আব্লুসফট এ ডবলু এস-ই পি। ডীসল্ভিং প্রসিডীউর কিভাবে কাজ করে

আব্লুসফট এ ডবলু এস-ই পি। ডীসল্ভিং প্রসিডীউর কিভাবে কাজ করে?

আব্লুসফট এ ডবলু এস-ই পি

আব্লুসফট এ ডবলু সরবরাহকারীগণকে সব সময় জাতীয় ও অন্যান্য প্রয়োগযোগ্য আইন মেনে চলতে হবে। এই বিভাগে প্রয়োজনীয় ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন (আন্তর্জাতিক শ্রমিক সংগঠন), গ্লোবাল সোশ্যাল কমপ্লায়েন্স প্রোগ্রামস  (আন্তর্জাতিক সামাকজিক সম্মতি কার্যক্রম) এবং এথিক্যাল ট্রেড ইনিশিয়েটিভ বেজ কোড (নৈতিক বাণিজ্য আচরণ বিধি সূচনা ভিত্তি নীতি) মান ভিত্তি করে তার উপর নির্ভর করে । …

  • কোথায় আইনের বিধান ও আচরণবিধি একই বিষয় এ পরিচালিত হলে যে বিধান শ্রমিক বা পরিবেশ এর বৃহত্তর সুরক্ষা প্রধান করতে পারবে তাহা যোগানদারগণ প্রয়োগ করতে পারবেন।
  • যে ব্যাক্তি সফেনার ডিসল্ভ করবে, সে অবশ্যই  হ্যান্ড গ্লাভস, গগস, গাম বুট, (পি.পি.ই) পরে নিবে। সরবরাহকারীদের কে অবশ্যই পরিচ্ছন্ন টয়লেট সুবিধা, পানি পাত্র প্রদান করতে হবে এবং যদি প্রয়োজন হয় তবে  খাদ্য প্রস্তুতি এবং সংরক্ষণ  করার জন্য সবাস্থকর  সুবিধা দিতে হবে ।
  • যে ড্রামে সফেনার ডিসল্ভ করবে, সে ড্রাম ভালভাবে ধুয়ে পরিস্কার করে নিতে হবে যাতে পূর্বে গোলানো কোন সফেনার ড্রামে লেগে না থাকে।পূর্বে গোলানো কোন সফেনার ড্রামে লেগে থাকলে সেটা পচে গন্ধ হতে পারে।
  • ড্রামে ৮০ লিটার, ৪৫ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার পানি নিয়ে ড্রামকে স্টাইরিং মটর এর নিচে  রাখতে হবে।কোন অবস্থাতেই ৫০ ডিগ্রি সেলসিয়াস এর উচ্চ তাপমাত্রায় এই সফেনার গোলানো যাবে না।
  • তারপর পরিমাপকৃত ১০ কেজি আব্লুসফট এ ডবলু এস- ই পি পার্ল, মগে অথবা স্টিলের বাটিতে করে আস্তে আস্তে ড্রামের মধ্যে ঢালতে হবে এবং স্টাইরিং ফ্যান একটিভ রাখতে হবে।
  • সরবরাহকারীদেরকে  অবশ্যই বিশেষ বিবেচনায় নিতে হবে যে  নারী শ্রমিক, গৃহশ্রমিক,  সংস্থার কর্মী, অস্থায়ী শ্রমিক এবং অভিবাসী শ্রমিক হিসেবে যারা কাজ করছে তাদের শ্রম  যাতে  অবমাননাকর, ঝুঁকিপূর্ণ  না হয়  তাহা বিবেচনা রাখা । এখানে উল্লেখ থাকে যে, কোন অবস্থাতেই সম্পূর্ণ সফেনার একবারে ড্রামে ঢালা যাবে না।
  • সম্পূর্ণ  আব্লুসফট এ ডবলু এস- ই পি ঢেলে দেওয়ার পর  স্টাইরিং ফ্যান ১৫/২০ মিনিট একটিভ রাখতে হবে।
  • তারপর ড্রামকে স্টাইরিং ফ্যান থেকে সরিয়ে সুবিধামত জায়গায় স্টোরিং করে ৬ ঘণ্টা রেখে দিতে হবে।
  • ছয়(৬) ঘণ্টা পর সলুশন কে পুনরায়  স্টাইরিং ফ্যানে নিয়ে ১৫/২০ মিনিট  স্টাইরিং করতে হবে।
  • সরবরাহকারীগন যারা বাড়িতে কর্মীদের নিয়োগ দেন তাহারা যাতে বাসা কাজের  ব্যবহার ও ইহার অন্তরভুক্ত আচরণবিধির সমর্থনে  সিঅ্যান্ডএ নির্দেশিকা  মেনে চলে । পুনরায় চেক করতে হবে যে, ড্রামের নিচে কোন তলানি আছে কি না।
  • ড্রামের মধ্যে কোন দানা বা তলানি না থাকলে ড্রামের সফেনার বাবহারের উপযোগী।
  •  প্রত্যেকটা স্টক সলুশন (সফেনার সলুশন) ২৪/৩৬  ঘণ্টার মধ্যে ব্যাবহার করতে হবে।২৪/৩৬ ঘণ্টার মধ্যে ব্যাবহার না করলে পচে গন্ধ হয়ে যেতে পারে। সরবরাহকারীদের কে  অবশ্যই   ক্ষতিপূরণ, মজুরি পরিশোধ,  ওভারটাইম সুবিধা এবং সবেতন ছুটি যা পূরণ করা যাহা সর্বনিম্ন এবং / অথবা শিল্প  মান আনুসারে বেশি তবে  আইনগত তাহা  দিতে হবে।

সারাংশ

প্রত্যাশা করে যে মানবাধিকার এর প্রতি সম্মান এবং মানবাধিকার লঙ্ঘনের মধ্যে অপকর্মের  সহযোগিতা এড়াতে আলোচনা করা হয়েছে. সিঅ্যান্ডএ ইহাও আশা করে যে সরবরাহকারীগণ  শ্রমিকদের মানবাধিকারের প্রতি সম্মান দেখাবে  এবং এই বিভাগের প্রয়োজনীয়তা সমন্বয় করবে ।


Posted

in

by

Tags:

Comments

Leave a Reply