পোশাক শিল্পে দৈনিক কমপ্লায়েন্স চেক লিষ্ট

পোশাক শিল্পে দৈনিক কমপ্লায়েন্স চেক লিষ্ট গুলো কি কি?

কমপ্লায়েন্স চেক লিষ্ট

কমপ্লায়েন্স চেক লিষ্ট – ইন্ডাষ্ট্রিজ প্রাইভেট লিমিটেড কর্তৃপক্ষ এই মর্মে ঘোষনা করছে যে, অত্র প্রতিষ্ঠানের চাকুরী নিয়োগের ক্ষেত্রে নিন্মোক্ত নিয়মাবলী মেনে চলে। অত্র প্রতিষ্ঠানে শ্রমিক / কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ২০০৬সালের শ্রমিক নিয়োগ স্থায়ী আইন অনুস্বরন করে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক শারীরিকও মানসিকভাবে কর্মক্ষম ও সুস্বাস্থের অধিকারী হতে হবে। নিয়োগের ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার দেওয়া হয়। প্রার্থীর বয়স নুন্যতম ১৮(আঠার) হতে হবে,যা অত্র কোম্পানীর চিকিৎসক কতৃক সত্যায়িত হতে হবে। প্রার্থীর অবশ্যই নূন্যতম স্বাক্ষরতা জ্ঞান থাকতে হবে(বিশেষ পদ সমূহের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সীমা বেশী হবে)। নিয়োগের সময় তত্ত্বীয় এবং ব্যবহারিক পরীক্ষা নেওয়া হয়। শিক্ষাগত ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে মজুরী আলোচনা সাপেক্ষে নির্ধারন করা হয়।

  • শ্রমিকের আইডি কার্ড/মাস্ক/ ইউনিফরম পড়া ছিল?
  • শ্রমিকের কাটার সিজার বাধা ছিল
  • বৈদ্যুতিক বোর্ড/ চ্যানেল/মেশিন/ফ্যান পরিস্কার ছিল?
  • বৈদ্যতিক তার বা ওয়ারিং এবং বোর্ড সমূহ সঠিকভাবে কভার করা ছিল?
  • অগ্নি নির্বাপক যন্ত্র বাধাঁ মুক্ত ছিল?
  • অগ্নিনির্বাপক যন্ত্রের সীল ও প্রেসার ঠিক ছিল?
  • অগ্নি নির্বাপন হোসরীল ব্যবহার যোগ্য?
  • অগ্নি নির্বাপন পানির ড্রাম, বালতি ঠিক ছিল?
  • জরুরী বর্হিঃগমন রাস্তার লাইট সচল ছিল?
  • স্মোক ডিটিকটর সচল ছিল?
  • সকল ফায়ার ইকুইপম্যান্ট ব্যবহার উপযোগী ও ঠিক ছিল ?
  • ফ্লোর পরিস্কার ছিল?
  • মেশিন নিডিল গার্ড/আই গার্ড/পুলিকভার ঠিক ছিল?
  • সব বৈদ্যূতিক প্যানেল বোর্ডের নিচে রাবার ম্যাট ছিল?
  • বৈদ্যুতিক বোর্ডসমূহ দৈনিক বা মাসিক ভিত্তিতে চেক করা ছিল
  • প্রাথমিক চিকিৎসা বক্সে সকল সরঞ্জমাদি ঠিক ছিল?
  • প্রাথমিক চিকিৎসা বক্স খোলা ছিল?
  • প্রাথমিক চিকিৎসকের ছবিসহ তালিকা ফ্লোরে টানানো ছিল?
  • চলাচলের রাস্তা পরিস্কার ও বাধা মুক্ত ছিল ?
  • ফ্লোরের জরুরী বর্হিঃগমন নকশা পলিসি বোর্ডগুলি পরিস্কার ও সঠিক স্থানে ছিল?
  • বৈদ্যুতিক লাইট/ফ্যান/সকেট ঠিক ছিল?
  • চিকিৎসা বক্সের ঔষধসমূহের কার্যকরী মেয়াদ সঠিক ছিল?
  • অগ্নি নির্বাপক দলের ছবিসহ তালিকা ফ্লোরে টানানো ছিল?
  • বহিঃগমন দরজা খোলা ও বাধামুক্ত ছিল?
  • খাবার পানির ড্রাম ও স্থান পরিষ্কার ছিল?
  • পানি পরীক্ষার সনদপত্র লাগানো ছিল?
  • পর্যাপ্ত খাবার পানি ও গ্লাস ছিল?
  • ড্রামের পানি খাবারের উপযোগি ছিল?
  • টয়লেট ফ্লোর পরিস্কার ও শুকনা ছিল
  • সব পানির কল সচল ছিল?
  • দুর্গন্ধ মুক্ত ছিল?
  • স্যান্ডেল/সাবান/তোয়েল/লাইট ছিল?
  • ময়লা ঝুড়ি পরিষ্কার ছিল?

Posted

in

by

Comments

Leave a Reply