কাটিং সুপারভাইজারের কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি

কাটিং সুপারভাইজার এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?

কাটিং সুপারভাইজার এর কাজ

  • কাটিং সুপারভাইজার টেকনিকেল ম্যানেজার ও প্রোডাকশন ম্যানেজারের নির্দেশ মোতাবেক উৎপাদন প্রক্রিয়া সক্রিয় রাখতে ফ্লোরে কর্মরত কাটিং অপারেটর এবং সহকারী কাটিং অপারেটরদের এবং ম্যার্কার ম্যানদের কার্যক্রম পরিচালনা করা।
  • কাটিং ইনচার্জ
  • কাটিং ইন-চার্জ-এর নিকট থেকে প্ল্যান পাওয়ার পর সেই অনুযায়ী কাজ করা।
  • ফ্রেবিক্স কাটার পূর্বে প্যাটার্ন ভাল করে বুঝে নেওয়া এবং অর্ডার নং, সেড, সোয়াস, মার্কার সঠিক ভাবে পরীক্ষা করা।
  • ফেব্রিকের বিভিন্ন সমস্যা সম্পর্কে কাটিং ইন-চার্জকে অবহিত করা এবং সমাধান গ্রহণ করা।
  • কাজের প্রক্রিয়া সঠিকভাবে হচেছ কিনা তা নিয়ন্ত্রণ করা।
  • লেয়ার ম্যান গণ ফেব্রিকের লে দেয়ার পর এবং মার্কিং করার পূর্বে অর্ডার শিট ও সোয়াস পুনরায় পরীক্ষা করা।
  • পরবর্তী দিনের কাজ আগের দিন চলে যাবার পূর্বে প্রস্তুত করে রাখা যাতে পরেরদিন কাজ শুরু করতে সময় অপচয় না হয়।
  • ছুটির সময় জানালাাগুলো ভালভাবে চেক করা এবং কারখানা ত্যাগের পূর্বে মেশিনের সুইচ এবং বৈদ্যুতিক সুইচ বন্ধ করা হয়েছে কিনা তা চেক করা।
  • অপারেটরদেরকে প্রতিটি মেশিন সম্পর্কে ভাল ধারণা দেওয়া এবং মেশিন পরিচালনা করতে গিয়ে যেসব কারণে দুর্ঘটনা ঘটে সে ব্যাপারে তাদেরকে সতর্ক করে দেওয়া।
  • কাটিং সুপারভাইজারের কাজের দায়িত্ব ও কর্তব্য -এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।

Comments

Leave a Reply