এডমিন ম্যানেজার এর দায়িত্ব

  • এডমিন ম্যানেজার ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও রক্ষনাবেক্ষন নিশ্চিত করে থাকেন।
  • প্রতিদিন প্রশাসনের কাজ মনিটরিং করা ।
  • পরিকল্পনা এবং কারখানার নিরাপত্তা সিস্টেম বজায় রাখা।
  • প্রতিদিনের জনবলের হিসাব রাখা।
  • সকল স্টাফ / শ্রমিক নিয়োগ / অব্যহতি / বরখাস্ত সম্পর্কে জ্ঞাত হওয়া।
  • ফ্লোরে পানির ব্যবস্থা, পানির পাম্প, বৈদ্যুতিক মেইন সুইচ, লাইট, ফ্যান ইত্যাদি অন / অফ নিশ্চিত করা।
  • ফ্যাক্টরির সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে সিকিউরিটি সেকশনের কার্যক্রম সার্বিক পর্যবেক্ষনের আওতায় রাখা।
  • দর্শনার্থী বা হঠাৎ আগমনকারীর পরিচয় জানা ও তাকে সঠিক নির্দেশনা দেয়া।
  • পুরো ফ্যাক্টরির পরিচ্ছন্নতা নিশ্চিত করা।
  • ফ্যাক্টরি বন্ধকালীণ সময়ে ফ্লোরে কোথাও কেউ আটকা পড়েছে কিনা তা নিশ্চিত করা।
  • ফ্যাক্টরির রক্ষনাবেক্ষন সব রকম ঠিকভাবে হচ্ছে কিনা তা নিশ্চিত করা।
  • লোডার, ড্রাইভার, ক্লিনার ও সিকিউরিটি সেকশনের সকল কর্মকর্তা, কর্মচারীর কার্যক্রম পর্যবেক্ষন করা।
  • গাড়ীর রক্ষনাবেক্ষন এবং গাড়ীর জ্বালানীর ব্যবহার নিয়ন্ত্রন করা।
  • প্রয়োজন অনুযায়ী সভা আহবান করা।
  • সব ধরনের লজিষ্টিক সহায়তা সুনিশ্চিত করা।
  • কারখানার সার্বিক নিরপত্তার নিশ্চিত করা।
  • নিরাপত্তা সেকশনের সকল আইনগত নথিপত্র সঠিক আছে কিনা মনিটরিং করা ।
  • কোম্পানির সকল রকম রক্ষনাবেক্ষন তত্ত্বাবধানের জন্য একজন এডমিন ম্যানেজার কোম্পানির কাছে দায়বদ্ধ।
  • বয়লার রক্ষণাবেক্ষণ ও সতর্ক্তা