Select Page
ফিনিশিং সেকশনের নিয়মাবলী সমূহ

ফিনিশিং সেকশনের নিয়মাবলী সমূহ

ফিনিশিং সেকশনের নিয়মাবলী সমূহ

  • সকল অপারেটর মাস্ক পরে থাকবেন।
  • নিটিং নিডেল এবং কাটার রশি দিয়ে বেধে রাখবেন।
  • হ্যান্ড নিডেল ফোমের মধ্যে গেঁথে রাখবেন।
  • সকল নিডেল ইস্যু রিসিভ রেজিষ্টারে শ্রমিকের স্বাক্ষর নিয়ে ইস্যু করবেন এবং হালনাগাদ করে রাখবেন।
  • প্রয়োজনের অতিরিক্ত নিডেল কোন অপারেটরের নিকট বা ফ্লোরে থাকবে না।
  • ফিনিশিং সেকশনের  সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখবেন।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করবেন এবং ফ্লোরে (হলুদ দাগের মাঝে) কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখবেন।
  • টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।
  • নিজ নিজ কর্মস্থল বা ফ্লোর সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন।
  • ফ্লোরে দৌড়াদৌড়ি করা, উচ্চ স্বরে কথা বলা বা হৈচৈ করবেন না।
  • আইল মার্কের মধ্যে বা হলুদ দাগ দেয়া চলাচলের পথে কোন কিছু রাখবেন না।
  • ফাষ্ট এইড বক্সের নিচে কোন মালামাল রাখবেন না।
  • ফায়ার এক্সটিংগুইসারের নিচে কোন মালামাল রাখবেন না।
  • যে কোন ইলেক্ট্রিক বক্সের নীচে কোন বান্ডেল, কার্টুন, গার্মেন্টস বা অন্য কোন কিছু রাখবেন না।
  • স্কার্ফ, মাস্ক, হেন্ড গ্লোভস, এয়ার প্লাগ ইত্যাদি ব্যবহার করবেন।
  • কোন প্রকার কার্টার, সিজার খোলা অবস্থায় রাখা যাইবে না।
  • নিটিং নিডেল, কার্টার, সিজার রশি বা ডষ্ট্রিংস দিয়ে বেঁধে রাখবেন।
  • সুুইং, ওভারলক ও জিপার সেকশনে আই গার্ড, নিডেল গার্ড, পুলি গার্ডের ব্যবহার নিশ্চিত করবেন।
  • আয়রন সেকশনের সকল অপারেটর নিজ নিজ আয়রন মেশিনে কভার ব্যবহার করবেন।
  • নিটিং সেকশনে মেশিনের উপরে বা মেশিনের আশেপাশে কোন প্রকার ভাঙ্গা নিডেল বা অতিরিক্ত নিডেল যেখানে সেখানে পড়ে থাকবে না।
  • কোন প্রকার সমস্যা হলে তা জরুরী ভিত্তিতে এইচ আর,এডমিন এন্ড কমপ্লায়েন্স সেকশনে জানালে তার ব্যবস্থা নেওয়া হবে।
  •  সকল সেকশনে প্রয়োজনীয় প্রতিরক্ষামূলক সরঞ্জাম ব্যবহার নিশ্চিত করতে হবে।
  • কাজ চলাকালীন সময় ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার করবেন না।
  • ফিনিশিং সেকশনের সকল শ্রমিক কর্মী নিজ নিজ মেশিন পরিস্কার পরিচ্ছন্ন রাখবেন।
  • ফ্লোরে বায়ার থাকাকালীন সকলে নিজ নিজ কাজে মনযোগী থাকবেন।
  • সকাল ৮.০০ হইতে বিকাল ৫.০০ টা পর্যন্ত সাধারণ কাজ চলে। জরুরী শিপমেন্টের প্রয়োজনে ৫.০০ টা হইতে ৭.০০ টা পর্যন্ত কাজ করানো হয়। অতিরিক্ত কাজের জন্য বেসিকের বা মূল বেতনের দ্বিগুন হারে ওভার টাইম দেওয়া হয়।
  • সপ্তাহে ৬ দিন ফ্যাক্টরী খোলা থাকে। ১ দিন সাপ্তাহিক বন্ধ। বর্তমানে শুক্রবারে সাপ্তাহিক বন্ধ।
  • বেতন প্রতি মাসের প্রথম ৭ (সাত) কর্ম দিবসের মধ্যে প্রদান করা হয়। অনুপস্থিতি ব্যাতিত অন্যকোন খাতে বেতন হতে কোন প্রকার কর্তন করা হয় না। কোন প্রকার জরিমানা করা হয় না।
  • জাতি, ধর্ম,বর্ণ ভেদে কোন প্রকার বৈষম্য করা হয় না।
  • সবাই স্বাধীন ভাবে মতামত প্রকাশ করতে পারে।
  • চাকুরী নেওয়ার সময় কোন প্রকার টাকা পয়সা কাউকে দিতে হয় না।
  • সকল কর্মীর বয়স ২২ বৎসরের বেশী বলতে হবে। শিশু শ্রম সম্পূর্ণ নিষিদ্ধ।
  • মাতৃত্বকালীন ছুটি দেওয়া হয়। মাতৃত্বকালীন ছুটি মোট ১৬ সপ্তাহ বা ১১২ দিন। অর্জিত বা বাৎসরিক ছুটি প্রতি ১৮ দিনে ১ দিন। অর্জিত বা বাৎসরিক ছুটি বৎসরে ২০ দিন। উৎসব ছুটি বৎসরে ১১ দিন। অসুস্থতা জনিত ছুটি ১৪ দিন ফুল বেতনে। নৈমিত্তিক ছুটি ১০ দিন ফুল বেতনে।
  • বিবাহিত মহিলাকর্মীদের চাকুরী প্রদানের সময় সে গর্ভবতী কিনা তা পরীক্ষা করা হয় না।
  • শ্রমিককর্মীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে রেজিষ্টার্ড এমবিবিএস ডাক্তার, প্রশিক্ষিত নার্স ও পর্যাপ্ত পরিমান ঔষধ সম্বলিত ডিসপেনসারি আছে।
  • প্রতিটি ফ্লোরে প্রয়োজনীয় সংখ্যক প্রাথমিক চিকিৎসা বাক্স আছে এবং তা পরিচালনার জন্য প্রশিক্ষিত কর্মী রয়েছে।
  • শ্রমিককর্মীরা তাদের অভিযোগ গোপনভাবে কর্তৃপক্ষকে অবহিত করার জন্য নির্ধারিত স্থানে অভিযোগ বাক্স রয়েছে
আয়রন সেকশন ও প্যাকিং সেকশনের নিয়মাবলী সমূহ

