নিডেল কন্ট্রোলার ও কোয়ালিটি ম্যানেজারদ্বায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?
by Mashiur | Sep 5, 2018 | মেইনটেনেন্স |
নিডেল কন্ট্রোলার দ্বায়িত্ব ও কর্তব্য
- নিডেল কন্ট্রোলার -ফ্লোরের চাহিদা অনুযায়ী নিডেল কন্ট্রোলার নির্ধারিত চাহিদা পত্রের মাধ্যমে সেন্ট্রাল ষ্টোর হতে বিভিন্ন মানের নিডেল গ্রহন করিবেন এবং নিডেল কন্ট্রোলিং রুমে নির্ধারিত স্থানে নিডেল সংরক্ষন ও গ্রহনকৃত নিডেলের হিসাব নির্ধারিত ফরমেটে সঠিকভাবে লিপিবদ্ধ ও রেকর্ড সংরক্ষন করিবেন।
- ফ্লোরের চাহিদা অনুযায়ী অপারেটর/সুপারভাইজার/লাইনচীফগনের মাধ্যমে ফ্লোরের মধ্যে দেওয়া নির্ধারিত পটের মাধ্যমে ভাঙ্গা/সম্পূর্ন নিডেল আনা ও নেওয়ার ব্যবস্থা করিবেন।
- নিডেল এর সমস্ত ভাঙ্গা অংশ আছে কিনা সোয়াচ এর মাধ্যমে নিশ্চিত হওয়ার পর একটি সম্পূর্ন নিডেল বিতরন করিবেন।
- নিডেল এর সমস্ত ভাঙ্গা অংশ আছে নিশ্চিত হওয়ার পর নাম, পদবী উল্লেখ পূর্বক স্বচ্ছ টেপের মাধ্যমে এর মধ্যে সংযুক্ত করিবেন।
- নিডেল কন্ট্রোলার গত ১ বৎসরের এর রেকর্ড নির্ধারিত বক্সে সংরক্ষন করিবেন এবং উক্ত বক্সের একটি চাবি নির্ধারিত ফ্লোরের ব্যবস্থাপক কোয়ালিটি এর নিকট হস্তান্তর করিবেন অপর একটি চাবি প্রশাসন বিভাগে হস্তান্তর করিবেন।
- নিডেল কন্ট্রোলার ব্যতিত উক্ত রুমের কেহই প্রবেশ করিতে পারিবে না এবং নিডেল কন্ট্রোলার কোথাও গেলে উক্ত রুমের সার্বিক নিরাপত্তা নিশ্চিত পূর্বক/তালাবদ্ধ করিয়া নিডেল রুম ত্যাগ করিবেন।
- নিডেল কন্ট্রোলার এর ছবি নিডেল কন্ট্রোল রুমের সমূখে দৃশ্যমান অবস্থায় টানানো থাকিবে।
- নিডেল কন্ট্রোলার একটি হ্যান্ড নিডেল ডিটেক্টর, একটি ম্যাগনেট প্যান ও একটি বড় ধরনের লোকাল ম্যাগনেট সংরক্ষন করিবেন এবং চাহিবামাত্র দিতে বাধ্য থাকিবেন।
- নিডেল কন্ট্রোলার গন স্ব-স্ব ফ্লোরের মেকানিক ইনচার্জ গনের সহিত যোগাযোগ করিয়া আইডল মেশিনের নিডেল ও রেকর্ড সংরক্ষন করিবেন।
- অনুযায়ী নিধারিত কমিটির সকল ব্যক্তিবর্গের স্বাক্ষরকৃত চাহিদা পত্রের মাধ্যমে একটি সম্পূর্ন নিডেল বিতরন করিতে পারিবেন।
- প্রতিদিন কোয়ালিটি ম্যানেজার/কোয়ালিটি ইনচার্জ হিসাব/নিকাশ সঠিক আছে কিনা তা নিরিক্ষন পূবর্ক নির্ধারিত ফরমেটে স্বাক্ষর করিবেন।
- নির্ধারিত গত ১ বৎসরের মেয়াদ উত্তির্ন ভাঙ্গা/পুরাতন/অকেজ নিডেল ও রেকর্ড সমূহ মেটাল ডিসপজাল কমিটির মাধ্যমে পরিত্যাক্ত জায়গায় ভূগর্ভস্থ করে এবং তদানুসারে রেকর্ড সংরক্ষন করা হবে।
