প্রাথমিক চিকিৎসা এর প্রাথমিক ধারণা ও পদ্ধতি গুলো কি কি?

প্রাথমিক চিকিৎসার

প্রাথমিক চিকিৎসকগণ মূলত কোন অনুমোদিত চিকিৎসক নন। তাই আইনগত ভাবে তারা কোন রোগীকে কোন প্রকার ওষুধ (খাবার/ইনজেকশন্) দিতে পারেন না। প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক চিকিৎসকগণ শুধুমাত্র ডাক্তার আসার পূর্ব পর্যন্ত  আহত ব্যাক্তির সুস্থতার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করেন। এই নীতিমালা অনুযায়ী,  প্রাথমিক চিকিৎসা বাক্সে নিুোক্ত ওষুধ ছাড়া কোন প্রকার ওষুধ রাখার ব্যবস্থা করেনা। Read English Version

১. খাবার স্যালাইন

২. এন্টাসিড

অন্যান্য প্রয়োজনীয় খাবার ওষুধ আমাদের চিকিৎসা/এ্যাম্বুলেন্স রুমে পর্যাপ্ত পরিমানে থাকে যা শুধুমাত্র ফ্যাক্টরী ডাক্তার দ্বারা অনুমোদিত হলে প্রয়োগ করা হয়। অটো কম্পোজিট লিমিটেড  এর কর্তৃপক্ষ মনে করেন যে, কোম্পানীর উন্নয়ন ও উন্নত কর্মপরিবেশ রক্ষার্থে অত্র কারখানায় কর্মরত অবস্থায় যে কোন সদস্য/সদস্যার স্বাস্থ্য সেবা পাওয়ার অধিকার আছে যা স্থানীয় সরকার কর্তৃক নির্ধারিত। নিম্নে প্রাথমিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করা হলো ঃ

প্রাথমিক চিকিৎসার সঙ্গা ঃ

ডাক্তার আসার পূর্বে অথবা রোগীকে ডাক্তারের কাছে স্থানানতরিত করার পূর্বে আকস্মিক অসুস্থতা বা দূর্ঘটনা কবলিত ব্যক্তিকে তাৎক্ষনিক ভাবে জরুরী বিত্তিতে যে চিকিৎসা করা হয় তাকে প্রাথমিক চিকিৎসা বরে।

  • প্রাথমিক চিকিৎসার উদ্দেশ্য
  • রোগীর জীবন রক্ষা করা।
  • রোগীর অবস্থার অবনতি রোধ করা।
  • রোগীর অবস্থার উন্নতি করা।

প্রাথমিক চিকিৎসার কার্যস্তর ঃ

  • লক্ষণ দেখে রোগ নির্ণয় ঃ প্রাথমিক চিকিৎসককে সর্ব প্রথম রোগীর বিবিন্ন লক্ষন দেখে রোগ বা দূর্ঘটনার কারণ নির্নয় করতে হবে।
  • রোগীর চিকিৎসা বা শুশ্রষা ঃ রোগীর দূর্ঘটনার কারণ বা রোগ নির্নয় করে যত দ্রুত সম্ভব তার প্রতিকারের ব্যবস্থা করতে হবে। নির্ধারিত পদ্ধতি অনুযায়ী অসুস্থতার চিকিৎসা বা শুশ্রষা করতে হবে।

স্থানান্তর ঃ প্রাথমিক চিকিৎসার সর্বশেষ স্তর হলো পরিস্থিতি অনুযায়ী রোগীর অবস্থার উন্নতি কল্পে রোগীকে ডাক্তারের কাছে, হাসপাতালে বা তার বাড়ীতে নিরাপদে পৌছে দেওয়া।

প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা ও পদ্ধতি
প্রাথমিক চিকিৎসার প্রাথমিক ধারণা ও পদ্ধতি

First Aid Policy:

First aider are not  legal medical practitioner. As per law no medicine of any sort that needs to be consumed or injected cannot be prescribed by any other person then a legal medical practitioner.

First Aider is a person trained only on procedure where he uses method on injured person to stop deterioration of injury or to keep the person alive till medical help arrives.

In this context GARMENTS (PVT.) LTD as a policy does not keep any sort of consumable medicine in our First Aid Box, Only consumable items available are :

  • Oral Saline
  • Antacid Tablets

Other consumable medicines are available in our Medical /Ambulance room.

ফ্যাক্টরী পর্যায়ে করনীয় ঃ

  • ফ্যাক্টরী পর্যায়ে সুন্দর ও স্বাভাবিক স্বাস্থ্য বজায় রাখতে হলে মাসে কমপক্ষে দুই বার শ্রমিকদের নিয়ে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক প্রশিক্ষনের আয়োজন করতে হবে।
  • প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে নিদির্ষ্ট ফরমেট ব্যবহার করে এই প্রশিক্ষনের সময়সূচী নোটিশ বোর্ডে টানিয়ে দিতে হবে।
  • ফ্যাক্টরী পর্যায়ে কমপ্লায়েন্স/ ওয়েলফেয়ার অফিসার / হেলথ এন্ড সেইফটি অফিসার এই প্রশিক্ষনের সময় সূচী প্রস্তুুত করবেন এবং প্রশিক্ষন ব্যবস্থাপনার দায়িত্বে থাকবেন।
  • প্রতিটি প্রশিক্ষনের জন্য হাজিরা রেকর্ড সংরক্ষন করবেন।
  • প্রতিটি প্রশিক্ষনের পর প্রশিক্ষন রেকর্ড তৈরি করে  তা  সংরক্ষন করতে হবে।
  • প্রতিটি ফ্লোরে কমপক্ষে একটি ফার্স্ট এইড বক্স রাখতে হবে ।
  • ফার্স্ট এইড বক্সে রক্ষিত সরঞ্জামাদীর একটি স্টার্ন্ডাড তালিকা সরঞ্জামাদীর নাম সহ এদের ব্যবহার, পরিমান, দৈনন্দিন চেক লিষ্ট ও ফার্স্ট এইডারদের ছবি ফার্স্ট এইড বক্সের সাথে লাগাতে  হবে ।
  • মেডিকেল সেন্টারের দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার / সহকারী প্রতি দিন ফার্স্ট এইড বক্সে রক্ষিত সরঞ্জামাদী পাশে রক্ষিত স্টার্ন্ডাড তালিকার সাথে মিলিয়ে সমন্বয় করবেন।
  • দৈনিক প্রাথমিক চিকিৎসা প্রাপ্তদের তালিকা মেডিকেল সেন্টারের দায়িত্ব প্রাপ্ত মেডিকেল অফিসার / সহকারীর কাছে সংরক্ষিত থাকবে।
  • প্রাথমিক চিকিৎসা শেষে রোগীকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা গ্রহন করতে হবে।
  • ফ্যাক্টরীতে একটি ঊঐঝ কমিটি থাকবে ।
  • কমিটিতে একজন সভাপতি ও সদস্যসচিব সহ সকল সদস্যদের একটি তালিকা থাকবে।
  • ঊঐঝ কমিটি মাসে অন্ততঃ একবার মিটিং করবে ও মিটিংএ আলোচ্য বিষয় রেজুলেশান আকারে  লিপিবদ্ধ করতে হবে এবং মিটিং হাজিরা সংরক্ষন করতে হবে।

Posted

in

by

Comments

7 responses to “প্রাথমিক চিকিৎসা এর প্রাথমিক ধারণা ও পদ্ধতি গুলো কি কি?”

Leave a Reply