নিটিং ফিটারম্যান এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি

নিটিং ফিটারম্যান এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?

নিটিং ফিটারম্যান এর কাজ

  • নিটিং ফিটারম্যান এর কাজ হচ্ছে নিটিং মাস্টারের কাছ থেকে কাজের স্টাইল, জি এস এম বুঝে নিয়ে সে অনুযায়ী নিটিং অপারেটরদের নিটিং মেশিনে সেট করা।
  • নিটিং মাস্টারের কাছ থেকে কাজের ধরন বুঝে নেয়া।
  • শিফ্ট শুরু হওয়ার আগে সব মেশিনের সেটিংস, বৈদ্যুতিক সংযোগ, সুতা ও অন্নান্য প্রয়োজনীয় সকল বিষয় বুঝে নেয়া।
  • সব কাপড় চেক করে নেয়া।
  • প্রয়োজনীয় প্রতিটি মেশিনে অপারেটর সেট করা।
  • নিডল্ সিঙ্কার ভেঙ্গে গেলে লাগিয়ে দেয়া।
  • প্রতিদিন জি এস এম চেক করা।
  • নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
  • নিটিং অয়েল পরিমানের চেয়ে কম হলে মেশিন বন্ধ হয়ে যাবে।
  • অয়েল লাইনের সমস্যা হলে মেশিন ব›ধ হয়ে যাবে।
  • মেশিনের গেট খোলা অবস্থায় ভেতরে ঢুকলে দূর্ঘটনা ঘটবে। মাস্ক এবং এয়ার প্ল্যাগ ব্যবহার করা।

Posted

in

by

Comments

One response to “নিটিং ফিটারম্যান এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?”

Leave a Reply