পলি প্রিন্টিং এ স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা

পলি প্রিন্টিং
পলি প্রিন্টিং এ স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা

ঝুঁকি প্রতিরোধমূলক ব্যবস্থা

পলি প্রিন্টিং এ স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকি বিশ্লেষন এবং প্রতিরোধমূলক ব্যবস্থা – প্রিন্টিংয়ের কাজে ব্যবহৃত কেমিক্যাল ব্যবহারের সময় শরীরের সংস্পর্শে আসলে চামড়ার প্রদাহ এব বারেবারে সংস্পর্শে চর্মের বিভিন্ন রোগ- যেমন চামড়ার ক্যানসার, সংক্রমনসহ জটিল স্বাস্থ্যহানি ঘটাতে পারে। কেমিক্যালের তীব্র ঝাঁঝ নিশ্বাসের সাথে শরীরে প্রবেশ করতে থাকলে দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে শারীরিক অবসন্নতা, ফুসফুসের সংক্রমন, শ্বাসকষ্টসহ নানাবিধ জটিল স্বাস্থ্যঝুঁকি তৈরী হতে পারে। কেমিক্যাল ভুলবশত কিংবা ইচ্ছাকৃতভাবে খেয়ে ফেললে ভয়ংকর স্বাস্থ্যহানীসহ মৃত্যুঝুঁকিও রয়েছে। ক্স মেশিনে কাজের সময় যথাযথ মাস্ক ব্যবহার করতে হবে।

  • কেমিক্যাল মিক্সিং এবং ব্যবহারের সময় গ্লাভস, গগলস এবং মাস্ক ব্যবহার করতে হবে।
  • শরীরের সংস্পর্শে কিংবা চোখে লাগলে পানির তীব্র প্রবাহ দ্বারা আক্রান্তস্থান ধুয়ে ফেলুন এবং প্রাথমিক চিকিৎসক কিংবা চিকিৎসকের রামর্শ নিন।
  • কেমিক্যাল গিলে ফেললে তাৎক্ষনিক প্রচুর পানি পান করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন।

কেমিক্যাল নিঃসরন কিংবা বিস্ফোরণ কর্মীদের স্বাস্থ্যের জন্যে যেমন হুমকী তেমনি পরিবেশের জন্য ক্ষতিকর। ক্স কেমিক্যাল রাখার জন্য সঠিক মাপের ২য় কন্টেইনার নিশ্চিত করুন। বিকল্প কন্টেইনার কেমিক্যালের নিঃসরনে ক্ষতির মাত্রা কমিয়ে দেবে।

  • উঁচু স্থানে কেমিক্যাল রাখা যাবে না।
  • অত্যধিক তাপযুক্ত স্থানে কেমিক্যাল রাখবেন না।
  • বিভিন্ন ধরনের কেমিক্যাল একই স্থানে রাখা যাবে না।
  • অত্যধিক নিঃসরন কিংবা বিস্ফোরণ হলে দ্রুত কর্মস্থল ত্যাগ করুন।

উচ্চমাত্রার দাহ্য কেমিক্যাল (যেমন- থিনার) মারাত্মক অগ্নি ঝুঁকি তৈরী করতে পারে। ক্স এ ধরনের কেমিক্যাল সাবধানে নাড়াচাড়া করুন।

  • অন্যান্য কেমিক্যাল থেকে এগুলো আলাদা স্থানে রাখুন।
  • পলি প্রিন্টিং মেশিনের ঘুর্নায়মান রোলার পোশাক, পোশাকের অংশ, চুল পেঁচিয়ে দুর্ঘটনা ঘটাতে পারে।
  • লম্বা, ঢিলেঢালা পোশাক পরে এ ধরনের মেশিনে কাজ করবেন না।
  • লম্বা চুল নিয়ন্ত্রনে রেখে এ ধরনের মেশিনের সামনে কাজ করুন।

প্রিন্টিং মেশিনের ভারী রোলার হ্যান্ডেলিং এর সময় দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে। ক্স পর্যাপ্ত সতর্কতার সাথে রোলার হ্যান্ডেলিং করুন।
পার্শ্ববর্তী সাব স্টেশন রুম উচ্চ মাত্রার বৈদ্যুতিক স্থাপনা। উক্ত রুমে প্রবেশ করলে বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটতে পারে। এটি উচ্চ মাত্রার ঝুঁকিপূর্ণ এলাকা।

  • সংশ্লিষ্ট ব্যক্তিগণ ব্যতীত উক্ত রুমে প্রবেশ করা যাবে না।
  • রক্ষনাবেক্ষন সেকশনের ব্যক্তিগণ গামবুট, হ্যান্ড গ্লোভস এবং যথোযুক্ত ইনসুলেটেড বৈদ্যুতিক টুলস ব্যতীত উক্ত রুমে প্রবেশ করবেন না।
  • ইলেকট্রিক ডিস্ট্রিবিউশন বোর্ড। ক্স সংশ্লিষ্ট ব্যক্তিগণ ব্যতীত অন্য কেউ কেমিক্যাল স্টোরেজ রুমে প্রবেশ করবেন না।
    সংশ্লিষ্ট ব্যক্তিগণ যথাযথ আত্মরক্ষামূলক সরঞ্জামাদি পরে উক্ত রুমে প্রবেশ করুন।

স্বাস্থ্য ও স্বাস্থ্যকর ব্যবস্থা নীতি

  • কেউ হঠাৎ অসুস্থ্য হলে সাথে সাথে প্রাথমিক চিকিৎসা দেওয়া, কর্তব্যরত ডাক্তারকে অবহিত করা (যদি থাকে) অথবা ইএগঊঅ ঐবধঃয সেন্টারে প্রেরণ করা।
  • প্রাথমিক চিকিংসা বক্স নিয়মিত চেক করা।
  • মেডিসিন লক যথাযথ ভাবে সংরক্ষণ করা।
  • রোগী বহনকারী ষ্ট্রেচার নির্ধারিত স্থানে যথাযথভাবে রাখা।
  • নিয়মিত পাঁচ বার টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও দূর্গন্ধ মুক্ত আছে কিনা তা পরীক্ষা করা।
  • বেসিনের ট্যাপ ও পানির ফিল্টার ঠিক আছে কিনা নিয়মিত পরীক্ষা করা।

By Mashiur

He is Top Class Digital Marketing Expert in bd based on Google Yahoo Alexa Moz analytics reports.. He is certified IT Professional from Aptech, NCC, New Horizons & Post Graduated from London Metropolitan University (External) in ICT. Cell# +880 1792525354. যোগাযোগ এর জন্য নিম্নে Leave a Reply এ গিয়ে কমেন্টস Comments করুন

Leave a Reply