by Nazmul Islam | May 29, 2018 | নিরাপত্তা
বৈশিষ্ট্য
বেজাইম ইউ এল এক প্রকার হলুদ বর্ণ, গন্ধযুক্ত তরল পদার্থ। ইহা পানিতে অত্যন্ত দ্রবনীয়। ইহা এক প্রকার ব্যাকটেরিয়া।
ব্যবহারের সাবধানতা
পন্যের নিরাপত্তা/পন্য ব্যবহারে সাবধানতা বিষয়ক কিছু তথ্য
- রাবার হ্যান্ড গ্লাভস ব্যাবহার করতে হবে।
- আই প্রটেক্টর গগল্স (চশমা) ব্যাবহার করতে হবে।
- রাবার-বুট অথবা রাবার-জুতা ব্যাবহার করতে হবে।
- ভর্তি কন্টেইনারের মধ্যে যেন কখনই সরাসরি পানি না ঢোকে সেই দিকে খেয়াল রাখতে হবে।
স্থানান্তর বা মজুত করার সময় সতর্কতা মূলক ব্যবস্থা
- কর্মস্থানে উপযুক্ত বাতাসের প্রবাহ থাকতে হবে।
- ব্যাবহারের সময় কোন চাপের ফলে যেন বাষ্পীত’ত না হয়।
- দ্রব্য কোনক্রমেই শুকানো যাবে না।
- ব্যবহারের সময় কোন কারণে মেঝেতে পরে গেলে প্রচুর পরিমান পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
শরীরের কোন স্থানে পরে গেলে করণীয়
- নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করিলে, দ্রুত বিশুদ্ধ বাতাস গ্রহণ করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- চোখে লাগলে, সাথে সাথেই চোখ খুলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে কিছুক্ষণ সময় ধরে পরিষ্কার করতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিতে হবে।
- শরীরের কোন স্থানে লাগলে দ্রুত সাবান এবং ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে হবে।
- যদি কেউ দ্রব্যটি গিলে ফেলে, তবে দ্রুত মুখ এবং গলা ঠান্ডা পানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং প্রচুর পরিমাণ পানি সেবন করতে হবে।
- যদি কারো চর্মরোগ থাকে সেক্ষেত্রে ডাক্তারের সাথে সাক্ষাতের সময় উক্ত দ্রব্যের সতর্কতা মূলক ব্যবস্থাপত্র সাথে নিয়ে যেতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
অগ্নি নির্বাপক ব্যবস্থা
- নির্বাপক মাধ্যমঃড্রাই পাউডার, পানি, ফোম, বালু ইত্যাদি।
নির্বাপক কর্মীর নিরাপত্তা
- প্রত্যেক নির্বাপক কর্মীকে সুবিধাজনক গ্লাভস্, বুট, অগ্নি প্রতিরোধক পোশাক পরিধাণ করা উচিৎ।
- পন্যের নিরাপত্তা বিষয়ক অধিক তথ্যাবলি সম্পর্কে জানতে হবে।
by Nazmul Islam | May 22, 2018 | নিরাপত্তা
Boiler Room এর নিরাপত্তা সমূহ
- 2nd, 6th I10th floor এর finishing section এ ২টি করে মোট ৬টি বয়লার রয়েছে। এরমধ্যে ১ টি ১০০ kg বাকি ৫টি ৬০ kg|
- নিরাপত্তার জন্য প্রতিটি Boiler Room Wall দিয়ে তৈরী করা হয়েছে এবং Temperature control এর জন্য প্রয়োজনীয় সংখ্যক Exhaust fan বসানো হয়েছে।
- Boiler চালানোর জন্য প্রশিক্ষনপ্রাপ্ত Operator রয়েছে।
- প্রত্যেক বয়লার রুমের কাছে ১/২টি করে CO2 Extinguisher স্থাপন করা হয়েছে।
- প্রতিদিন বয়লারের Blow down এবং Blowup Time রেকর্ডভুক্ত করা হয়।
- সবগুলো বয়লারের Condition নিয়মিত Check করা হয়।
- প্রতিটি বয়লারের পাইপ Heat Protector দিয়ে মোড়ানো রয়েছে।
- বয়লারের তাপমাত্রা, , Pressure, পানিতে Scale এর পরিমান ইত্যাদি নিয়মিত চেক করা হয়।
- Boiler repairing এর প্রয়োজন হলে তা কারখানা এরিয়ার বাইরে সর্তকতার সাথে করা হয়।
- বয়লারগুলি সচল রাখতে বৎসরে একবার করে সাভিসিং করানো হয়।
by Nazmul Islam | May 21, 2018 | নিরাপত্তা
Personal Safety
personal safety policy সম্পর্কে গুরুত্তপুর্ন কিছু লেখা
PPE – প্রযোজ্য মেশিনে PPE (Personal Protective Equipment) পড়ে কাজ করা সকল Operator এর জন্য বাধ্যতামুলক করা হয়েছে একই সাথে তাদের এ ব্যাপারে উদ্ধুদ্ধ করতে PA System, Awareness Poster এর সাহায্য নেওয়া হয়।যাতে কোন প্রকার দুর্ঘটনা না ঘটে।
যেমন – – Over lock Machine – Musk Cutting Machine, Band Knife – Musk and Metal Gloves,
Bar-tack, Button stitch, Kanchai, Snap Button, Blind Stitch, J-stitch, Auto Loop making, Auto Hemming machine etc.
