কলার নিটিং মেশিন চালনা পদ্ধতি ও নিরাপত্তা প্রণালী গুলো কি কি

কলার নিটিং মেশিন চালনা পদ্ধতি ও নিরাপত্তা প্রণালী গুলো কি কি?

কলার নিটিং মেশিন চালনা পদ্ধতি

  • প্রতি শিফটে নিয়মিত মেশিন বাহির হইতে পরিস্কার করা।
  • প্রতি শিফটে একবার কওে মেশিনের সম্মুখভাগ পরিস্কার করা। প্রয়োজনে কমপ্রেস্ড এয়ার ব্যবহার করা।
  • কলার নিটিং মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা।
  • ম্যানুয়াল অনুসারে মেশিন চেক করা। প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশ পরিবর্তন করা। অতঃপর মেশিন অয়েল ব্যবহার করা।
  • মেইনটেন্যান্সের জন্য প্যানেল বোর্ডের ছক অনুসারে কাজ করা।
  • মেশিন চালানোর পূর্বে ভাল ভাবে চেক করে নিতে হবে।যেমন ক্যাম বক্স,সেলেন্ডারবক্স, ডায়াল বক্স।
  • কাপড়ের কোয়ালিটি ঠিক আছে কিনা ভাল ভাবে চেক দিতে হবে।
  • মেশিনের প্রোগ্রাম অনুযায়ী সুতার লক কাউন্ট ও ব্যান্ড ঠিক আছে কিনা ভাল ভাবে চেক করে নিতে হবে।
  • ৫/৭ কেজি কাপড় বানানোর পরে চেক করে দেখতে হবে মেশিনে তেল পরিমান মত আছে কিনা চেক দিয়ে নিতে হবে ।
  • শিফ্ট শেষে অন্য শিফ্টের অপারেটর কে ভাল ভাবে মেশিন বুঝিয়া দিতে হবে এবং বুঝিয়া নিতে হবে।
  • মেশিন চালাতে কোন অসুবিধা দেখা দিলে বা মেশিনে কোন সমস্যা দেখা দিলে সাথে সাথে মেইনটেন্যান্স বিভাগকে অবহিত করা।
  • ম্যানুয়াল অনুসারে মেশিন চেক করা। প্রয়োজন অনুযায়ী যন্ত্রাংশ পরিবর্তন করা। অতঃপর মেশিন অয়েল ব্যবহার করা।
  • মেইনটেন্যান্সের জন্য প্যানেল বোর্ডের ছক অনুসারে কাজ করা।

নিরাপত্তা প্রণালী ঃ

  • কলার নিটিং মেশিন এর চেম্বার প্রতিদিন এক বার পরিস্কার করতে হবে। ভিতরে ময়লা থাকলে যে কোন সময় আগুন ধরতে পারে। হঠাৎ যদি আগুন লাগে তাহলে অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করতে হবে এবং সাথে সাথে মেশিন এর বিদ্যুতিক লাইন বন্ধ করে দিতে হবে।
  • যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করতে হবে।
  • হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করতে হবে।
  • কলার নিটিং মেশিন – দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করা।

Posted

in

by

Comments

One response to “কলার নিটিং মেশিন চালনা পদ্ধতি ও নিরাপত্তা প্রণালী গুলো কি কি?”

Leave a Reply