বিদ্যুৎ নিরাপত্তা

বিদ্যুৎ নিরাপত্তা কি এবং Electricity Safety Checklist সমূহ কি কি?

  1. বিদ্যুৎ নিরাপত্তা

  • বিদ্যুৎ নিরাপত্তা-প্রতিদিন Checklist এর মাধ্যমে সকল Electrical Installation চেক করা হয়।
  • সকল SDP BOARD সপ্তাহান্তে পরিস্কার করা হয় এবং রেকর্ড রাখা হয়।
  • অতিরিক্ত সতর্কতার জন্য সকল SDP BOARD এর সাথে এক জোড়া GLOVES এবং কাঠের একটি SPLINT রাখা হয়েছ একই সাথে সকল বোর্ডের নিচে Rubber mat লাগানো হয়েছে।
  • প্রতিসপ্তাহে সকল Electric channel, Vacuum Machine দ্বারা পরিষ্কার করা হয় ।
  • সকল লাইট, ফ্যান, আক্সজস্ট ফ্যানের জুল ময়লা নিয়মিত পরিষ্কার করা হয়।
  • সকল স্টোরে Electric Channel গুলো যথাসম্ভব কমসংখ্যক এবং Passage বরাবর Setup দেওয়া হএছে একই সাথে Covered light ব্যবহার করা হয় যাতে দুর্ঘটনার মাত্রা  হ্রাস পায়।
  • দুর্ঘটনার মাত্রা কামানোর জন্য Electronic channel গুলিতে Heat protector Insulator Cable ব্যবহার করা হয়েছে ।

Posted

in

by

Comments

6 responses to “বিদ্যুৎ নিরাপত্তা কি এবং Electricity Safety Checklist সমূহ কি কি?”

  1. Md.Ashrafuzzaman Avatar
    Md.Ashrafuzzaman

    Need Full Risk assessment sheet for other help.

Leave a Reply