কাটিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি

কাটিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি

কাটিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব

  • কাটিং কোয়ালিটি সুপারভাইজার নতুন কোন স্টাইল ইউনিটে আসলে স্টাইল, সোয়াচ, স্যাম্পল বুঝে নিয়ে অধীনস্ত কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে কাজ বুঝিয়ে দিবেন ও নিয়মিত তাদের কাজের তদারকি করবেন
  • কোয়ালিটি কন্টোলার এবং কোয়ালিটি ইনচার্জ
  • শেড ব্যান্ড চেক করে রিপোর্ট করা।
  • কাপড় ইন্সপেকশন করে রিপোর্ট করা।
  • মার্কার চেক করে রিপোর্ট করা।
  • প্রডিং কোয়ালিটি চেক করে রিপোর্ট করা।
  • কাট গুডস, কোয়ালিটি ইন্সপেকশন ও রিপোর্টিং।
  • ফেব্রিকস ফল্ট পেলে তা পর্যবেক্ষন করে রিপোর্ট করা।
  • বান্ডেল নাম্বারিং কোয়ালিটি চেক করে রিপোর্টিং।
  • কোথায় কোন কোয়ালিটি ইন্সপেক্টর কাজ করবে তা নির্ধারন করে দিতে হবে।
  • কাটিং কোয়ালিটি সুপারভাইজার -এর নিয়ম-কানুনগুলো যেন ভালভাবে মেনে চলা ।

Posted

in

by

Tags:

Comments

4 responses to “কাটিং কোয়ালিটি সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য কি কি”

Leave a Reply