সুইিং মেশিন পরিচালনার সময় ঝুকি সমূহ কি কি?

সুইং মেশিন কি? সুইং মেশিন পরিচালনার সময় ঝুকি সমূহ কি কি?

সুইং মেশিন কি

এই সুইং মেশিন কি পলিসি যাতে কারখানার সব জায়গায় ও সকল কর্মকর্তা, কর্মচারীকে কারখানার সাউন্ড সিস্টেম, শ্রমিক প্রতিনিধি, নোটিশ বোর্ড, মিটিং, ট্রেনিং এর মাধ্যমে অবহিত করা হয়। এছাড়াও দ্বায়িত্বপ্রাপ্ত সিনিয়র এক্সিকিউটিভ ও এইচ আর এন্ড কমপ্লাাইন্স অফিসার ও সমাজ কল্যান কর্মকর্তাগন প্রত্যেক সেকশনের মিটিং ও ট্রেনিং এর মাধ্যমে অবহিত করা হয়।

  • নিডল গার্ড না থাকায় ভাঙ্গা নিডল আঙ্গুলে ফুটতে পারে।
  • অভার লক ও ফ্লাট লকসহ আই গার্ডযুক্ত মেশিনগুলোতে আই গার্ড না থাকলে ভাঙ্গা নিডল চোখে ছিটঁকে গেলে চোখ নষ্ট হতে পারে।
  • পুলি কভার মেশিনের মটরের সাথে না থাকলে চুল অথবা জামা কাপড় আটকে র্দূঘটনা হতে পারে।
  • চলন্ত মেশিনের ইলেকট্রিক সর্ট সার্কিটের মাধ্যমে অথবা অন্য কোন কারনে মটর পুড়ে অগ্নি র্দূঘটনা ঘটতে পারে।

সূতরাং র্দূঘটনা এড়াতে নিম্নোক্ত বিষয়ে সচেতন হোন-

  • মেশিনে বিদ্যুৎ সংযোগ সঠিক আছে কি-না সুইচ অন করে তা নিশ্চিত করতে হবে।
  • মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করতে হবে।
  • দূর্ঘটনাস এড়ানোর জন্য মেশিনের আই গার্ড, পুলি গার্ড এবং নিডেল গার্ড সঠিক আছে কি-না তা নিশ্চিত করতে হবে।
  • কর্মস্থলে ঢিলে-ঢালা পোশাক পরিধান না করা এবং মেয়েদের মাথার চুল খোলা রেখে কাজ না করা।
  • নির্দিষ্ট সময়ে কাজ আরম্ভ করতে হবে।
  • ড্রেস, মাস্ক ও কোন কমিটির সদস্য হলে তাকে অবশ্যই সংশিষ্ট প্রতীক সম্বলিত ব্যাজ পারতে হবে।
  • আপনার আশে-পাশে মেশিনের দিকে লক্ষ্য রেখে নিজের মেশিনটিকেও সোজা রাখতে হবে।
  • প্রতিটি অপারেটরকে উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী কাজ করতে হবে।
  • কাজের সময় এদিক সেদিক বিনা প্রয়োজনে হাঁটাচলা ও অহেতুক ( অপ্রয়োজনীয় ) কথা-বার্তা থেকে বিরত থাকা।
  • ফ্লোর ছুটির সময় যাতে মেশিন পরিষ্কার –পরিচ্ছন্ন থাকা ও কাজের সুষ্ঠ পরিবেশ বিরাজ করে ঃ, সে লক্ষ্যে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে।
  • কাজের সময় ভারী অলংকার ব্যবহার না করা ।
  • যেখানে সেখানে থুথু ও পানের পিক না ফেলা।

সাপ্তাহিক ছুটি: বাংলাদেশ শ্রম আইন এর ১০৩ ধারা অনুযায়ী, কলকারখানা বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে একজন কর্মরত শ্রমিক প্রতি সপ্তাহে ১ দিন ছুটি পাবে। অত্র প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্রবার।

Weekly Holiday: As per section 103 of the Bangladesh Labor Law 2006, an adult worker working in any factory will get at least one holiday within a week. Friday is the holiday of this factory.


Posted

in

by

Comments

2 responses to “সুইং মেশিন কি? সুইং মেশিন পরিচালনার সময় ঝুকি সমূহ কি কি?”

Leave a Reply