– Eye Guard spot Cleaning Section – Chemical Musk, Gloves, Apron etc.
by Nazmul Islam | May 21, 2018 | নিরাপত্তা
-
বিদ্যুৎ নিরাপত্তা
- বিদ্যুৎ নিরাপত্তা-প্রতিদিন Checklist এর মাধ্যমে সকল Electrical Installation চেক করা হয়।
- সকল SDP BOARD সপ্তাহান্তে পরিস্কার করা হয় এবং রেকর্ড রাখা হয়।
- অতিরিক্ত সতর্কতার জন্য সকল SDP BOARD এর সাথে এক জোড়া GLOVES এবং কাঠের একটি SPLINT রাখা হয়েছ একই সাথে সকল বোর্ডের নিচে Rubber mat লাগানো হয়েছে।
- প্রতিসপ্তাহে সকল Electric channel, Vacuum Machine দ্বারা পরিষ্কার করা হয় ।
- সকল লাইট, ফ্যান, আক্সজস্ট ফ্যানের জুল ময়লা নিয়মিত পরিষ্কার করা হয়।
- সকল স্টোরে Electric Channel গুলো যথাসম্ভব কমসংখ্যক এবং Passage বরাবর Setup দেওয়া হএছে একই সাথে Covered light ব্যবহার করা হয় যাতে দুর্ঘটনার মাত্রা হ্রাস পায়।
- দুর্ঘটনার মাত্রা কামানোর জন্য Electronic channel গুলিতে Heat protector Insulator Cable ব্যবহার করা হয়েছে ।
by Mashiur | Jan 25, 2018 | নিরাপত্তা
C-T PAT বেষ্টনি সংক্রান্ত নিরাপত্তা
C-T PAT (Customs Trade Partnership Against Terrorism) যুক্তরাষ্ট্রের হোমলেন্ড সিকিউরিটি বুরে্যার একটি সংস্থা যারা শুল্ক এবং সীমানার নিরাপত্তা রক্ষার্থে পৃথিবী জুড়ে সরবরাহ পদ্ধতিকে সন্ত্রাসী তৎপরতা থেকে মুক্ত রাখার জন্য C-T PAT ব্যবস্থাকে কার্যকরী করার পদক্ষেপ নিয়েছে। নিটওয়্যার লিঃ সম্প্রতি এই নীতিমালার আওতায় আসার পদক্ষেপ নিয়েছে। নীচে এই নীতিমালার আওতায় সকল শ্রমিক / কর্মচারীদেও বিশেষ প্রশিক্ষনের দিকগুলো তুলে ধরা হয়েছে। English Article About CTPAT
বেষ্টনি সংক্রান্ত নিরাপত্তা নীতিমালা ঃ
প্রতিটি বেষ্টনি মজবুতভাবে নির্মাণ করতে হবে যাতে সন্ত্রাসী তৎপরতা থেকে মুক্ত থাকা যায়। এই নীতিমালা নিম্নরুপ ঃ
- ভেতর, বাহির হওয়ার দরজা জানালায় তালা চাবির ব্যবস্থা থাকবে।
- অধিক গুরুত্বপূর্ণ, বিপদজনক সামগ্রী এবং অন্যান্য সামগ্রীগুলোকে আলাদা করতে হবে এবং চিহ্নিত করতে হবে।
- পাকিং এলাকার ভিতরে ও বাইরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকতে হবে।
- ব্যক্তিগত গাড়ী এবং মালামাল বহন কারী গাড়ীর জন্য আলাদা পাকিং এর ব্যবস্থা থাকতে হবে।
- যোগাযোগ ব্যবস্থা এমন থাকতে হবে যেন কোন নিরাপত্তা বর্হিভূত ঘটনা ঘটলে তাৎক্ষনাত স্থানীয় নিরাপত্তা সংস্থাকে জানানো যায়।
