সেফটি কমিটি

নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড এর দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?

নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড এর দায়িত্ব ও কর্তব্য

  • নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড এর দায়িত্ব ও কর্তব্য
  • একজন সিকিউরিটি ইনচার্জ হিসেবে সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করা। …
  • নিরাপত্তা কর্মীরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে কিনা তা মনিটরিং করা ।
  • ফ্যাক্টরীর প্রবেশ ,বাহির থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার শ্চিত করা।
  • নিরাপত্তা কমীদের টহল দল প্রতি রাতে ফ্যাশনস্ লি: এর বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা  পরিদর্শন করছে কিনা তা নিশ্চিত করা।
  • পন্য আনা নেয়ার স্থানে কোন ব্যাক্তিগত যানবাহন যাতে না থাকে তা নিশ্চিত করা।
  • পন্য আনা নেয়ার স্থান ও ভবনের চারদিকে নিরাপত্তা বাতিগুলো যেন জ্বালানো থাকে তা খেয়াল রাখা।
  • ফ্যাক্টরি বন্ধের পর সকল দরজা-জানালাগুলো বন্ধ করা ও তালাবদ্ধ করা।
  • ভবনে, পন্য আনা নেয়ার স্থানে, স্টোর ও প্যাকিং এলাকায় কোন প্রকার অনুমতিহীন প্রবেশ রোধ করা।
  • সকল কমকর্তা, কর্মচারী ও শ্রমিকগন তাদের স্ব স্ব আইডি কার্ড প্রদর্শন করে প্রবেশ করছে কিনা নিশ্চিত করা।
  • যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আগন্তুক ও পরিদর্শক প্রবেশ নিশ্চিত করা।
  • আগন্তুক ও পরিদর্শক প্রবেশের সময় নির্দিষ্ট ভিজিটর’স বুকে তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা। ও তাদেরকে ভিজিটর’স আইডি কার্ড প্রদান করা।
  • ন্য আনা নেয়ার স্থান, ¯েটার ও প্যাকিং এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেকোন প্রবেশে বাধা দেয়া।
  • সংরক্ষিত এলাকায় বিনা তল্লাশীতে কোন ব্যাগ / ব্রিফকেস / লাঞ্চ বক্স নিয়ে প্রবেশ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা।
  • সন্দেহ দেখা দিলে প্রয়োজনে আগন্তুক ও পরিদর্শকদের ব্যাগ, ব্রিফকেস তল্লাসী করা।
  • খালি কাভার্ড ভ্যান / কন্টেইনার পরীক্ষা করে তার রেকর্ড রাখা।
  • পূর্ণ কাভার্ড ভ্যান / কন্টেইনার পরীক্ষাা করে তা যথাযথভাবে সিল করা।
  • কন্টেইনার / কাভার্ড ভ্যান পূর্ণ করার সময় সার্বক্ষনিক পর্যবেক্ষন করা।
  • কোন প্রকার বেআইনি লোডিং ও বেআইনি কর্মকান্ড দেখা দিলে সাথে সাথে কর্তৃপক্ষকে অবগত করা।
  • মেইন গেইটে অনাকংঙ্খিত প্রবেশ বন্ধ করা তথা বিভিন্ন আগন্তুক এর প্রবেশ নিয়ন্ত্রন কল্পে দর্শনার্থী রেজিষ্টার সংরক্ষন করা হয়।
  • বিভিন্ন সময় ফ্যাক্টরী থেকে ঝযরঢ়সবহঃ এর মালামাল বের হওয়ার সময় প্রয়োজনীয় গেইটপাশ , চালান চেক ও নথিভুক্ত সঠিক ভাবে হচেছ কিনা তা নিশ্চিত করা ।
  • কোন নিরাপত্তা কর্মী শৃঙ্খলা বর্হির্ভূত কাজে লিপ্ত হলে ফ্যাক্টরীর আইন অনুযায়ী শাস্তি প্রদান করা এবং তাদের প্রহরা দেওয়ার স্থান পরিবর্তন করা হয়।
  • কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিবর্গকে চিহ্নিত করার মাধ্যমে ফ্যাক্টরীতে ঢুকতে দেওয়া হয়।

Posted

in

by

Comments

3 responses to “নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড এর দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?”

Leave a Reply