Select Page

ধারালো যন্ত্রপাতির ব্যবস্থাপনা

অটো  ডিজাইন লিঃ এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ধারালো যন্ত্রপাতি সঠিকভাবে নিয়ন্ত্রনের লক্ষ্যে ফ্যাক্টরীর প্রতিটি ফ্লোরে লাইন/সেকশন/শাখা অনুযায়ী একটি করে সুরক্ষিত শার্প টুলস বক্স প্রদান করিয়াছেন এবং দুই জন প্রশিক্ষিত শার্প টুলস কন্ট্রোলার নির্ধারন করিয়াছেন। তাদের মধ্যে এক জন্য লাইনচীফ অপর জন লাইন সুপারভাইজার এবং উল্লেখিত শার্প টুলস কন্ট্রোল পদ্ধতি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা নিরিক্ষার জন্য উক্ত লাইনের কিউসিকে দ্বায়িত্ব প্রদান করেছেন। লাইনচীফ এবং সুপারভাইজার এর ছবি উক্ত বক্্েরর সমূখে টানানো থাকিবে।

ধারালো যন্ত্রপাতির ব্যবস্থাপনা পদ্বতিসমূহ:

সাধারন নিয়মাবলী:

  • সিজার,কাটার,এন্ট্রি কাটার, ভোমর, কাটিং নাইফ, ট্যাগ গান, বাটন ইষ্টিচ নাইফ, ইত্যাদি নিজ উদ্যেগে বাহির হতে কারখানার অভ্যন্তরে আনিতে পারিবেন না।
  • কারখানার অভ্যন্তরে স্ট্যাপলার মেশিন ব্যবহার করিতে পারিবে না।
  • কারখানার অভ্যন্তরে সেফটি পিন, আল পিন ব্যবহার করিতে পারিবে না।
  • একজন কর্মী একটির বেশি ধারালো যন্ত্রপাতি ব্যবহার করিতে পারিবেন না।
  • প্যাকিং সেকশনের ভিতরে কোন প্রকার ধারালো যন্ত্রপাতি/মেটাল জাতিয় দ্রব্য/অ-অনুমোদিত ব্যক্তি প্রবেশ করা সম্পূনভাবে নিষিদ্ধ।

শার্প টুলস কন্ট্রোলারগনের দ্বায়িত্ব:

  • লাইন/সেকশনের চাহিদা অনুযায়ী চাহিদা পত্রের মাধ্যমে সেন্ট্রাল ষ্টোর হতে ধারালো যন্ত্রপাতি গ্রহন ও রেকর্ড সংরক্ষন করিবেন।
  • প্রতিটি ধারালো যন্ত্রপাতির মধ্যে ব্যবহারকারীর নাম ও কার্ড নং উল্লেখ করিবেন।
  • প্রতিদিন ফ্লোর শুরু হওয়ার পর ধারালো যন্ত্রপাতি ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী নাম, পদবী, কার্ডনং উল্লেখ পূর্বক নির্ধারিত ফরমেটে স্বাক্ষর গ্রহন পূর্বক বিতরন করিবেন।
  • দিনশেষে/কাজশেষে পুনরায় নাম, পদবী, কার্ডনং উল্লেখ পূর্বক নির্ধারিত ফরমেটে স্বাক্ষর গ্রহন পূর্বক ফেরত নিবেন।
  • শার্প টুলস কন্ট্রোলার দিন শুরু এবং শেষে শার্প টুলস বিতরন/গ্রহনের হিসাব সংরক্ষন করিবেন।
  • শার্প টুলস বক্্র সবর্দা তালাবদ্ধ অবস্থায় থাকিবে এবং এর একটি চাবী শার্প টুলস কন্ট্রোলার এর নিকট থাকিবে ও অন্যটি প্রশাসন বিভাগের নিকট হস্তান্তর করিবেন।