নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড এর দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি?

সেফটি কমিটি

নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড এর দায়িত্ব ও কর্তব্য

  • নিরাপত্তা রক্ষী সিকিউরিটি গার্ড এর দায়িত্ব ও কর্তব্য
  • একজন সিকিউরিটি ইনচার্জ হিসেবে সার্বিক নিরাপত্তা দায়িত্ব পালন করা। …
  • নিরাপত্তা কর্মীরা তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করছে কিনা তা মনিটরিং করা ।
  • ফ্যাক্টরীর প্রবেশ ,বাহির থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২৪ ঘন্টা নিরাপত্তা ব্যবস্থা জোরদার শ্চিত করা।
  • নিরাপত্তা কমীদের টহল দল প্রতি রাতে ফ্যাশনস্ লি: এর বিভিন্ন স্থাপনায় নিরাপত্তা  পরিদর্শন করছে কিনা তা নিশ্চিত করা।
  • পন্য আনা নেয়ার স্থানে কোন ব্যাক্তিগত যানবাহন যাতে না থাকে তা নিশ্চিত করা।
  • পন্য আনা নেয়ার স্থান ও ভবনের চারদিকে নিরাপত্তা বাতিগুলো যেন জ্বালানো থাকে তা খেয়াল রাখা।
  • ফ্যাক্টরি বন্ধের পর সকল দরজা-জানালাগুলো বন্ধ করা ও তালাবদ্ধ করা।
  • ভবনে, পন্য আনা নেয়ার স্থানে, স্টোর ও প্যাকিং এলাকায় কোন প্রকার অনুমতিহীন প্রবেশ রোধ করা।
  • সকল কমকর্তা, কর্মচারী ও শ্রমিকগন তাদের স্ব স্ব আইডি কার্ড প্রদর্শন করে প্রবেশ করছে কিনা নিশ্চিত করা।
  • যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আগন্তুক ও পরিদর্শক প্রবেশ নিশ্চিত করা।
  • আগন্তুক ও পরিদর্শক প্রবেশের সময় নির্দিষ্ট ভিজিটর’স বুকে তাদের সম্পর্কে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করা। ও তাদেরকে ভিজিটর’স আইডি কার্ড প্রদান করা।
  • ন্য আনা নেয়ার স্থান, ¯েটার ও প্যাকিং এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যেকোন প্রবেশে বাধা দেয়া।
  • সংরক্ষিত এলাকায় বিনা তল্লাশীতে কোন ব্যাগ / ব্রিফকেস / লাঞ্চ বক্স নিয়ে প্রবেশ যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখা।
  • সন্দেহ দেখা দিলে প্রয়োজনে আগন্তুক ও পরিদর্শকদের ব্যাগ, ব্রিফকেস তল্লাসী করা।
  • খালি কাভার্ড ভ্যান / কন্টেইনার পরীক্ষা করে তার রেকর্ড রাখা।
  • পূর্ণ কাভার্ড ভ্যান / কন্টেইনার পরীক্ষাা করে তা যথাযথভাবে সিল করা।
  • কন্টেইনার / কাভার্ড ভ্যান পূর্ণ করার সময় সার্বক্ষনিক পর্যবেক্ষন করা।
  • কোন প্রকার বেআইনি লোডিং ও বেআইনি কর্মকান্ড দেখা দিলে সাথে সাথে কর্তৃপক্ষকে অবগত করা।
  • মেইন গেইটে অনাকংঙ্খিত প্রবেশ বন্ধ করা তথা বিভিন্ন আগন্তুক এর প্রবেশ নিয়ন্ত্রন কল্পে দর্শনার্থী রেজিষ্টার সংরক্ষন করা হয়।
  • বিভিন্ন সময় ফ্যাক্টরী থেকে ঝযরঢ়সবহঃ এর মালামাল বের হওয়ার সময় প্রয়োজনীয় গেইটপাশ , চালান চেক ও নথিভুক্ত সঠিক ভাবে হচেছ কিনা তা নিশ্চিত করা ।
  • কোন নিরাপত্তা কর্মী শৃঙ্খলা বর্হির্ভূত কাজে লিপ্ত হলে ফ্যাক্টরীর আইন অনুযায়ী শাস্তি প্রদান করা এবং তাদের প্রহরা দেওয়ার স্থান পরিবর্তন করা হয়।
  • কেবলমাত্র অনুমোদিত ব্যক্তিবর্গকে চিহ্নিত করার মাধ্যমে ফ্যাক্টরীতে ঢুকতে দেওয়া হয়।

By Mashiur

He is Top Class Digital Marketing Expert in bd based on Google Yahoo Alexa Moz analytics reports.. He is certified IT Professional from Aptech, NCC, New Horizons & Post Graduated from London Metropolitan University (External) in ICT. Cell# +880 1792525354. যোগাযোগ এর জন্য নিম্নে Leave a Reply এ গিয়ে কমেন্টস Comments করুন

Leave a Reply