিন ভালো ভাবে পরিস্কার পরিচ্ছন্ন করে কাজ শুরু করতে হবে। মেশিনের স্টিম পাইপের মধ্যে কভার্ড আছে কিনা তা নিশ্চিত হয়ে কাজ করতে হবে।

  • পায়ের নীচে রাবার ম্যাট দিয়ে কাজ করতে  হবে।
  • মেশিন ত্যাগ করার পূর্বে বৈদ্যুতিক সুইচ বন্ধ করে মেশিন থেকে উঠতে হবে।
  • কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
  • মেশিন সংশ্লিষ্ট সকল প্রকার ব্যক্তি গত নিরাপত্তা ব্যবহার করে কাজ করতে হবে।
  • শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
  • সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
  • কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি ওয়েলফেয়ার কমপ¬ায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে এ ছাড়াও বিভিন্ন স্থানে প্রদত্ত হট লাইনে অভিযোগ জানাতে পারবে ।
  • শ্রমিকগন এমন কোন উশৃংখল আচরন করতে পারবেন না যাহা শৃংখলাহানী ও উৎপাদন কাজে ব্যাঘাত ঘটতে পারে।
  • সকল সমস্যা  শমিক অংশগ্রহন কমিটির মাধ্যমে সমাধান করতে হবে

আয়রন সেকশনের কাজ এর নির্দেশিকা

১। পরিমাণ মত মাননিয়ন্ত্রণ তাপ গ্রহন করা।
২। BUYER এর নির্দেশ অনুযায়ী সঠিক প্রক্রিয়ায় আয়রন করা।
৩। আয়রন এ কোন প্রকার শাইনিং না আসা।
৪। FRONT RISE এবং BACK RISE আয়রন করা।
৫। HEM সমান রেখে আয়রন করা।
৬। IN SEAM এবং OUT SEAM সমান রেখে আয়রন করা।
৭। আয়রন টেবিল থেকে কোন প্রকার স্পট না লাগা এবং সর্বদা আয়রন
টেবিলে পরিস্কার কাপড় ব্যবহার করা।
৮। আয়রন করা পোশাক BUYER-এর নির্দেশ অনুযায়ী ভাঁজ করে রাখা।
৯। কর্মস্থল ত্যাগ করার পূর্বে যথাস্থানে, সঠিকভাবে বিদ্যুৎলাইন বিচ্ছিন্ন করে আয়রন রাখা।
১০। ফিউজিং এবং নন ফিউজিং এর মধ্যে তাপের তারতম্য রক্ষা করা।

পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতিঃ

  • তৈরী পোশাক কারখানায় বলতে বুঝায় অব্যবহারযোগ্য কাপড়, খালি স্পট লিফ্টার/সলভী পাত্র, পলি, কার্টুন, সুতার কোন স্টেশনারী বস্তু প্রভৃতি। কর্তৃপক্ষ উপযুক্ত কর্ম পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে একটি সুনির্দিষ্ট নীতিমালা অনুসরণ করে থাকেন।
  • উৎপাদন ব্যবস্থাপনার প্রতিদিনের বর্জ্য, নির্দিষ্ট কার্টুন বা বর্জ্যের বাক্সে জমা করে রাখতে হবে এবং প্রতি কর্ম দিনের শেষে এসব বর্জ্য কারখানার বাইরে নির্ধারিত নিরাপদ জায়গায় সংরক্ষন করতে হবে।
  • বর্জ্য সংগ্রহ কাজে নিয়োজিত ব্যক্তিরা বর্জ্যরে বাক্স আনা নেয়ার সময় যেন কোন বর্জ্য মাটিতে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে।
  • সকল অব্যবহারযোগ্য কাপড় নির্ধারিত নিরাপদ জায়গায় ঢাকনা যুক্ত বাক্সে/ব্যাগে রাখা উচিত এবং সংরক্ষনের জায়গা সর্বদা শুকনা রাখতে হবে।
  • অবশিষ্টাংশ নিষ্কাশনের জন্য বা অন্য কোন কারনে স্পট লিফ্টারের কন্টেইনার কাটা যাবে না।
  • রাসায়নিক পদার্থের খালি পাত্র কারখানাতে অন্য কোন কাজ ব্যবহার করা যাবে না বা কোন কর্মীকে ব্যক্তিগত ব্যবহারের জন্য দেয়া যাবে না।
  • বর্জ্য নিষ্কাশনে নিয়োজিত ব্যাক্তিদের বিভিনড়ব ধরনের বর্জ্য, তাদের সম্ভাব্য ক্ষতিকর দিক এবং প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে যথাযথ জ্ঞান দান করতে হবে।
  • কারখানার প্রশাসন বিভাগ পৃথক খাতায় বর্জ্য সম্পর্কীয় সকল তথ্য নথী ভূক্ত করবেন।

Posted

in

by

Comments

4 responses to “আয়রন সেকশনের শ্রমিকগনকে কি কি নীতিমালার ভিত্তিতে কাজ করিবেন?”

Leave a Reply