নিডেলের সম্পূর্ন ভাঙ্গা অংশ না পাওয়া গেলে করনীয়:
- কর্মরত অবস্থায় কোন নিডেল ভেঙ্গে গেলে প্রথমে অপারেটর তার নিজ মেশিনের সুইচ বন্ধ করিবেন।
- অতপর সামনে, পিছনে, ডানে ও বামের অপারেটর/হেলপারকে অবগত করিবেন।
- লাইন সুপারভাইজার, লাইনচীফ, মেকানিক, কিউ সিকে অবগত করিবেন।
- স্ব-স্ব অপারেটর/মেকানিক/সুপারভাইজার/লাইন চীফ নিডেল কন্ট্রোলার কর্তৃক হ্যান্ড মেটাল ডিটেক্টর মেশিন/ম্যাগনেট প্যান/ লোকাল ম্যাগনেট গ্রহন করিবেন।
- স্ব-স্ব অপারেটর, লাইনের লাইন চীফ, কিউ সি, সুপারভাইজার, মেকানিক, মেটাল ডিটেক্টর অপারেটর, নিডেল কন্ট্রোলার, প্রশাসনিক কর্মকর্তা, কমপ্লায়েন্স কর্মকর্তা, ব্যবস্থাপক কোয়ালিটি, ব্যবস্থাপক উৎপাদনে উপস্থিতিতে অত্র এলাকার কিউ বিক মিটার হ্যান্ড মেটাল ডিটেক্টর মেশিন/ম্যাগনেট প্যান/ লোকাল ম্যাগনেট এর মাধ্যমে সঠিকভাবে তল্লাশী করিবেন।
- তার পরেও যদি নিডেলের সম্পূর্ন ভাঙ্গা অংশ না পাওয়া যায় অত্র কিউ বিক মিটার এলাকার সমস্ত গামের্ন্টসগুলি আবদ্ধ পাত্রের মাধ্যমে মেটাল ডিটেক্টর মেশিন অপারেটর এর নিকট হস্তান্তর করিবেন এবং উপরোল্লিখিত ব্যাক্তিবর্গের উপস্থিতিতে উক্ত গার্মেন্টস গুলি মেটাল পাস করিবেন এবং মেটাল ডিটেক্টর অপারেটর নির্ধারিত ফরমেটে রেকর্ড সংরক্ষন করিবেন।
- নিডেলের সম্পূর্ন ভাঙ্গা অংশ পাওয়া গেলে মেটাল ডিটেক্টর অপারেটর নির্ধারিত ফরমেটে রেকর্ড সংরক্ষন করিবেন এবং সাধারন নিয়মে নিডেল গ্রহন করিবেন।
- নিডেলের ভাঙ্গা অংশ মেটাল ডিটেক্টর মেশিনের মাধ্যমে সনাক্ত করা গেলেও নির্ধারিত গামের্ন্টস থেকে ভাঙ্গা অংশ উদ্ধার করা না গেলে উক্ত গামের্ন্টসটির বিবরন উল্লেখপূবর্ক নির্ধারিত রিজেক্ট গামের্ন্টস বক্সে সংরক্ষনসহ রেকর্ড সংরক্ষন করিবেন।
- নিডেলের সম্পূর্ন ভাঙ্গা অংশ না পাওয়া গেলে মেটাল ডিটেক্টর অপারেটর নির্ধারিত ফরমেটে রেকর্ড সংরক্ষন করিবেন এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত কমিটির অনুমোদনক্রমে নির্ধারিত) মাধ্যমে একটি সম্পূর্ন নিডেল গ্রহন করিবেন এবং নিডেলকন্ট্রোলার তদানুসারে রেকর্ড সংরক্ষন করিবেন। কমিটির ফরমেশন নিন্মরুপ:
- স্ব-স্ব লাইনের লাইন চীফ, কিউ সি, সুপারভাইজার, মেকানিক, মেটাল ডিটেক্টর অপারেটর, নিডেলকন্ট্রোলার, প্রশাসনিক কর্মকর্তা, কমপ্লায়েন্স কর্মকর্তা, ব্যবস্থাপক কোয়ালিটি, ব্যবস্থাপক উৎপাদনকে কমিটির সদস্য করিয়া উক্ত ফেøারের মহাব্যবস্থাপককে সহ সভাপতি ও মহাব্যবস্থাপক কোয়ালিটিকে সভাপতি করিয়া কমিটি নির্ধারন করা হইল।
Related