কিভাবে ওয়ার্ডপ্রেসের পোস্ট লিখতে হয়?

কিভাবে ওয়ার্ডপ্রেসের ভালো পোস্ট লিখতে হয়?

ওয়ার্ডপ্রেসের পোস্ট লিখার উপায়

  • প্রথমে ওয়ার্ডপ্রেসের ওয়েব সাইটে জেতে হবে। যেমন – www.bangla.autogarment.com
  • তারপর লগিন করার জন্য এভাবে লিখতে হবে – www.bangla.autogarment.com/wp-admin
  • তারপর নিচের মত ইস্ক্রিন আসবেকিভাবে ওয়ার্ডপ্রেসের পোস্ট লিখতে হয়?
  • তারপর ব্যাবহার কারির নাম  /User Nameপাস ওয়ার্ড / Password দিতে হবে।
  • Then Login click/ প্রবেশ
  • তারপর নতুন আরেকটি / New Post অপশনে ক্লিক করতে হবে
  • তারপর সাধারণত ৬০ থেকে ৬৫ অক্ষর/ character এর একটি শিরনাম/title দিতে হবে।
  • তারপর শিরনাম২ Heading2 / শিরনাম৩ Heading3/ শিরনাম৪ Heading4 এভাবে পর্যায়ক্রমে দিতে হবে।
  • তারপর কমপক্ষে ৩০০ থেকে তার বেশি সব্দ দিয়ে বর্ণনা /Description দিতে হবে।
  • তারপর কমপক্ষে যে কোন একটি বিভাগসমূহ/Category সিলেক্ট করতে হবে
  • তারপর কমপক্ষে একটি অথবা বেশি ট্যাগসমূহ/Tag দিতে হবে। বেশি ট্যাগ দিলে কমা দিয়ে আলাদা করতে হয়, যেমন – গারমেন্টস, টেক্সটাইল
  • তারপর সুন্দর করে শিরনাম/title এর ২/৩ টি সব্দ দিয়ে পারমালিঙ্ক করতে হয়।
  • তারপর একটি ছবি দেয়ার জন্য  ফিচার ছবি স্থাপন ক্লিক করে আপলোড করতে হয়।
  • তারপর একটি ছবি দেয়ার জন্য  নতুন মিডিয়া যুক্তকরণ এ ক্লিক করে আপলোড করতে হয়।
  • সবার সেসে প্রকাশ/Publish বাটনে ক্লিক করতে হয়।
  • এভাবে আপনি ওয়ার্ডপ্রেসের পোস্ট লিখে অনলাইনে পোস্ট করতে পারেন

by

Comments

Leave a Reply