নিটিং অপারেটর এর কাজ

  • সুপারভাইজার কর্তৃক প্রদত্ত আদেশ ও চাহিদা অনুযায়ী প্রযোজ্য নিটিং মেশিন অপারেট করা।
  • নিটিং সুপারভাইজার এর নির্দেশ মত মেশিন চালু রাখা
  • মেশিনটি প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার করা ।
  • মেশিনে কোন ইলেক্ট্রিক তার ছেঁড়া বা খোলা তার আছে কিনা তা চেক করে নেয়া।
  • আর পি এম কমিয়ে মেশিন চালু করা।
  • মেশিন চালু করে কমপক্ষে ৩ থেকে ৪ বার অয়েল দেয়া।
  • মেশিন চালু অবস্থায় কাপড় দিয়ে মেশিন পরিষ্কার করা যাবে না।
  • মেশিনে অটো লাইন লাগানো আছে কিনা তা চেক করে নেয়া।
  • মেশিনের গেট খোলা থাকলে ভেতরে ঢোকা যাবে না। ভেতরে ঢুকতে হলে মিমিংগারের লাইট জ্বালিয়ে ভেতরে ঢোকা উচিৎ।
  • নিটিং অপারেটর সুপারভাইজার এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলবে।
  • নিটিং অয়েল পরিমানের চেয়ে কম হলে মেশিন বন্ধ হয়ে যাবে।
  • অয়েল লাইনের সমস্যা হলে মেশিন ব›ধ হয়ে যাবে।
  • মেশিনের গেট খোলা অবস্থায় ভেতরে ঢুকলে দূর্ঘটনা ঘটবে।
  • মাস্ক এবং এয়ার প্ল্যাগ ব্যভহার করা।