পদ্ধতিগত নিরাপত্তা ঃ
- একজন নির্ধারিত নিরাপত্তা অফিসার থাকবে মালামাল ভিতরে ঢুকানো এবং বাহির করার দায়িত্বে।
- সঠিকভাবে মালামাল চিহ্নিত করন, গননা ও ওজন করতে হবে লিস্ট অনুযায়ী।
- কনটেইনার এর সীল যাচাই করার পদ্ধতি থাকতে হবে।
- ভরা এবং খালি কনটেইনার সঠিকভাবে সংরক্ষণ করতে হবে বহির্ভূত প্রবেশ বর্জন করার জন্য।
- ভরা এবং খালি কনটেইনার সঠিকভাবে সংরক্ষণ করতে হবে বিধি বহির্ভূত প্রবেশ বর্জন করার জন্য।
- পেকিং এবং লোডিং এলাকায় কেবল মাত্র বিশেষ পোষাক পরিহিত অনুমোদিত ব্যক্তিবর্গকে কাজ করার অনুমতি দিতে হবে।
- কন্টেইনারে রপ্তানী যোগ্য মালামাল উঠানোর আগে নি¤èলিখিত ০৭ টি পয়েন্ট চেক করতে হবে ।
যেমন:
(ক) গাড়ীর ভিতর
(গ) গাড়ীর সামনে
(ঘ) গাড়ীর পিছনে
(খ) গাড়ীর বাহির দিক ডান পাশ
(খ) গাড়ীর বাহির দিক বাম পাশ
(চ) গাড়ীর উপর
(ছ) গাড়ীর নীচ
উল্লেখিত ০৭টি পয়েন্ট চেকিং এর মাধ্যমে নিশ্চিত হয়ে চালানে (C-T PAT) সীল দিয়ে কন্টেইনার ছাড়ার অনুমতি প্রদান করিবেন ।
জ) কন্টেইনার ছাড়ার আগে নি¤èলিখিত বিষয় গুলো চেক করে রেজিষ্টারে লিপিবদ্ধ করবেন।
যেমন:
ক) গাড়ীর মালিকের নাম ও ঠিকানা
খ) গাড়ীর নম্বর
গ) গাড়ীর ড্রাইভারের নাম ও ঠিকানা
ঘ) ড্রাইভিং লাইছেন্স নম্বর
ঙ) গাড়ীর ফিটনেস সাটিফিকেট
চ) গাড়ীর রোড পারমিট
ছ) টেলিফোন / মোবাইল নম্বর
শিক্ষা এবং প্রশিক্ষণ ঃ
একটি নিরাপত্তা মূলক প্রশিক্ষণ সূচী তৈরী করতে হবে এবং কর্মকর্তা ও কর্মচারীদেরকে ঈ-ঞ চঅঞ সংক্রান্ত সকল নিয়মনীতি সম্পর্কে জ্ঞান রাখতে হবে। নিটওয়্যার লিঃ এর নিরাপত্তা ব্যবস্থাকে সঠিকভাবে কার্যকরী করার জন্য ঈ-ঞ চঅঞ নীতিমালা সঠিক ভাবে মেনে চলতে হবে।
by Mashiur | Jan 24, 2018 | নিরাপত্তা
ব্যক্তিগত নিরাপত্তা ঃ
নিয়োগ প্রদানের পূর্বে আবেদনকারীর প্রদত্ত তথ্যসমূহ (পূর্ব অভিজ্ঞতা, চাকুরীর দায়িত্ব কর্তব্য ইত্যাদি) যাচাই করিতে হইবে। আবেদনকারীর প্রদত্ত রেফারেন্সে যোগাযোগের মাধ্যমে (টেলিফোনে) তাহার সম্পর্কিত তথ্য সমূহ যাচাই করিতে হইবে। বরখাস্তকৃত বা স্বেচ্ছায় পদত্যাগ কারী কর্মচারীদের ক্ষেত্রে ছবিসহ তাহাদের পূর্ণ তথ্য সিকিউরিটি চড়রহঃ এ প্রদর্শিত রাখিতে হইবে। ফ্যাক্টরীর CTPAT নিরাপত্তার স্বার্থে উক্ত ব্যক্তিরা কর্তৃপক্ষের নির্দেশ ব্যতীত ফ্যাক্টরীতে প্রবেশ করিতে পারিবে না।
নিরাপত্তা সংক্রান্ত সচেনতা এবং ট্রেনিং ঃ