আয়রন সেকশন ও প্যাকিং সেকশনের নিয়মাবলী সমূহ

আয়রন সেকশন ও প্যাকিং সেকশনের নিয়মাবলী

আয়রন সেকশনের :

  • আয়রন সেকশন এর সকল আয়রন অপারেটর সেন্ডেল ব্যবহার করবেন।
  •   আয়রনের কভার ও গ্লোবস ব্যবহার করতে হবে।
  • আয়রন অপারেটরের জন্য সামনে ঝুলিয়ে রাখা নির্দেশিকা প্রতিদিন কাজ শুরুর পূর্বে একবার করে পড়বেন।
  • আয়রন সেকশনের সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখবেন।
  • ফার্ষ্ট এইড বক্স, ফায়ার এক্সটিংগুইসার ও ইলেক্ট্রিক বক্স এর নীচে কোন বান্ডেল বা গার্মেন্টস অথবা অন্য কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করবেন এবং ফ্লোরে কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখবেন।
  • টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।

প্যাকিং সেকশনের :-

  • নিডেল ডিটেক্টর মেশিন ব্যবহার নিশ্চিত করুন।
  • সকল রেজিষ্টার হালনাগাদ করে রাখুন।
  • ফিনিশড গুডস বক্সের মধ্যে কোন প্রকার গার্মেন্টস রাখবেন না।
  • ফার্ষ্ট এইড বক্স, ফায়ার এক্সটিংগুইসার ও ইলেক্ট্রিক বক্স এর নীচে কোন ল, গার্মেন্টস, কার্টুন অথবা অন্য কোন মালামাল রাখবেন না।
  • ফ্লোর পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ক্লিনারকে সহযোগীতা করুন এবং ফ্লোরে কোন মালামাল রাখবেন না।
  • চলাচলের পথ সবসময় পরিস্কার রাখবেন।  ফ্লোরে মোবাইল ফোন ব্যবহার বন্ধ রাখুন।
  •  টেবিলের উপর সকল গার্মেন্টস কালার, সাইজ ও ষ্টাইল অনুযায়ী গুছিয়ে রাখবেন।
  • প্যাকিং এর সংরক্ষিত এলাকায় অননুমোদিত ব্যাক্তি প্রবেশ নিয়ন্ত্রন করুন।
  • সকল কার্টুন সোজা সারিবদ্ধ করে রাখুন।
  • প্রতিটি ষ্টাইলের প্যাকিং রেশিও সকল অপারেটরকে ভালোভাবে বুঝিয়ে দিন।
  •  নিডেল ডিটেক্টর মেশিন অপারেটরকে মেশিনের কাছে উপস্থিতি নিশ্চিত করুন।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।
  • সকল সুপারভাইজার / ফায়ার ও ফাষ্ট এইড সদস্যগণ ইউনিফর্ম পরিধান করবেন ।
  • বায়ার কর্তক অডিট চলাকালীন কোন ধরনের দোষত্র“টি পাওয়া গেলে সংশ্লিষ্ট সেকশনের ইনচার্জ, সুপারভাইজার জবাবদীহি করবেন।
প্যাকিং শ্রমিক / কর্মচারীদের নিরাপত্তা পদ্ধতি গুলো কি কি ?

