চুরি সংক্রান্ত নীতিমালা। সি টি প্যাট অনুযায়ী বর্ণনা করা হল।

চুরি সংক্রান্ত নীতিমালা। সি টি প্যাট অনুযায়ী বর্ণনা করা হল।

চুরি সংক্রান্ত নীতিমালা

নিরাপত্তা বা সিকিউরিটি চুরি সংক্রান্ত নীতিমালা একটি ফ্যাক্টরীর জন্য বিশেষ করে পোশাক শিল্প ফ্যাক্টরীর জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পোশাক শিল্প ফ্যাক্টরীর নিরাপত্তা বলতে বুঝায় শ্রমিক / কর্মচারী /ভিজিটর বা পরিদর্শক আসা যাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট বিষয়ের উপর ভিত্তি করে বিধি নিষেধ পালন করা। আআআআ

  • নিরাপত্তা নিিতমালার উদ্দেশ্য হল প্রদত্ত নিরাপত্তা সম্পদ প্রয়োগের মাধ্যমে গার্মেন্টস লিঃ লিমিটেডের সকল সেকশনে  উচ্চ পর্যায়ের নিরাপত্তা নিশ্চিত করা। এর অভিপ্রায় হল নিরাপত্তার বিভিন্ন দিককে অর্ন্তভুক্তির মাধ্যমে চুরি, ধংস, ও অন্তর্ঘাত হতে গার্মেন্টস লিঃ লিমিটেডর লোকবল, সম্পদ এবং তথ্যাদি সংরক্ষণে শ্রেষ্টতর এবং কার্যকরী কর্মপন্থা প্রতিষ্ঠা করা । কোন চুরির ঘটনা ঘটে থাকলে সর্ব প্রথম নিরাপত্তা শাখায় রিপোর্ট করতে হবে।
  • নিরাপত্তা শাখা সংশ্লিষ্ট ব্যাক্তি ও উদ্বারকৃত আলামত সহ প্রশাসনিক শাখায় একটি প্রাথমিক প্রতিবেদন উপস্থাপন করবে। রপ্তানীযোগ্য (এক্সপোর্ট) ও সাধারণ মালপত্র লোডিংয়ের সময় নিরাপত্তা
  • অভ্যন্তরীন দুর্ঘটনার সময় করনীয়,  ফ্যাক্টরী বন্ধের সময় করনীয় , রাত্রিকালীন ডিউটির সময় করনীয়, দায়িত্ব ও কর্তব্য হস্তান্তরের সময় করনীয়, ফ্যাক্টরী খোলার সময় করনীয়
  • বহিরাগত / ভিজিটর (পরিদর্শক) প্রবেশাধিকার সংক্রান্ত নীতিমালা
  • প্রশাসনিক কর্মকর্তা বিষয়টি তদন্তের জন্য নিরাপত্তা কমিটিতে প্রেরন করবেন এবং তদন্তকৃত রিপোর্ট কর্তৃপক্ষের নিকট পেশ করার সময় সীমা নির্ধারণ করে দিবেন।
  • নিরাপত্তা কমিটি সংশ্লিষ্ট সাক্ষ্য প্রমাণ ও আলামত পর্যালোচনা করে রিপোর্ট পেশ করবেন। ইমপোর্ট, সাধারণ মালপত্র ও এক্সেসরীজ আনলোডিয়ের সময় নিরাপত্তা
  • কর্তৃপক্ষ তদন্ত কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে শ্রমিক আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।
  • বড় ধরনের অপরাধ প্রমানিত হলে অপরাধীকে পুলিশে হস্তান্তর করা যেতে পারে।
  • সর্বোপুরি চুরি প্রতিহত করার উদ্দেশ্যে সকল নিরাপত্তা কর্মীদের নিয়মিত প্রশিক্ষণ এর ব্যবস্থা করা করা ।
  • কর্মসূচীটির মাধ্যমে  গার্মেন্টস লিঃ লিমিটেড দৃঢ়ভাবে ঘোষনা করে যে, তার নিরাপত্তার মান জাতীয় ও আন্তর্জাতিক মানের সাথে সঙ্গতিপূর্ণ রাখার ব্যাবস্থা গ্রহণ করার সাথে সাথে গার্মেন্টস লিঃ: লিমিটেডর নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্বি ও অন্য সকল শ্রমিক কর্মচারীদের নিরাপত্তা সচেতনতা বৃদ্বির জন্য প্রয়োজনীয় উদ্দ্যোগ গ্রহণ করে। লিমিটেডর নিরাপত্তা নীতিমালা তার পারিপার্শ্বিক অবস্থা ও পরিবেশের জন্য বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাজের পরিপুরক। চুরি প্রতিহত করার উদ্দেশ্যে সকলকে এ বিষয়ে সচেতন করে তোলা ।

সারাংশ

চুরি সংক্রান্ত নীতিমালাবানিজ্যিক স্বার্থে সর্বাধিক নিরাপত্তার গুরুত্ব দিয়ে প্রতিষ্ঠানের গ্রাহক এবং বিক্রেতা উভয়কেই সময়োপযোগী নিরাপত্তার প্রশ্নে সাধ্যানুযায়ী তার অঙ্গীকার নিশ্চিত করতে দৃঢ় সংকল্প বাস্তবায়ন করতে সহায়তা করবে ।

Comments

Leave a Reply