কনজারভেশন নীতিমালা (পানি ও শক্তি)

উদ্দেশ্য

পানি ও শক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে উৎপাদনের সকল নিয়ামক শক্তিকে কাজে প্রয়োগ করে রপ্তানীর অগ্রগতিকে সহজতর করা ও জাতীয় অর্থনিতীতে অবদানের অগ্রনি ভূমকা পালন করা।

ওয়াটার টাইপ চিলার- এর কাজ হল পানিকে ঠা-া করা। এর কার্যপ্রনালী হল চিলার পানিকে উত্তোলন করে কুলিং টাওয়ারে প্রেরণ করে। কুলিং টাওয়ার পানিকে ঠা-া করে পাইপএর মাধ্যমে এ এইচ উ মেশিনে প্রেরণ করে। এ এইচ উ মেশিনের ভিতরে টিউব পাইপ আছে এবং এই ঠা-া পানি টিউবে প্রবেশ করে এবং এ এইচ উ মেশিন থেকে ব্লোয়ার মেশিনের মাধ্যমে ঠা-া পানির ঠা-া বাতাস ডাক্টে প্রবেশ করে ও ডাক্টের মাধ্যমে বি – বিল্ডিংয়ে ছরিয়ে পড়ে, যার দরূণ মেশিন সুরক্ষিত থাকে এবং বিল্ডিং সুরক্ষিত থাকে। চিলার এর ক্যাপাসিটি ২৯০ টি ও আর (টন অফ রেফ্রিজারেশন), রেফ্রিজারেটর মডেল নং- আর ওয়ান থ্রি ফোর এ; ব্রে- – বি এ আাই কে আই এন।

ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান- এর কাজ হল পানিকে  ট্রিটম্যান্ট করে জীবানু মুক্ত পানিতে রূপান্তর করে মেশিনে সাপ্লাই করা। এর মাধ্যমে ৭০ মি.কিউব প্রা আওয়ার পানি ট্রিটম্যান্ট করা যায়  ম্যাক্সিমাম এবং ৫০ মি.কিউব প্রা আওয়ার পানি ট্রিটম্যান্ট করা যায়  মিন্মিাম। এর ঠ্যাংকিতে রিজার্ভ ক্যাপাসিটি ২,০০,০০০০ লিটার। ওয়াটার ট্রিটম্যান্ট প্ল্যান থেকে পানি সাপ্লাই হয়- সি –বির্ডিং, অফসেট প্রিন্টিং, বইলার, চিলার, ডাইং সেড্ ইত্যাদি।

প্রযোজ্য ক্ষেত্র ঃ

কম্পোজিট লিমিটেড এর কর্তৃপক্ষ আইনের প্রতি শ্রদ্ধাশীল। প্রচলিত আইন সমূহ এবং নীতিমালা কার্যকর করার লক্ষ্যে কর্তৃপক্ষ দূঢ় প্রতিজ্ঞ এবং আইনানুযায়ী অত্র কারখানা পরিচালিত এবং কর্মরত সকল বিভাগের শ্রমিক/ কর্মচারী ও কর্মকর্তাগনের ক্ষেত্রে এই নীতিমালা প্রযোজ্য।

পদ্ধতি  সমূহঃ

বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে সঠিক পরিকল্পনা, উৎপাদন প্রক্রিয়ায় পানি ও শক্তি যথাযথ ব্যবহার নিশ্চিত করা ও সচেতনতা বৃদ্ধি করে উৎপাদন প্রক্রিয়া ত্বরান্বিত করা রাখা সম্ভব। এ লক্ষ্যে কর্তৃপক্ষ সকলকে নিম্ন লিখিত বিষয় গুলোর প্রতি বিশেষ ভাবে সচেতন থাকার জন্য অনুরোধ  করেছেন ঃ

পানির অপচয় রোধ, সঠিক ব্যবহার ও করনীয় ঃ

উৎপাদন প্রক্রিয়ায় বা দৈনন্দিন কাজে পানি ও শক্তি র ব্যবহার অপরিহার্জ। পানির সঠিক ব্যবহার নিশ্চিত করন ও অপচয় রোধ করন প্রত্যেকের দায়িত্ব ও কর্তব্য। এ লক্ষে কর্তৃপক্ষ নিম্ন লিখিত বিষয় গুলোর প্রতি বিশেষ গুরুত্ত প্রদান করেছেন, যেমন ঃ

  • প্রয়োজন অতিরিক্ত পানি ব্যবহার করা হতে বিরত থাকুন।
  • খাবার পানি নেওয়ার পর পানির টেপ/কল অবশ্যই বন্ধ করুন।
  • টয়লেটে ব্যবহার বা হাত, মুখ অথবা পা ধোয়ার জন্য টেপ/কল ছেড়ে পানি ব্যবহারের সময় অযথা কথা বলে পানির অপচয় করবেন না বরং প্রয়োজন শেষে টেপ/কল অবশ্যই বন্ধ করুন।
  • নিজে সচেতন থাকুন এবং অন্যকেও সচেতন থাকার পরামর্শ দিন।

শক্তির (বিদুৎ, গ্যাস, ডিজেল) অপচয় রোধ, সঠিক ব্যবহার ও করনীয় ঃ এ লক্ষে কর্তৃপক্ষ নিম্ন লিখিত বিষয় গুলোর প্রতি বিশেষ গুরুত্ত প্রদান করেছেন, যেমন ঃ

  • উৎপাদনের নিমিত্তে সকল বিভাগে ব্যবহৃত মেশিন চালিত হয় শক্তি (বিদুৎ, গ্যাস, ডিজেল) দ্বারা। বৈদ্যুতিক সংযোগে চালিত মেশিন সমূহ দৈনিক উৎপাদন পরিকল্পনা অনুযায়ী মেশিন পরিচালনা করা। যে সকল মেশিন বা এরিয়াতে কাজ না থাকে তার সাথে সংশ্লিষ্ট বৈদ্যুতিক সংযোগ বন্ধ রেখে বিদ্যুতের অপচয় রোধ করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্য।
  • গ্যাস চালিত মেশিন চালনার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে নির্ধারিত সময়ের পরে যেন সঠিক ভাবে গ্যাস সংযোগ বন্ধ করা হয়।
  • ডিজেল চালিত মেশিন চালনার ক্ষেত্রে ডিজেল ব্যবহার সঠিক ভাবে করতে হবে। অবশ্যই খেয়াল রাখতে হবে ঢালতে গিয়ে যেন পরে না যায় এবং নির্ধারিত সময়ের পরে যেন অবশ্যই মেশিন বন্ধ করা হয়।
  • অফিসিয়াল কার্যাবলী সম্পাদনের জন্য বৈদ্যুতিক সংযোগে ব্যবহৃত যন্ত্রাদীর মধ্যে এসি, কম্পিউটার, ফটোকপি মেশিন, স্ক্যানার, প্রিন্টার, ফ্যাক্স মেশিন, পিএবিএক্স ইত্যাদি প্রয়োজন অনুসারে ব্যবহার করতে হবে এবং কাজ না থাকলে অবশ্যই উক্ত মেশিন সমূহ বন্ধ রাখতে হবে।
  • সচেতনতামূলক প্রশিক্ষনের মাধ্যমে সকলকে উপরোক্ত বিষয়ের উপর সচেতন করা ও পানি ও শক্তির সঠিক ব্যবহার নিশ্চিত, অপচয় রোধ ও বিদুৎ সাশ্রয় করা সম্ভব।