প্যাকিং শ্রমিক / কর্মচারীদের নিরাপত্তা পদ্ধতি গুলো কি কি ?

প্যাকিং শ্রমিক / কর্মচারীদের নিরাপত্তা

অত্র কারখানায়, শ্রমিক / কর্মচারীদের নিরাপত্তা, কারখানা নিরাপত্তা এবং রপ্তানীমুখী সকল সামগ্রীর নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে নিরাপত্তা সংক্রান্ত তথ্য সম্বন্ধে অবগত হওয়া এবং সেই অনুযায়ী কাজ করা আমাদের কোম্পানীর মূল উদ্দেশ্য। আমরা নিম্নলিখিত বিষয়ের উপর নিরাপত্তা সংক্রান্ত ধারণা এবং সচেতনতা প্রোগ্রাম করে থাকি।

  • কারখানার কর্মস্থলে অবস্থান কালে আইডি কার্ড সব সময় প্রদর্শিত অবস্থায় রাখতে হবে।
  • আইডি কার্ড হারানো বা নষ্ট হয়ে গেলে সাথে সাথে কর্তৃপক্ষের সহিত যোগাযোগ করে নতুন আইডি কার্ড বানিয়ে নিতে হবে।
  • আইডি কোন ক্রমেই হস্তান্তর করা যাবে না।
  • পেকিং সেকশানে কর্মরত সকল প্যাকিং শ্রমিক এর ফটো, নাম, কোড নং প্রদর্শিত অবস্থায় থাকতে হবে।
  • পরিচয়পত্র বা আইডি কার্ড ব্যতিত কাহাকেও দেখা গেলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • পেকিং এরিয়াতে সংরক্ষিত এলাকা এবং বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ ঘোষণা করতে হবে।
  • কাহাকেও সন্দেহ হলে বা অস্বাভাবিক আচরণ করলে সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • কোন শ্রমিক/কর্মচারীকে নাশকতামূলক কর্মকান্ডের সহিত জড়িত হলে বা সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • কোন শ্রমিক/কর্মচারীকে নাশকতামূলক কর্মকান্ডের সহিত জড়িত হলে বা সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • কোন শ্রমিক/কর্মচারী কারখানার ক্ষতিসাধন কাজে জড়িত হলে বা ইচ্ছা প্রকাশ করলে বা সন্দেহ হলে  সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কোন অসৎ উদ্দেশ্য বা ক্ষতি সাধনের জন্য কেহ ভুল তথ্য পরিবেশন পূর্বক কারখানার অভ্যন্তরে ঝগড়া কলহ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে কিনা তাহা কর্তৃপক্ষকে অবগত করা।
  • ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সন্দেহ হলে অথবা কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কিছু পাওয়া গেলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করা।
  • নিজ কর্মস্থল ছাড়া অন্য কর্মস্থলে বিনা অনুমতিতে প্রবেশ না করা।
  • নিকটস্থ দরজা বা জানালা দিয়ে কেহ সন্দেহজনক ভাবে উুঁকি ঝুঁকি মারলে কর্তৃপক্ষকে অবগত করা।
  • কোন কারণ ছাড়াই একাধিক লোক দেখলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন দ্রব্য বা যন্ত্র বা মালামাল যদি প্রতিষ্ঠানে কর্মরত বা কর্মরত নহে এমন কোন ব্যক্তি কোন ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতরে নেওয়ার জন্য নিয়ে আসে তবে সে ক্ষেত্রে বাধা প্রদান করা এবং তৎক্ষনাৎ কর্তৃপক্ষকে অবগত করা।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতরে দেখলে তাহা কর্তৃপক্ষের গোচরীভূত করা।