এই নীতিমালা টেক্সটাইল লিমিটেডের প্রতিটি প্রতিষ্ঠানে প্রয়োগ ও প্রতিষ্ঠা করার দায়িত্ব মূলতঃ সিকিউরিটি সেকশনের। ফ্যাক্টরীর শ্রমিক ও কর্মচারীসহ সকলের সহযোগিতা ছাড়া নিরাপত্তা কর্মীদের এই নীতিমালার প্রয়োগ সম্ভব নয়। তাই সকলকে এই নীতিমালা জানা এবং মানার মাধ্যমে নিরাপত্তা কর্মীদের সহযোগীতা করতে হবে।
সচেতনতার স্বার্থে নিম্নলিখিত বিষয়গুলির প্রতি বিশেষ লক্ষ্য রাখা প্রয়োজন ঃ-
- তাদের অবগতি ছাড়া যে কোন পণ্য বা ব্যক্তি ফ্যাক্টরীর ভিতরে ঢুকবে না এবং বাহিরে যাবে না।
- কোন প্রকার অবৈধ / নিষিদ্ধ জিনিষপত্র ফ্যাক্টরীতে প্রবেশ করানো যাবে না। যদি কোন ব্যক্তি নিষিদ্ধ জিনিষপত্র ফ্যাক্টরীতে প্রবেশ করানোর জন্য দিয়ে থাকে বা ফ্যাক্টরীর ভিতরে কাহারো কাছে কোন অবৈধ জিনিষ দেওয়ার জন্য বলে তবে প্রথমেই নিরাপত্তা কর্মী / অফিসার / জেনারেল ম্যানেজার অথবা ম্যানেজার কে অবহিত করতে হবে।
- ফ্যাক্টরীর সীমানার মধ্যে কারো কোন ধরনের সন্দেহমূলক কার্যকলাপ অথবা গতিবিধি পরিলক্ষিত হলে সাথে সাথে উপরে বর্ণিত ব্যক্তিদেরকে অবহিত করতে হবে।
- ফ্যাক্টরীর মধ্যে যে কোন প্রকার ধুমপান দ্রব্য (বিড়ি, সিগারেট ইত্যাদি), মাদক দ্রব্য ( মদ, ফেনসিডিল, গাঁজা, সিডাক্সিন, প্যাথেড্রিন ইত্যাদি), ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য (শক্তিশালী এসিড/ বিষ) এবং বিষ্ফোরক ( বোমা, খেলনা বোমা, আতশবাজি ইত্যাদি) আনা বা ব্যবহার / গ্রহণ করা যাবে না।
- কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে নির্দিষ্ট কাজ ও নির্দিষ্ট এলাকা ব্যতীত ফ্যাক্টরীর ভিতরে কোন প্রকার দাহ্য পদার্থ ( জ্বালানী তেল, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি) আনা বা ব্যবহার করা যাবে না।
- নির্দিষ্ট কাজের জন্য সরবরাহকৃত বস্তু ব্যতীত ফ্যাক্টরীর ভিতরে অন্য যে কোন প্রকার বিপদজনক বস্তু (ছুরি, চাকু অথবা ধারালো বস্তু) আনা যাবে না।
- শিপমেন্ট যোগ্য মালামাল যেখানে রাখা হয় সেখানে অননুমোদিত কাউকে প্রবেশ করতে দেওয়া যাবে না।
- ফ্যাক্টরীর ভিতরে প্রবেশ এবং বাহির হবার সময় ব্যক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি যথা হাতব্যাগ, লাঞ্চ ক্যারিয়ার, ব্রিফকেইস ইত্যাদি খুলে পরীক্ষা করতে নিরাপত্তা কর্মীকে সহযোগীতা করতে হবে।
- ফ্যাক্টরীর গেটে প্রবেশের পূর্ব মুহুর্ত হতে শেষ পর্যন্ত কোম্পানীর প্রদত্ত আইডেন্টিটি কার্ড বা ভিজিটর কার্ড প্রদর্শিত অবস্থায় সাথে রাখতে হবে।
