কতিপয় ব্যাধি সম্পর্কে এবং দূর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান।

কতিপয় ব্যাধি সম্পর্কে এবং দূর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান।
কতিপয় ব্যাধি সম্পর্কে এবং দূর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান।

দূর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান

কতিপয় ব্যাধি সম্পর্কে এবং দূর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান। – শ্রমিক হিসেবে আপনার মৌলিক অধিকার এবং প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ম-নীতি ও দেশের প্রচলিত কারখানা আইন সম্বন্ধে জানার অধিকার আপনার আছে। মূলতঃ সেই লক্ষ্যকে সামনে রেখে এই শ্রমিক সহায়িকাটি প্রকাশনার ব্যবস্থা নেয়া হয়েছে। যদি কোন প্রতিষ্ঠানে কোন দুর্ঘটনা ঘটে, যাহাতে প্রাণহানি বা শারীরিক জখম হয়, অথবা যদি কোন প্রতিষ্ঠানে দুর্ঘটনাজনিত বিস্ফোরণ, প্রজ্জ্বলন, অগ্নিকাণ্ড, সবেগে পানি প্রবেশ বা ধুম্র উদ্গীরণ ঘটে, তাহা হইলে মালিক পরিদর্শককে পরবর্তী দুই কর্ম দিবসের মধ্যে তত্সম্পর্কে নোটিশ মারফত অবহিত করিবেন: ..

তবে শর্ত থাকে যে, উল্লিখিত ঘটনা সংঘটিত হওয়ার সাথে সাথে সম্ভাব্য ক্ষয়ক্ষতি হ্রাস করা কিংবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় কার্যক্রম আরম্ভের জন্য কারখানা কর্তৃপক্ষ বিষয়টি সরকার, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন পরিদপ্তর, থানা, প্রয়োজনে নিকটবর্তী হাসপাতাল বা সরকারি-বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে ফোন, মোবাইল ফোন, এসএমএস অথবা ফ্যাক্সের মাধ্যমে অবহিত করিবে।

উল্লিখিত কোন দুর্ঘটনায় শারীরিক জখম হওয়ার কারণে উহা কোন আহত শ্রমিককে আটচল্লিশ ঘন্টার অধিক সময় পর্যন্ত কাজে অনুপস্থিত থাকিতে বাধ্য করে, সে ক্ষেত্রে বিধি দ্বারা নির্ধারিত রেজিস্টারে ইহা লিপিবদ্ধ করিয়া রাখিতে হইবে৷

উল্লিখিত রেজিস্টারে লিখিত বিবরণের একটি কপি মালিক প্রত্যেক বত্সর ৩০শে জুন এবং ৩১শে ডিসেম্বর এর পরবর্তী পনর দিনের মধ্যে প্রধান পরিদর্শকের নিকট প্রেরণ করিবেন

কতিপয় ব্যাধি সম্পর্কে নোটিশ

যে ক্ষেত্রে দ্বিতীয় তফসিলে উল্লিখিত ব্যাধি দ্বারা কোন প্রতিষ্ঠানে কোন শ্রমিক আক্রান্ত হন, সে ক্ষেত্রে মালিক অথবা সংশ্লিষ্ট শ্রমিক অথবা তত্কর্তৃক নির্দিষ্ট কোন ব্যক্তি, বিধি দ্বারা নির্ধারিত ফরমে ও সময়ের মধ্যে, তত্সম্পর্কে পরিদর্শককে নোটিশ মারফত অবহিত করিবেন৷

যদি কোন রেজিস্টার্ড চিকিত্সক কোন প্রতিষ্ঠানের বর্তমান বা ভূতপূর্ব কোন শ্রমিককে চিকিত্সাকালে দেখেন যে, তিনি দ্বিতীয় তফসিলে উল্লিখিত কোন ব্যাধিতে ভুগিতেছেন বা ভুগিতেছেন বলিয়া তাহার সন্দেহ হইতেছে, তাহা হইলে উক্ত চিকিত্সক অবিলম্বে একটি লিখিত রিপোর্ট মারফত প্রধান পরিদর্শককে নিম্নলিখিত বিষয় অবহিত করিবেন, যথাঃ-

রোগীর নাম এবং ডাক যোগাযোগের ঠিকানা;

রোগী যে রোগে ভুগিতেছেন বা ভুগিতেছেন বলিয়া সন্দেহ হইতেছে, তাহার নাম;

যে প্রতিষ্ঠানে রোগী বর্তমানে কাজ করিতেছেন বা সর্বশেষ কাজ করিয়াছেন, তাহার নাম ও ঠিকানা৷

প্রধান পরিদর্শক কর্তৃক নির্ধারিত সংশ্লিষ্ট মালিক উক্তরূপ পেশাগত ব্যাধিতে আক্রান্ত, ক্ষতিগ্রস্থ শ্রমিকের চিকিৎসার ব্যবস্থা করিবেন

সারাংশ

কতিপয় ব্যাধি সম্পর্কে এবং দূর্ঘটনা সম্পর্কে নোটিশ প্রদান। – আপনারা সকলেই যদি আমাদের প্রতিষ্ঠানের নিয়ম-নীতি, পদ্ধতি ও সুযোগ সুবিধা সম্বন্ধে জানতে পারেন (যা দেশের প্রচলিত আইনের উপর ভিত্তি করে রচিত হয়েছে) তাহলে আপনারা যেমন উপকৃত হবেন, তেমনি কোম্পানীও উপকৃত হবে। কারণ এর মাধ্যমে একজন শ্রমিক কোম্পানীর যাবতীয় নিয়ম-নীতি, পদ্ধতি, শৃংঙ্খলা, কর্ম পরিবেশ, স্বাস্থ্য, নিরাপত্তা, নিয়োগ-নীতি, শাস্তি, পদোন্নতি, বরখাস্ত, ও অন্যান্য সুযোগ-সুবিধা সম্বন্ধে অবগত হবেন। আমরা আশা করি, আপনারা সকলেই বইটি ভালভাবে পড়ে কর্মক্ষেত্রে তা প্রয়োগ করার চেষ্টা করবেন এবং একই সাথে নিজেকে ও কোম্পানীকে উপকৃত করবেন।

By Mashiur

He is Top Class Digital Marketing Expert in bd based on Google Yahoo Alexa Moz analytics reports.. He is certified IT Professional from Aptech, NCC, New Horizons & Post Graduated from London Metropolitan University (External) in ICT. Cell# +880 1792525354. যোগাযোগ এর জন্য নিম্নে Leave a Reply এ গিয়ে কমেন্টস Comments করুন

Leave a Reply