  • পেকিং করার সময় যেন কার্টুনের ভিতরে বিস্ফোরক দ্রব্য দেখা মাত্র বা সন্দেহ হলে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কার্টুন ফিনিশড করার পর ছেঁড়া বা পূর্বের সিল টেগের উপরে আর একটি সিলটেগ থাকে বা সন্দেহ হয় তাহা লে কর্তৃপক্ষকে অবহিত করা।
  • নির্দিষ্ট কার্টুন ব্যতিত অন্য ধরনের বা অন্য কার্টুন দেখলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন দ্রব্য, প্যাকেট পড়ে থাকতে দেখলে বা সন্দেহ হলে কর্তৃপক্ষের গোচরীভূত করা।
  • শুধুমাত্র কর্তৃপক্ষ কর্তৃক অনুমতি ব্যক্তিরাই প্যাকিং এরিয়ায় প্রবেশ করতে পারবে।
  • অনুমতি ছাড়া এবং সংরক্ষিত রেজিষ্টারে লিপিবদ্ধ ছাড়া কোম্পানী কর্তৃক আইডি ছাড়া এবং ভিজিটর কর্তৃক তাদের আইডি বেজ কোন ক্রমেই প্যাকিং এরিয়ায় প্রবেশ করতে পারবেন না। এর ব্যতিক্রম হলে সাথে সাথে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
  • সকল ভিজিটরের আসার সময়, যাওয়ার সময় আসার কারণ এবং আরও কোন গুরুত্বপূর্ণ তথ্য থাকলে তাহা রেজিষ্টারে লিপিবদ্ধ করা।
  • প্যাকিং করার সময় কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন বিস্ফোরক দ্রব্য নজরে আসলে তাহা কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কারখানার কোন গুরুত্বপূর্ণ তথ্যাদি বা খবরা খবর বাহিরে বা অন্যত্র পাচার হয়েছে কি না বা পাচারের কাজে জড়িত কি না বা জড়িত থাকার জন্য উৎসাহ দিচ্ছে কিনা এই সব তথ্য সমূহ কর্তৃপক্ষকে সরাসরি জানাতে হবে এবং সরাসরি জানানো সম্ভব না হলে আপনার প্রাপ্ত তথ্য/খবর বা অভিযোগ কারখানায় রক্ষিত অভিযোগ ও পরামর্শ বাক্সে ফেলার জন্য কর্তৃপক্ষ অনুরোধ করিতেছে। মনে রাখবেন আপনার প্রতিটি তথ্য আমাদের নিকট অতি মূল্যবান।
মেটাল ডিটেক্টশন সিসটেম ব্যবস্থাপনা কিভাবে কাজ করে?

মেটাল ডিটেক্টশন সিসটেম ব্যবস্থাপনা কিভাবে কাজ করে?

মেটাল ডিটেক্টশন সিসটেম ব্যবস্থাপনা

ভূমিকা:

অত্র ডিজাইন লিঃ এর অধিনে ফ্যাক্টরী/কারখানায় মেটাল ডিটেক্টশন সিসটেম, নিডেল ব্যবস্থাপনা ও ধারালো যন্ত্রপাতির গ্রহন, বিতরন, ব্যবহার, রক্ষনাবেক্ষন, ধ্বংস করনের প্রক্রিয়া সঠিক/যথাযথ ভাবে পালনের      লক্ষ্যে মেটাল কন্ট্রোল পলিসি নামে একটি পলিসি/নীতিমালা বাস্তবায়ন করা হয়েছে।

উদ্দেশ্যে:

অত্র অটো  ডিজাইন লিঃ এ কর্মরত সকল শ্রমিক ও কর্মচারীর স্বাস্থ্য ও নিরাপত্তা, গুনগত মান সম্পন্ন উৎপাদন, উৎপাদিত পন্যের নিরাপত্তা, উল্লেখিত যন্ত্রপাতির সঠিক হিসাব/নিকাশ রাখার আবশ্যকীয়তা সর্বপরি বিভিন্ন বায়ারের চাহিদা অনুযায়ী জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করা।

উক্ত নীতিমালা অত্র ফ্যাক্টরীর প্রতিটি সেকশন/বিভাগ/শাখা/লাইনে প্রয়োজন অনুযায়ী প্রযোজ্য হইবে।

মেটাল ডিটেক্টশন সিসটেম ব্যবস্থাপনা:

