নিডেল অথবা মেটাল ডিটেক্টর মেশিন কিভাবে কাজ করে?

নিডেল অথবা মেটাল ডিটেক্টর মেশিন কিভাবে কাজ করে?

নিডেল ও মেটাল ডিটেক্টর

ফিনিসড গার্মেন্টস বা টেক্সটাইলের মধ্যে ভাঙ্গা নিডেল, আয়রনের তার এবং অন্যান্ন ধাতব টুকরার উপস্থিতি থাকলে তা বের করার জন্য নিডেল ডিটেক্টর ব্যবহার করা । উৎপাদন ফ্লোরে যাতে কোন প্রকার ধাতব পদার্থ বা পিন জাতীয় পদার্থ প্রবেশ করতে না পারে তা নিশ্চিত করা। Read this in English …

দায়িত্ব ও কর্তব্য:

কারখানাতে কোথাও অব্যবহ্নত মেসিন আছে কিনা এবং তা থেকে মেশিন সরানো হয়েছে কিনা। কোয়ারেনটাইনে দায়িত্ব প্রাপ্ত ব্যক্তি নিশ্চিত করবেন যে, ধাতব পদার্থ বা পিন জাতীয় কোন দ্রব্য পরীক্ষা বা চেক ছাড়া স্টোরে বা উৎপাদন ফ্লোরে প্রবেশ করবে না।
স্টোরে কোন কিছু প্রবেশ করার পূর্বে স্টোর ইনচার্জ বা স্টোর কিপারগন নিশ্চিত করবেন যে, গৃহীত পত্র বা মালামালে কোন প্রকার ধাতব / মেটাল জাতীয় পদার্থ নেই। নিডেল / মেটাল ডিটেক্টর মেশিন অপারেটর নিডেলের অদল-বদল কঠোরভাবে ‘’পুরাতনের বদলে নতুন’’ এই ভিক্তিতে করা হয় কিনা।

নিডেল / মেটাল ডিটেক্টর মেশিন অপারেশনের নির্দেশাবলী:

  • উৎপাদন কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের কার্টুন / প্যাকেট প্রথমে মেটাল কোরেনটাইন এরিয়ায় নিয়ে পিন পৃথক করতে হবে করতে হবে এবং কর্তব্যরত ব্যক্তিকে অবশ্যই রক্ষিত রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে।
  • কার্টুন বা প্যাকেট কোন অবস্থাতেই পিন / ধাতব পদার্থমুক্ত না করে অফিসে স্টোরে বা উৎপাদন কাজের জন্য পাঠানো বা বিতরন করা যাবে না।
  • স্টোর ইনচার্জ বা স্টোর কিপারগন অবশ্যই স্টোরে কোন কিছু বহন করার পূর্বে যথাযথ ভাবে পরীক্ষা নীরীক্ষা করবে যেন কোন ধাতব পদার্থ বা পিন আছে কিনা।
  • যদি কোন ধাতব পদার্থ বা পিন পাওয়া যায় সাথে সাথে নিচতলায় কোয়ারেনটাইন এরিয়ায় নিয়ে ধাতব পদার্থ বা পিনমুক্ত করে স্টোরে অনুপ্রবেশ করাতে হবে।
  • মেটাল ডিফেকশনঃ সাইটে কোন মেটাল ডিটেকশন হয় কিনা। অফিসের কাজে ব্যবহৃত কোন চিঠি পত্রে ধাতব পদার্থ / মেটাল / পিন ব্যবহার করা যাবে না।
  • যে কোন ধরনের ডাক বা চিঠি পত্রাদি অবশ্যই কোয়ারেনটাইন এরিয়ায় যথাযথভাবে পরীক্ষা বা চেক ছাড়া অফিসে পাঠানো যাবে না।
  • কোয়ারেনটাইন এরিয়ার জন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি অবশ্যই আগত সকল প্রকার ডাক বা চিঠিপত্র পিন বা ধাতবমুক্ত করে বিতরন করবেন এবং রেজিষ্টারে রেকর্ড লিপিবদ্ধ রাখবেন।
  • গার্মেন্টস প্যাকিং করার পূর্বে ১০০% মেটাল ডিটেক্টর মেশিন দ্বারা চেক করতে হবে যাতে প্যাকিং করা গার্মেন্টসের মধ্যে কোন প্রকার পিন বা ধাতব পদার্থ না থাকে।
  • নির্দিষ্ট সময় পর পর মেটাল বিনে সংরক্ষিত পিন বা ধাতব পদার্থ নিকটবর্তী স্টীল মিলে দান করতে হবে।
  • মেটাল ডিটেক্টর মেসিন কি কনভেয়ার বেল্ট টাইপ এবং এপারেচারের ভিতর দিয়ে পণ্য পাশ হয় কিনা। মেশিনের সঠিক স্থান নির্ধারণ করতে হবে।
  • ডিটেক্টর নষ্ট অবস্থায় এবং মেশিনের সুইচ বন্ধ অবস্থায় কনভেয়ার বেল্ট চালানো যায় কিনা। মেশিন ও চারপাশ পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
  • বৈদ্যুতিক সংযোগ দেওয়ার আগে প্যানেল বোর্ডে হাত দেয়া যাবে না।
    মেশিনের মেরামকের সময় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন রাখতে হবে।
  • মেটাল ডিটেকশন মেশিনের ইকুপমেন্ট সেট আপ টেস্টিং , সার্ভিসিং এবং মেটাল রিজেকশনের বিস্তারিত রেকর্ড করা হয় কিনা। মেশিনে সমস্যা দেখা দিলে সাথে সাথে টেকনিশিয়ানকে অবহিত করতে হবে।
  • মেটাল যাওয়ায় সময় মেশিন স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয় কিনা। পন্য ছাড়া অন্য কোন জিনিস ম্যাটে উঠানো যাবে না।
  • কোন অবস্থায় মেটাল জাতীয় ক্ষুদ্র বস্তু কনভেয়ার বেল্টে রাখা যাবে না।
  • মেটাল ডিটেকশনে প্রশিক্ষিত কর্মী কাজ করে কিনা। সঠিক নিয়মে মেশিন পরিচালনা করতে হবে।

মেটাল ডিটেকশন এরিয়া:

নিডেল- সকল সুইং মেশিন
নিটিং মেশিন
হ্যান্ড সুইং মেশিন
ব্লেড
ছুরি
সিজার এবং কাটিং এ ব্যবহৃত অন্যান্ন সরঞ্জাম
প্রোডাকশনের সময় ব্যবহৃত যে কোন ধারালো যন্ত্রাংশ

পরিশেষ

মেটাল ডিটেক্টর মেশিনের এপারচারে ১.২ মি.মি ফেরাস টেস্ট স্ট্যান্ডার্ড , যা মেটাল ডিটেক্টর সরবরাহকারীকতৃক দেওয়া হয়, চেক করতে পারে কিনা। মেটাল ডিটেক্টর মেশিন নিয়মিত ভিক্তিতে (অন্তত বছরে একবার)হয় ডিটেক্টরের সরবরাহকারীকৃত বা টেসকো অনুমোদিত ইঞ্জিনিয়ার দ্বারা সার্ভিস করা হয় কিনা। কেলিব্রেশন চেক করার জন্য কোন প্রিন্টার সুবিধা আছে কিনা।


Posted

in

by

Comments

Leave a Reply