কিভাবে ওয়ার্ডপ্রেসে ফিচার ছবি স্থাপন করতে হয়
কিভাবে ওয়ার্ডপ্রেসে ভাল ফিচার ছবি স্থাপন করতে হয়?
Nazmul Islam
June 5, 2018
ট্রেনিং শিক্ষা
403 বার দেখা হয়েছে
ওয়ার্ডপ্রেসে ফিচার ছবি স্থাপন করার নিয়ম
- প্রথমে একটি ভালো পোষ্ট লিখতে হবে। আর্টিকেল লেখার নিয়ম এখানে দেয়া আছে।
- তারপর সবার নিচে ফিচার ছবিতে ক্লিক করতে হবে
- তারপর ফাইল আপলোড কর বাটনে ক্লিক করতে হবে
- তারপর ফাইল নিরবাচন করুন বাটনে ক্লিক করতে হবে এবং আপনার কাঙ্ক্ষিত ছবি আপলোড করতে হবে
- তারপর ছবির শিরনাম দিতে চেক করতে হয়।
- তারপর ছবির ক্যাপশন দিতে হয়।
- তারপর ছবির টেক্সট দিতে হয়।
- তারপর ছবির বিবরন দিতে হয়।
- তারপর ফিচার ছবি স্থাপন বাঁটনে ক্লিক করে দিতে হয়।
Related
এটাও চেক করতে পারেন
ট্রেনিং শিক্ষা বিসয়ক পোশাক কারখানার জন্য গুরুত্বপুর্ন লেখা নিম্নে আলোচনা করা হল প্রশিক্ষণ ও উন্নয়ন …
এটা আমাদের জন্য অকে ভালো