প্যাকিং সেকশন: সুইং সেকশন হতে আগত পন্যের মধ্যে কোন প্রকার ধাতু/অধাতু আছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্য ফাইনালি প্যাকিং সেকশনে নির্ধারিত স্থানে মেটাল ডিটেক্টর মেশিন স্থাপন করাসহ ২ জন প্রশিক্ষিত মেটাল ডিটেক্টর অপারেটর নিয়োগ করেছেন এবং সকল প্রকার রেকর্ড সংরক্ষন করছেন।

কোয়ালিটি সুপারভাইজার এর দ্বায়িত্ব:

দিন শুরু/শেষে শার্প টুলস কন্ট্রোল পদ্ধতি সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা সঠিকভাবে নিরিক্ষন

করিবেন।

শার্প টুলস ব্যবহার কারীগনের দ্বায়িত্ব:

  • কাজ শুরুর পূর্বে শার্প টুলস কন্ট্রোলার এর নিকট হতে প্রয়োজনীয় ধারালো যন্ত্রপাতি নির্ধারিত ফরমেটে (নীতিমালা -৯ অনুযায়ী) স্বাক্ষর পূর্বক গ্রহন করিবেন।
  • সকল ধারালো যন্ত্রপাতি ওয়ার্কস্টেশনের সাথে শক্ত রশি দিয়ে বেধে রাখিবেন।
  • বাঁধার সময় দেখতে হবে যে, ইহা যেন ফ্লোর থেকে ৬ ইঞ্চি উপরে থাকে যাতে ইহা কর্মীর শরীরে আঘাত করতে না পারে।
  • কাজ শেষে শার্প টুলস কন্ট্রোলার এর নিকট হস্তান্তর করে নির্ধারিত ফরমেটে (নীতিমালা -৯ অনুযায়ী) স্বাক্ষর পূর্বক গ্রহন করিবেন।
  • যদি কোন ধারালো যন্ত্রপাতি হারিয়ে যায় তবে ঐ এলাকা ভালোভাবে চেক করতে হবে এবং সঙ্গে সঙ্গে শার্প টুলস কন্ট্রোল কমিটিকে অবগত করিতে হবে।

 কমিটির ফরমেশন নিন্মরুপ:

  • স্ব-স্ব লাইনের লাইন চীফ (শার্প টুলস কন্ট্রোলার), সুপারভাইজার, কিউ সি, ব্যবস্থাপক উৎপাদনকে সহসভাপতি, ব্যবস্থাপক কোয়ালিটিকে সভাপতি করিয়া কমিটি নির্ধারন করা হইল।
  • হারিয়ে যাওয়া ধারালো যন্ত্রপাতি নথি-পত্র সংরক্ষন পূর্বক একটি নতুন ধারালো যন্ত্রপাতি প্রদান করিতে পারিবেন।
  • এছাড়াও বিভিন্ন ফ্লোরের নির্ধারিত স্থানে মেটাল ডিসপোজাল বক্্র রহিয়াছে, যদি কখনও কোন অনাকাঙ্খিত মেটাল জাতিয় ধাতু/অধাতু পাওয়া যায় তাহলে উক্ত বক্সে সংরক্ষন করা হয় এবং উক্ত মেটাল ডিসপোজাল বক্স সবর্দা তালাবদ্ধ অবস্থায় রেখে প্রশাসন বিভাগ চাবী সংরক্ষন করেন। প্রতি ৬ মাস অন্তর অন্তর উক্ত বক্সের মেটালগুলি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ডিসপোজাল করন সহ রেকর্ড সংরক্ষন করা হয়।

 মহাব্যবস্থাপক (উৎপাদন ও কোয়ালিটি) কর্তৃক করনীয়:

  • স্ব-স্ব ফ্লোরের মহাব্যবস্থাপক (উৎপাদন ও কোয়ালিটি) ও তার অধিনস্থ পিএম/কোয়ালিটি ম্যানেজার/ ইনচার্জ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের মাধ্যমে উক্ত পলিসি/নীতিমালা বাস্তবায়ন করিবেন।
  • স্ব-স্ব ফ্লোরের নুন্যতম ত্রুটি/বিচ্যুতি/গাফলতি পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গগন দায়ি থাকিবেন।

কমপ্লায়েন্স বিভাগ কর্তৃক করনীয়:

