টিউব টেক্স মেশিন চালনা পদ্ধতি

  • টিউব টেক্স মেশিন এ কাপড় লাগানোর সময় রান স্পিড ম্যানুয়াল করে লাগাতে হবে। চালু অবস্থায় কাপড় লাগালে রোলার এর মধ্যে হাত ঢোকার সম্ভাবনা বেশী।
  • পিছনে যে কাপড় ধরবে খুব সাবধানে ধরতে হবে। কাপড়ের সাথে হাত বেল্ট এর মধ্যে ঢুকতে পারে। যদি এই রকম সমস্যা হয় তাহলে মেশিন এর ইমারজেন্সী সুইচ বন্ধকরতে হবে।
  • মেশিন এর সামনে ডায়া মাপার সময় মেশিন এ রান স্পিড বন্ধ করে নিবেন। চালু  অবস্থায় ডায়া মাপতে গেলে) রোলার এর মধ্যে হাত ঢুকতে পারে অথবা মাথায় আঘাত লাগতে পারে। সসস আআআ

নিরাপত্তা প্রণালী ঃ

  • যে কোন দূর্ঘটনা ঘটলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করতে হবে।
  • হঠাৎ আগুন লাগলে দ্রুত মেশিনের সুইচ বন্ধ করে অগ্নি নির্বাপন যন্ত্র দ্বারা আগুন নিভানোর চেষ্টা করতে হবে।
  • দূর্ঘটনা এড়াতে কাজের সময় ঢিলা ঢালা পোষাক পরিধান না করতে হবে