পাইলট পরিচালনা এবং এর বৃহত উৎপাদন শুরু

পাইলট পরিচালনা কি এবং এর বৃহত উৎপাদন শুরু করতে হয় কিভাবে?

পাইলট পরিচালনা ও বৃহত উৎপাদন শুরু।

রিপোর্ট করতে হবে: জি.এম.পি/ কিউ.এ.এম/ আই.ই প্রধান/ পি.এম

১) সংশোধনের পর প্যাটার্ণ কাটিং পাইলট রানে অগ্রসর হবে।
২) লাইন ম্যানেজার গড় বান্ডল এর বিপরীতে স্টোর বিভাগ থেকে এক্সেসরিজ সংগ্রহ করবে।
৩) হস্তান্তর চেক লিস্টে ব্যবস্থাপনা ম্যানেজার সুচ সংখ্যা উল্লেখ করবে যা আই.ই বিভাগ প্রস্তুত করবে।
৪) আই.ই টেকনিকাল সুপারভাইজার/ আই.ই/ সুপারভাইজার/ এল.এম/ কোয়ালিটি কিউ.এ/ কোয়ালিটি ইনচার্জ এর উপস্থিতিতে লাইন লে-আউট শুরু হবে।
৫) অনুমোদিত ওবি/ লে-আউট মোতাবেক আই.ই টেকনিকাল লাইন ফিড করবে এবং কারখানা প্রকৌশলী হস্তান্তর ও চেক লিস্ট পুরণ করবে এবং ফিড ক্ষতির বিপরীতে দ্রুত পদক্ষেপ নিবে। সেই মোতাবেক আই.ই প্রধানকে অবহিত করবে।
৬) সহজে বোধগম্যতার জন্য এই হস্তান্তর চেকলিস্টে সংশ্লিষ্ট সকলের স্বাক্ষর থাকবে।
৭) কোয়ালিটি অডিটর চেক করে দেখবে গঠন ও কাটা পরিমাপ ঠিক রয়েছে কিনা।

৮) কোয়ালিটি অডিটর প্রত্যেক কার্যস্থলে মকআপ প্রস্তুত ও তা ঝুলিয়ে রাখবে।
৯) একই সময়ে তিনি ট্রাফিক কার্ড প্রক্রিয়া মোতাবেক ট্রাফিক কার্ড সিস্টেম সংরক্ষণ করবে।
১০) সেকশন ফিড সম্পন্ন করার পর কানবান সহজে চিহ্নিত করার জন্য।
১১) নতুন আউটপুট সাইজ সেট মোতাবেক লাইন ফিড সম্পন্ন করার পর কোয়ালিটি ইনচার্জ পরিমাপের পর ওয়াশিং এ প্রেরনের জন্য উৎপাদন হিসাব বিভাগে হস্তান্তর করবে।
১২) ওয়াস পরিমাপের উপর ভিত্তি করে প্যাটার্ণ সংশোধনের প্রয়োজন হলে পরবর্তী পদক্ষেপের জন্য কিউ.এ ইনচার্জ অবশ্যই এ.কিউ.এ.এম কে অবহিত করবে।
১৩) প্যাটার্ণ সংশোধনের জন্য এ.কিউ.এ.এম, জি.এম.পি ও কিউ.এ.এম এর সাথে আলোচনা করবে।
১৪) সংশোধনের প্রয়োজন হলে এ.কিউ.এ.এম, জি.এম.পি ও কিউ.এ.এম এর স্বাক্ষর মাধ্যমে পরিমাপসহ সংশোধণী প্যাটার্ণ কাটিং বিভাগে প্রদান করবে।
১৫) সংশোধণী মোতাবেক দিনের চাহিদা অনুসারে কাটিং বিভাগ বাল্ক কাটিং শুরু করবে।
১৬) বাল্ক কাট ও উৎপাদন চলতে থাকবে।
১৭) শতভাগ পোশাক প্রান্ত লাইন চেক
১৮) ওয়াশে পাঠানোর আগে অবশ্যই কিউ.এ অডিটর ইচ্ছামত চেক করবেন।
১৯) তাছাড়া কিউ.এ অডিটর প্রত্যেক আকারের ৩ পিস নিবেন এবং তা অবশ্যই চেক করে পরিমাপ পরীক্ষা করবেন ও সেই মোতাবেক রিপোর্ট করবেন।

২০) সুপারভাইজার ও লাইন ম্যানেজার ঘণ্টা ভিত্তিক উৎপাদন নিশ্চিত করবে এবং প্রত্যেক উৎপাদন স্থলে হালনাগাদ করবে।
২১) সুপারভাইজার/ লাইন ম্যানেজার/ কোয়ালিটি অডিটর সহজে সনাক্তকরণের জন্য বান্ডল/ পিস ক্রমিক নিশ্চিত করবে।

Comments

One response to “পাইলট পরিচালনা কি এবং এর বৃহত উৎপাদন শুরু করতে হয় কিভাবে?”

Leave a Reply