  • প্রতি দিন অন্তত একবার করিয়া উক্ত পলিসি/নীতিমালা সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করিবেন।
  • পরিদর্শনকালে উক্ত পলিসি/নীতিমালা নুন্যতম ত্রুটি/বিচ্যুতি/গাফলতি পরিলক্ষিত হলে তদানুসারে মানবসম্পদ বিভাগের মাধ্যমে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবেন।
  • প্রতি মাসে অন্তত একবার পরিদর্শন করিয়া লিখিত আকারে উর্দ্ধতন কর্তৃপক্ষে নিকট পেশ করিবেন।

 মানবসম্পদ বিভাগ কর্তৃক করনীয়:

  • শ্রমিক নিয়োগের সময় ও বিভিন্ন সময় ট্রেনিং এর মাধ্যমে উক্ত পলিসি/নীতিমালা সর্ম্পকে শ্রমিক ও কর্মচারীগনকে অবগত করিবেন।
  • উক্ত পলিসি/নীতিমালা নুন্যতম ত্রুটি/বিচ্যুতি/গাফলতি পরিলক্ষিত হলে তদানুসারে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করিবেন।

উপসংহার: অত্র অটো  ডিজাইন লিঃ এ কর্মরত সকল শ্রমিক ও কর্মচারীর স্বাস্থ্য ও নিরাপত্তা, গুনগত মান সম্পন্ন উৎপাদন, উৎপাদিত পন্যের নিরাপত্তা, উল্লেখিত যন্ত্রপাতির সঠিক হিসাব/নিকাশ রাখা, বিভিন্ন বায়ারের চাহিদা অনুযায়ী জান ও মালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে মেটাল কন্ট্রোল পলিসি/নীতিমালা ১০০% বাস্তবায়ন ও ক্রেতাদের কাছে প্রদত্ত প্রতিশ্রুতি নিশ্চিত করার লক্ষ্যে উল্লেখিত নীতিমালা অতিসত্ত্বর সংশ্লিষ্ট সকলকে মানিয়া চলার জন্য বলা হইল।

আয়রনম্যান দের জন্য বিশেষ নির্দেশাবলী গুলো কি কি?প্রতিদিন কাজ শেষে আয়রনম্যান কে যা করতে হবে।

আয়রনম্যান দের জন্য বিশেষ নির্দেশাবলী গুলো কি কি?প্রতিদিন কাজ শেষে আয়রনম্যান কে যা করতে হবে।

আয়রনম্যান দের জন্য নির্দেশাবলী

আয়রন শুরু করার পূর্বে অবশ্যই যা চেক করতে হবে ঃ-

আয়রন শুরু করার পুর্বে আয়রনম্যান  যে সব চেকিং  করবেন ঃ …

  • ষ্টিম লাইন ঠিকমতো কাজ করছে কিনা।  -,
  • ইলেকট্রিসিটি পাওয়ার লাইন ঠিকমতো কাজ করছে কিনা।
  • কোন বিপদজনক তার (ক্যাবল) রয়েছে কিনা।
  • আয়রন করার সময় আয়রন স্যু ব্যবহার করা।
  • রাবার ম্যাটের উপর দাড়িয়ে আয়রন করা হয়
  • বায়ার এর স্ট্যান্ডার্ড ও ইন্সট্রাকশন অনুযায়ী আয়রন করা হয়।
  • আয়রন টেবিলে হোয়াইট ফেব্রিক্স ব্যবহার করা হয়।
  • আয়রন চালানোর সময় পরিমানমত স্টিম দেওয়া হয়।
  • আয়রন টেবিলে ফেব্রিক এর মেজারম্যান্ট একে দেওয়া হয়।
  • স্টাইলের মেজারমেন্ট অনুযায়ী আয়রন করা হয়।
  • ষ্টিম লাইন পাইপ অরক্ষিত রয়েছে কিনা।
  • আয়রন টেবিলের সম্মুখে দাড়ানোর স্থানে কার্পেট রয়েছে কিনা।
  • আয়রনটি রাবার ম্যাটের উপর রাখতে হবে।
  • অপারেটরের অনুপস্থিতিতে মেশিন কখনই চালু রাখা যাবে না।

আয়রনম্যান হিসাবে অবশ্যই যা জানতে হবে ঃ

  • সঠিক তাপমাত্রা।
  • ষ্টিমের সঠিক চাপ।
  • টেফলন ফুট ব্যবহার করতে হবে কিনা।
  • ষ্টিমের প্রয়োজন আছে কিনা।
  • আয়রনের পদ্ধতি কি হবে।
  • আয়রন পরিচ্ছন আছে কিনা।
  • টেবিলের কভার পরিচ্ছন্ন আছে কিনা।
  • কাজ শেষে কর্মস্থল ত্যাগ করার সময় আয়রন ও ষ্টিমের সুইচ অবশ্যই বন্ধ রাখতে হবে।

