ফিনিশিং সুপারভাইজার এর কাজের দায়িত ও কর্তব্য কি কি

ফিনিশিং সুপারভাইজার এর কাজের দায়িত ও কর্তব্য কি কি

ফিনিশিং সুপারভাইজার এর কাজ

  • ফিনিশিং এরিয়াতে কজের তদারকি করা
  • ফিনিশিং সেকশনে কর্মরত সকল আয়রনম্যান, ফোল্ডিংম্যান, পলিম্যান ও প্যাকিংম্যান এর কাজ নিয়মিত তদারকি করা এবং ফিনিশিং ইন-চার্জকে নিয়মিত রিপোর্ট করা
  • ফিনিশিং ইন-চার্জ
  • আয়রণের কোয়ালিটি দেখা।
  • পলি প্যাক / টেগপিন / স্কচটেপ ভালভাবে লাগানো আছে কিনা তা দেখা।
  • অলটার , রিজেক্ট আলাদা করে রাখা।
  • কার্টনের কোয়ালিটি দেখা।
  • প্যাকিং সেকশনে যাওয়ার পূর্বে লেবেল, হ্যান্ড ট্যাগ ও ফোল্ডিং আছে কিনা নিশ্চিত হয়ে নিতে হবে।
  • অধীনস্ত সকলের সার্বক্ষনিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষন করতে হবে।
  • ফিনিশিং এরিয়ার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
  • অধীনস্তদের চাহিদাকৃত সুযোগ সুবিধা আন্তরিকভাবে উপলব্ধি করে তাদের ন্যায়সঙ্গত সুবিধাদি প্রদানের ব্যবস্থা করতে হবে।
  • ফিনিশিং সুপারভাইজার এর কাজের দায়িত ও কর্তব্য এর নিয়ম-কানুনগুলো ভালভাবে মেনে চলা।
  • পলিকৃত পোশাকে যেন পোকা / ডাষ্ট ইত্যাদি না ঢুকে সেদিকে সজাগ দৃষ্টি রাখা ক্ষেত্রে ফিনিশিং সুপারভাইজারের জবাব দিহিতা রয়েছে।

Comments

3 responses to “ফিনিশিং সুপারভাইজার এর কাজের দায়িত ও কর্তব্য কি কি”

Leave a Reply