ওশাস্ OHSAS Occupational Health & Safety Assessment Series কি?

ওশাস্ OHSAS Occupational Health & Safety Assessment Series
ওশাস্ OHSAS Occupational Health & Safety Assessment Series কি?

ওশাস্ OHSAS Occupational Health & Safety Assessment Series

ওকুপেশনাল হেলথ্ এন্ড সেফটি এ্যাসেস্মেন্ট সিরিজ ইহা পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক সার্টিফিকেট। কর্মস্থল পরিস্কার-পরিচ্ছন্ন এবং নিরাপদ রাখা এই সার্টিফিকেট অর্জনের মূল উদ্দেশ্য। Read it in English Version

ওশাস্ (OHSAS) এর মূল নীতিঃ

এর মূল নীতি হচ্ছে Hazards (বিপদের উপাদান) ও Risk (বিপদ ঘটে যাওয়া) রেজিষ্টারের বিষয়গুলোর ক্রমাগত উন্নতি সাধন করা ও কার্যক্ষেত্র পরিস্কার পরিচ্ছন্ন রাখা। প্রত্যেক ব্যক্তিকেই তার কর্মস্থল ও মেশিন সংক্রান্ত Hazards ওঁ  Risk সম্পর্কে জানতে হবে এব সেই অনুযায়ী ব্যস্থা গ্রহণ করতে হবে।

OHSAS18001:1999

এ ছাড়াও পেশাগত স্বাস্থ্য সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে।

  • বাথরুম ব্যবহারের পর পানি ও সাবান ব্যবহার করা নতুবা অপরিস্কার থাকার ফলে বিভিন্ন ধরনের জীবানু দেহের অভ্যন্তরে প্রবেশ করে ডায়রিয়া ও অন্যান্য পাকস্থলীর রোগ সৃষ্টি করে।
  • মুখোশ ব্যবহার করা যাহাতে পেশাগত রোগ যেমন, যক্ষা, কাঁশি, হাঁপানী ইত্যাদি না হতে পারে।
  • থিনার বা এই জাতীয় কোন ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার না করা। কারণ চর্মরোগ হয়, ফুসফুস আক্রান্ত হয় এবং অন্যান্য শারীরিক উপসর্গ দেখা দেয়।
  • আগুন লাগলে কিভাবে নামতে হবে, কোন দিক দিয়ে নামতে হবে সে সম্পর্কে পরিস্কার ধারণা থাকতে হবে।
  • থুথু, কফ ইত্যাদি ফ্লোরে রক্ষিত ডাষ্টবিনেবা থুথুদানিতে ফেলতে হবে।
  • নির্দিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কেউ কখনো মেইন সুইচে হাত না দেয়া।
  • আগুন লাগলে আতংকিত না হয়ে বরং চেষ্ঠা করুন কিভাবে নিজে নিজেই আগুন নিভানো যায় অথবা সুপারভাইজার/ইনচার্জ/পিএম এর সহযোগিতা নিন কিন্তু কখনই চিৎকার দিয়ে পরিবেশকে আতংকগ্রস্থ না করে তুলে বরং আগুন নিভানোর জন্য CO2 এবং ABC বা DCB   অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে।
  • সকল প্রকার ছুটি ও মাতৃত্বকালীন ছুটি প্রদান করা।
  • পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়গুলো মেনে চলা।
  • আগুন লাগলে আতংকিত না হয়ে এক হাত দুরত্ব বজায় রেখে সারিবদ্ধভাবে নীচে নেমে যাওয়া এবং অন্যকে নামতে সাহায্য করা।
  • কারখানার অভ্যন্তরে ধুমপান না করা।
  • কারখানার অভ্যন্তরভাগ কার্যক্ষেত্র, সিঁড়ি, টয়লেট ইত্যাদি সবসময় পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে সহযোগীতা করা।
  • দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি ( ফ্লোর সুপারভাইজার, ইনচার্জ বা পিএম) ছাড়া অন্য কেউ কখনো ফায়ার এলার্ম সুইচে হাত না দেয়া।
  • সিঁড়িতে বা অন্যকোন নির্দিষ্টস্থানে রক্ষিত ডাষ্টবিনে ময়লা ফেলতে হবে।
  • কার্যক্ষেত্রের অভ্যন্তরে কখনো উচ্চশব্দ করে কথা না বলা।
  • সব সময় মুখোশ ও স্কার্ফ ব্যবহার করা এবং এগুলোর যতœ নেয়া। নষ্ট হয়ে গেলে বা হাঁরিয়ে গেলে লাইন সুপারভাইজার বা উর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করা।
  • OHS-MS-Team, Fire Fighting Team  এবং ওয়ার্কাস ওয়েলফেয়ার কমিটি (WWC) এর ছবি দেয়ালে ঝুলানো আছে, তাদের সবাইকে ভাল করে চিনে ( পরিচিত) নিতে হবে।

By Mashiur

He is Top Class Digital Marketing Expert in bd based on Google Yahoo Alexa Moz analytics reports.. He is certified IT Professional from Aptech, NCC, New Horizons & Post Graduated from London Metropolitan University (External) in ICT. Cell# +880 1792525354. যোগাযোগ এর জন্য নিম্নে Leave a Reply এ গিয়ে কমেন্টস Comments করুন

Leave a Reply