ফ্যাক্টরীর অভ্যন্তরীন করনীয় বিষয়সমূহ

  • ফ্যাক্টরীর অভ্যন্তরীন করনীয় বিষয়সমূহ। সুইং মেশিনে কোন অবস্থাতে নিডেলের ভাঙ্গা অংশ যাতে না পাওয়া যায় সে ব্যবস্থা করিতে হইবে।
  • নিডেল ডিকেক্টর মেশিন রানিং থাকিতে হইবে এবং সে অনুসারে ডকুমেন্ট রেডি রাখিতে হইবে।
  • কোন অবস্থাতে বাহির থেকে উৎপত্ত কোন ধোঁয়া/ কালি / সুস্বাধু খাবারের গন্ধ ফ্যাক্টরীর অভ্যন্তরে থাকা চলিবে না।
  • পেষ্ট কন্ট্রোল রেজিষ্টার মাসিক ভিত্তিতে আপ টু ডেট রাখতে হবে।
  • সিজার এবং ট্রিম কার্টার সমূহে কার্ড নম্বর এবং নাম লিপিবদ্ধ করতে হবে এবং টেবিলের সাথে বাধা অবস্থায় রাখতে হবে।
  • কাটিংসহ সকল প্যাটার্নে ছঅ ঙভভরপবৎ, প্যাটার্ন মেকার সহ কর্তৃপক্ষের স্বাক্ষর থাকতে হবে।
  • ভাঙ্গা নিডল্ এবং সার্ফ টুলস্ পলিসি সঠিকভাবে পালন করতে হবে।
  • সিলিং ফ্যান সবসময় পরিস্কার থাকতে হবে এবং সাপ্তাহিক চেকলিষ্ট ব্যবহার করিতে হইবে।
  • প্রোডাকশন ফ্লোরে কোন প্রকার মাকড়শার ঝুল থাকা চলিবে না।
  • ইন্ডাষ্ট্রিয়াল এডজাষ্ট ফ্যানের ময়লা নিয়মিতভাবে পরিস্কার করতে হবে।
  • সরাসরি মেঝেতে / মাটিতে কোন প্রকার গার্মেন্টস রাখা চলিবে না।
  • প্রোডাকশন ফ্লোরে কোন প্রকার পুরাতন স্টাইলের সুতার কোণ্ এবং কাটা ফেব্রিক যেখানে সেখানে ফেলিয়া রাখা যাইবে না।
  • মেশিনের ওয়েল লেভেল ঠিক রাখিতে হইবে এবং সবধরনের ময়লা পরিস্কার করিতে হইবে ( মেশিনের ভিতরে)।
  • মেশিনের মেইন্টেনেন্স চেক কার্ড আপ টু ডেট ভেরিফিকেশন থাকিতে হইবে।
  • কাটিং টেবিলের নীচে কোন প্রকার পুরাতন স্টাইলের কাপড় রাখা যাইবে না।
  • কাটিং সেকশনে পুরাতন প্যাটার্ন বোর্ড / মার্কার ঝুলাইয়া রাখা যাইবে না।
  • কাঠের পাটাতন-এর উপরে অবশ্যই কাপড়ের রোল রাখিতে হইবে।
  • শ্রমিকদের জুতা, খাবার বাটি, ভেনিটিব্যাগ একত্রে সুইং ফ্লোরে মেশিনের নিচে রাখা যাইবে না।
  • ফেব্রিকস্ রিলাক্সের জন্য কাটিং সেকশনে তাক ব্যবহার করিতে হইবে।
  • ফ্যাক্টরীর অভ্যন্তরে যেখানে সেখানে পানের পিক ফেলা যাইবে না।
  • ফ্যাক্টরীর অভ্যন্তরে শ্রমিকরা লিপষ্টিক ব্যবহার করিতে পারিবে না।
  • ইলেকট্রিক চ্যানেলের ময়লা পরিস্কার রাখিতে হইবে।
  • ফিনিশিং কার্টুন এবং খালি কার্টুনগুলো প্লাষ্টিক প্লেটের উপর রাখিতে হইবে।
  • পোকামাকড় এর আক্রমন থেকে রক্ষার জন্য ফিনিশিং সেকশনের বাইরে হলুদ লাইট সেট করিতে হইবে।
  • ফ্যাক্টরীর অভ্যন্তরে পোকামাকড় এর আক্রমন থেকে রক্ষার জন্য ফিনিশিং সেকশনের বাইরে চিকন নেট জানালা এবং ইন্ডাষ্ট্রিয়াল এডজাস্ট ফ্যানের ফাঁকা জায়গায় সেট করিতে হইবে।
  • ফ্যাক্টরীর অভ্যন্তরে পেস্টকিলার মেশিন ফিনিশিং সেকশনে পর্যাপ্ত পরিমান সেট করিতে হইবে।
  • কোন শ্রমিক ফ্লোরে বসিয়া কাজ করতে পারিবে না।
  • লাইট কালার এবং ডিপ কালারের কোন মালামাল একত্রে জমা করিয়া রাখা যাইবে না।
  • প্রোডাকশন ফ্লোরে কোন প্রকার ময়লা আবর্জনা, কলার খোসা, অপ্রয়োজনীয় জিনিসপত্র জমা করিয়া রাখা যাইবে না।