প্রতিদিন কাজ শেষে ঃ

  • আয়রনের সুইচ বন্ধ করতে হবে।
  • ষ্টিম লাইনের সুইচ বন্ধ করতে হবে।
  • মেশিনটি প্রথমে খুব ভালভাবে পরিস্কার করতে হবে
  • মেশিনে কোন ছেড়া বা খোলা তার আছে কিনা তা াখেয়াল করতে হবে
  • পাওয়ার লাইন ঠিক আছে কিনা তা চেক করতে হবে।
  • আয়রন টেবিল এবং আয়রন পরিষ্কার করতে হবে।
  • কর্মস্থল গুছিয়ে রাখতে হবে।
প্যাকিং লোডিং এবং আনলোডিং এলাকার নিরাপত্তা রক্ষীর কর্তব্য

প্যাকিং লোডিং এবং আনলোডিং এলাকার নিরাপত্তা রক্ষীর কর্তব্য

প্যাকিং লোডিং এবং আনলোডিং এলাকার নিরাপত্তা রক্ষীর দায়িত্ব ও কর্তব্য

মাল উঠানো ও নামানোর এলাকায় অন্য কোন গাড়ী ও ব্যক্তিগত গাড়ী  রাখা যাবে না। লোডিং-আন লোডিং এবং প্যাকিং এলাকা অন্যান্য এলাকা থেকে চিহ্নিত থাকবে এবং সম্পূর্ন ভাবে পৃথক ও সংরক্ষিত থাকবে। অন্য গাড়ী ও ব্যক্তিগত গাড়ী রাখার স্থান অবশ্যই মাল উঠানো ও      নামানোর এলাকা থেকে পৃথক হবে। অত্র এলাকায় বাহ্যিক ও দৃশ্যমান   বেড়া ও নিরাপত্তা কর্মী দ্বারা বেষ্টিত থাকবে, যেন কোন অননুমোদিত ব্যাক্তি অত্র এলাকায় প্রবেশ করতে না পারে এবং তা পন্য ও  কনটেইনারের নিরাপত্তা নিশ্চিত করবে। অত্র এলাকা “সংরক্ষি  এলাকা ও অননুমোদিত ব্যাক্তির প্রবেশ নিষিদ্ধ” এলাকা হিসেবে             ব্যবহৃত হবে। যৌথ ভাবে বাহ্যিক ও দৃশ্যমান বেড়া এবং নিরাপত্তা    কর্মী এর নিরাপত্তা নিশ্চিত করবে। …

  • লোডিং-আন লোডিং এবং প্যাকিং এলাকায় কারখানা চলাকালীন সময়ে সার্বক্ষনিক নিরাপত্তা প্রহরী নিযুক্ত থাকবে।
  • লোডিং এন্ড আন-লোডিং এরিয়া বাহ্যিক নিরাপত্তা তদারকির অধীনে          রাখতে হবে। উক্ত প্রহরীগন উক্ত এলাকায় সকল প্রকার দ্রব্য সামগ্রী ও ব্যক্তিবর্গের যাতায়াত নিয়ন্ত্রন করবে।
  • কোন প্রকার অনুনোমোদিত দ্রব্য সামগ্রী বা ব্যক্তিবর্গ প্যাকিং – লোডিং এবং আনলোডিং এরিয়ায় প্রবেশ করতে না পারে তারা সে দিকে দৃষ্টি রাখবে এছাড়া ও প্যাকিং-লোডিং এবং আনলোডিং কর্মকর্ত সুপার ভাইজার বা ইনচার্জগন ও সতর্ক দৃষ্টি রাখবে।
  • প্যাকিং ও লোডিং এরিয়াতে যে সকল ব্যক্তিবর্গ ও শ্রমিকগন দায়িত্বে নিয়োজিত আছে তাদেরকে এমনভাবে নিরাপত্তা মুলক প্রশিক্ষন বা ধারণা প্রদান করতে হবে তারা উক্ত এলাকায় যে কোন অনুনোমোদিত ব্যাক্তি বা দ্রব্য সামগ্রী প্রবেশের বৈধতা চ্যালেঞ্জ করতে পারে।
  • অননুমোদিত ব্যক্তি ব্যতিত লোডিং / আনলোডিং এরিয়ায় সকল প্রবেশ       পথ বিধিনিষেধকৃত হতে হবে। অত্র এলাকায় প্রবেশের ব্যাপারে অনুনোমোদিত ব্যাক্তি বর্গের তালিকা ফ্যাক্টিরীর প্রাচীরে প্রদর্শিত অবস্থায় থাকবে।
  • অত্র এলাকায় দায়িত্বে নিয়োজিত বহিরাগত সকল শ্রমিক / অতিথিগনকে অবশ্যই ভিজিটর কার্ড প্রদান করতে হবে এবং তাদের ইন-আউট টাইম রেজিষ্টারে লিপিবদ্ধ করতে হবে। এছাড়াও তাদের গতিবিধি ও কার্যাদি উক্ত এলাকায় দায়িত্বরত নিরাপত্তা প্রহরী গন লক্ষ্য রাখবে এবং যথাযথভাবে কতৃপক্ষের নিকট মনিটরিং করবে।
  • লোডিং এবং আনলোডিং এর সময় কোন গাড়ির চালক সেখানে থাকবে না।