- অনুমোদিত পরিচয় পত্রবিহীন ব্যক্তি যদি ফ্যাক্টরীতে প্রবেশ করার চেষ্টা করে তবে তা প্রতিহত করতে হবে এবং কর্তৃপক্ষকে তৎক্ষনাৎ অবহিত করতে হবে।
- ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত সকল বিষয়সমূহ নিয়ে কর্তৃপক্ষ নিয়মিত ট্রেনিং প্রোগ্রাম করিয়া থাকে। সকল নতুন পুরাতন কর্মচারী / শ্রমিক, সিকিউরিটি গার্ড এবং লোডারদেরকে ট্রেনিং প্রদান করা হয়।
শ্রমিক / কর্মচারীদের প্রবেশের সময় ঃ
- শ্রমিক-কর্মচারীগণ তাদের নিজ নিজ আই.ডি. কার্ড প্রধান ফটকে জমা / প্রদর্শন করছে কিনা তা দেখা। আই.ডি. কার্ড ছাড়া যদি কেউ ফ্যাক্টরীতে প্রবেশ করতে চায় তবে তাদের কার্ড নং, নাম, সেকশন উল্লেখ করে লিখিতভাবে ঐজ/ঈঙগচখওঅঘঈঊ অফিসারকে অবহিত করা।
- কোন প্রকার অবৈধ জিনিষ নিয়ে প্রবেশ করছে কিনা তা চেক করা।
- জুতা খুলে প্রবেশ করছে কিনা দেখা।
- নির্দিষ্ট সময়ের পরে প্রবেশ করতে চাইলে, কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে কি না তা দেখা।
- ফ্যক্টরীতে প্রবেশের সময় নিজের ব্যবহৃত জিনিষ ছাড়া তার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কিছু জিনিষ নিয়ে প্রবেশ করছে কিনা তা দেখা।
- ব্যাক্তিগত ব্যবহার্য দ্রব্যাদি যথা হাতব্যাগ, লাঞ্চ ক্যারিয়ার, ব্রিফকেইস ইত্যাদি খুলে পরীক্ষা করে দেখা যাতে অবৈধ, অপ্রয়োজনীয় কোন কিছু অথবা ফ্যাক্টিরীর সহিত বা কাজের সহিত সম্পৃক্ত নয় এমন কিছু নিয়ে প্রবেশ করতে না পারে।
- শ্রমিক কর্মচারীর কোন কিছু সাথে আনলে বা সাথে নিয়ে প্রবেশ করলে তা যেন গেইটে দেখিয়ে, চেক করে এবং প্রয়োজন বোধে গেইটে এন্ট্রি করিয়ে ভিতরে ঢুকায় এবং কর্তৃপক্ষকে অবহিত করে।
- কোম্পানী প্রদত্ত আই.ডি.কার্ড গেইটে প্রবেশের পর হতে বাহির হওয়া পর্যন্ত প্রদর্শিত অবস্থার সাথে আছে কিনা তা দেখা।
শ্রমিক / কর্মচারীদের বাহির হওয়ার সময় ঃ-
- ঘন্টা দিয়ে লাঞ্চের সময় জানিয়ে দেয়া।
- খাওয়ার সময় টিফিন বক্স এবং নিজের পরিধেয় কাপড় ও জুতা ছাড়া অন্য কোন কিছু হাতে করে নিচ্ছে কিনা তা দেখা।
- কোন শ্রমিক / কর্মচারীদের ব্যক্তিগত প্রয়োজনে যাবার সময় কর্র্তৃপক্ষের লিখিত অনুমতি / গেইট পাশ নিয়ে যাচ্ছে কিনা তা দেখা।
- ছুটির সময় হলে ঘন্টা দিয়ে জানিয়ে দেয়া।
- ছুটির সময় টিফিন বক্সও অন্যান্য ব্যক্তিগত ব্যাগ চেক করা।
- ছুটির সময় শ্রমিক / কর্মচারী সারিবদ্ধ ভাবে বাহির হতে সহায়তা করা।