কোয়ালিটি বিভাগ এর কার্যপ্রনালী

কোয়ালিটি বিভাগ এর কার্যপ্রনালী গুলো আলেচনা করা হল

কোয়ালিটি বিভাগ এর কার্যপ্রনালী গুলো

কোয়ালিটি বিভাগ এর কার্যপ্রনালী গুলো আলেচনা করা হল – কোয়ালিটি শব্দের অর্থ গুন বা মান এবং ইন্সিপেক্টর শব্দের অর্থ পরিদর্শক। কাজেই কিউ আই এর শাব্দিক অর্থ মান পরিদর্শক। পোশাকের মান যাচাই ও নির্ণয় কারীকেই কোয়ালিটি ইন্সিপেক্টর বলে।

নীতিমালা প্রনয়নের লক্ষ্য ও উদ্দেশ্য ঃ

অটো গ্র“প একটি রপ্তানীমূখী তৈরী পোষাক কারখানা। এখানকার উৎপাদিত প্রতিটি পণ্যই মানসম্মত। আর এ মানসম্মত পণ্য উৎপাদনের জন্য রয়েছে বিভিন্ন সেকশন। সেকশন ভিত্তিক কার্যাবলী সুষ্ঠু ও সুচারুরুপে সম্পাদনের নিমিত্তে সম্যক আরনা লাভের উদ্দেশ্যেই উক্ত নীতিমালা প্রণীত।

কোয়ালিটি বিভাগ এর কার্যপ্রনালী নিুে আলেচনা করা হল ঃ

• কোয়ালিটি কন্ট্রোল শেখার আগ্রহ থাকতে হবে।
• চোখের দৃষ্টি শক্তি ভাল থাকতে হবে।
• হাতের লেখা ভাল থাকতে হবে।
• সবার সাথে একত্রিত হয়ে কাজ করার মানসিকতা থাকতে হবে।
• গণিত সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে যেমন-যোগ,বিয়োগ,গুন.ভাগ,বর্গ এবং শতকরা নির্ণয়।
• রং এবং সেড সম্পর্কে ভাল ধারণা থাকতে হবে।
• প্রোডাকশন স্টাফদের অজ্ঞতা থাকা স্বত্বেও ইন্সিপেক্টর বিশ্বাস করে তার উপর অটল থাকাএবং কর্তব্য,জ্ঞান ও দক্ষতা প্রদর্শন করা।
• মেজারমেন্ট টেপের ভগ্নাংশ পাঠের ক্ষমতা থাকতে হবে।
• কোম্পানীর মান সম্পন্ন পন্যের সুনাম রক্ষায় আগ্রহ থাকতে হবে।
• নিজের কাজের ব্যক্তিগত উচ্চমান প্রদর্শন করা।
• নতুন কো কিছু দেখলে বা শুনলে তার সম্পর্কে বিস্তারিত জানার আগ্রহ থাকতে হবে।
• কার্য পর্যবেক্ষণ দ্বারা সাধারণ কাজ বুঝার ক্ষমতা ও খুব তাড়াতাড়ি কার্য সম্পাদন করা।

নীতিমালা প্রয়োগ ও মূল্যায়ন পদ্ধতি/ প্রক্রিয়া:

• প্রতিদিন নিজ কর্মস্থলে কারখানার নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে হবে।
• মেশিন ত্যাগ করার পূর্বে মেশিনের সুইচ বন্দ করে মেশিন থেকে যেতে হবে।
• মেশিনে মেশিন ওয়েল ঢালার সময় সতর্কতার সহিত ঢালতে হবে ।
• মেশিন চালনার পূর্বে মেশিন ভালো ভাবে পরিস্কার,পরিচ্ছন্ন করে কাজ শুরু করতে হবে।
• কর্মকালীন সময়ে সকল শ্রমিককে আইডি কার্ড প্রদর্শিত অবস্থায় কাজ করতে হবে।
• মেশিন সংশি¬ষ্ট সকল প্রকার ব্যক্তি গত নিরাপত্তা ব্যবহার করে কাজ করতে হবে।
• ভাঙ্গা নিডেল র্পূনাঙ্গ সংগ্রহ করে সুপারভাইজার এর মাধ্যমে স্টোর হতে নতুন নিডেল সংগ্রহ করতে হবে।
• শ্রমিকগন কর্মকালীন সময়ে এক বিভাগ হতে অন্য বিভাগে অযথা চলাফেরা করতে পারবেন না।
• সর্বদা শৃংখলা বদ্ধ হয়ে কারখানার নিয়ম মেনে কর্ম সম্পাদন করতে হবে।
• কোন প্রকার অভিযোগ অনূযোগ থাকলে তাহা রক্ষিত অভিযোগ বাক্সে ফেলতে পারবে, অথবা সরাসরি ওয়েলফেয়ার/ কমপ¬ায়েন্স অফিসারের নিকট অভিযোগ করতে পারবে এ ছাড়াও বিভিন্ন স্থানে প্রদত্ত হট লাইনে অভিযোগ জানাতে পারবে ।
• শ্রমিকগন এমন কোন উশৃংখল আচরন করতে পারবেন না যাহা কারখানার শৃংখলাহানী ও উৎপাদন কাজে ব্যাঘাত ঘটতে পারে।
• সকল সমস্যা অংশগ্রহন কমিটির মাধ্যমে সমাধান করতে হবে।
• উপরোক্ত নীতিমালার ভিত্তিতে শ্রমিকগন প্রতিদিনের কার্যসম্পাদন করিবে।

Comments

4 responses to “কোয়ালিটি বিভাগ এর কার্যপ্রনালী গুলো আলেচনা করা হল”

  1. KHAN Avatar
    KHAN

    কিভাবে অতি দ্রুত ইনচার্জ হতে পারি

Leave a Reply