প্যাকিং নিরাপত্তা পলিসি

লোডিং / আনলোডিং এলাকা ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) এর          তদারকীর অধীনে রাখতে হবে এবং রেকর্ড করা যন্ত্রের দ্বারা রেকর্ড  করতে হবে। প্যাকিং সেকশন সি,সি ক্যামরা দ্বারা নিয়ন্ত্রীত।

  • প্যাকিং এলাকা সংরক্ষিত এলাকা।
  • যে কোন কন্টেইনার উঠানোর পুর্বে নিম্মলিখিত বিষয় বিবেচনা করতে        হবে: সহজে সাধারনের প্রবেশ নিষেধ।
  • সমাপনী পন্য অবশ্যই মেটাল ডিক্টেটর দ্বারা চেক করা হয়।
  • প্যাকিং কর্মচারীদের সকল তথ্য সংরক্ষিত করা হয়।
  • প্যাকিং / অন্য কোন শাখা হইতে কোন কর্মচারী বাহির থেকে পুনরায় প্রবেশের পূর্বে অবশ্যই চেক করে প্রবেশের অনুমতি প্রদান করা হয়।
  • বাহির থেকে কোন ভিজিটর/কর্মকর্তা /কর্মচারী/ শ্রমিক প্যাকিং সেকশান প্রবেশ করতে চাইলে তাহার নাম নিবন্ধন পূর্বক তাকে/তাহাকে চেক করার পর প্রবেশের অনুমতি প্রদান করা হয়।
  • কন্টেইনারের অবস্থা। প্যাকিং সেকশনের সকল নিরাপত্তার ব্যাপারে সর্বদা সজাগ এবং সি,সি, টিভিতে রেকডিং এবং তা তাদারকির জন্য নিরাপত্তা রক্ষী নিয়োজিত থাকে।
  • পরিবহনের ফিটনেস ও ট্যাক্স টোকেন। প্যাকিং শাখার কর্মীদের স্বতন্ত্র ইউনিফর্ম পরিধান করিতে হয়।
  • প্যাকিং শাখার কর্মীদের নাম, কোড নং সহ ছবি দেয়ালে লাগিয়ে রাখতে হবে।

পরিবেশ নিরাপত্তা পলিসি ঃ

লোডিং ও আনলোডিং এর সময় কন্টেইনারের সকল লেবেল ও সীল পরীক্ষা করতে হবে। আমাদের কর্তৃপক্ষ পরিবেশের নিরাপত্তা বিষয়ক নীতি মালা মানিয়া চলিতে বদ্ধ পরিকর।

  • কন্টেইনারের লোডিং ও আনলোডিং নিরাপত্তা কর্মী কর্তৃক চেক ও রক্ষা      করতে হবে। যেহেতু আমাদের শিল্প পোষাক শিল্প, সেখান থেকে পরিশিষ্ট জুট/ওয়েষ্টিজ বের হয়, সেটা আমরা স্থানীয় ক্রেতার কাছে বিক্রয় করে থাকি।
  • আমাদের কারখানায় পরিত্যক্ত টিউব, হেঙ্গার, পলিব্যাগ ইত্যাদি দ্রব্য গুলো সু-নিদিষ্ট কারখানা /দোকান/প্রতিষ্ঠানে চালানের মাধ্যমে ফেরত দেওয়া হয়।
  • লোডিং এর সুপারিশকৃত সীল দ্বারা কন্টেইনার সীল করতে হবে। কারখানার চারপাশ পরিস্কার পরিছন্ন রাখা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার ব্যাপারে আমরা বদ্ধ পরিকর।ফফফ