ফ্লোর ইনচার্জ এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি

ফ্লোর ইনচার্জ এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?

ফ্লোর ইনচার্জ এর কাজ

ফ্লোর ইনচার্জ এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো উৎপাদন এবং চালান শীপমেন্ট প্রস্তুত করণ। উৎপাদন গান্ট তালিকা প্রস্তুত করা এবং গান্ট তালিক অনুযায়ী উৎপাদন সম্পাদন করা। অনুমোদিত দক্ষ শ্রমিক দ্বারা অর্ডার কার্যকর করা। উৎপাদনে বাধা অপসারণ এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করা। নির্দিষ্ট সময়ে অর্ডার নিশ্চিত করার জন্য ফিনিশিং সেকশন এর সহিত যোগাযোগ স্থাপন করা। অধীনস্তদের প্রশিক্ষন এর মাধ্যকে দক্ষতার উন্নয়ন করা।

  • ফ্লোর ইন-চার্জ এর প্রধান কাজ হচ্ছে ফ্লোর থেকে সর্বোচ্চ আউটপুট বের করে নিয়ে আসার জন্য ফ্লোরকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করা এবং এপিএম / পিএম এর নির্দেশ মোতাবেক নির্দিষ্ট সময়ের মধ্যে সর্বাধিক উৎপাদনের লক্ষ্যে পুরো ফ্লোর এরিয়ার সকল কর্মকান্ড পর্যবেক্ষন করা ও নিয়মিত এপিএম / পিএমকে রিপোর্ট করা।
  • এপিএম / পিএম
  • কাটিং থেকে ইনপুট নিয়ে আসার ব্যব¯হা করা।
  • ইনপুট লাইনে বন্টন করা এবং সকল লাইনের ইনপুট এবং আউটপুটের রেকর্ড রাখা ।
  • ফ্লোর লে-আউট এবং লাইন লে-আউট করা এবং কর্মীরা ঠিকমত কাজে করছে কিনা তা তদারকি করা এবং ফ্লোর এর শৃংখলা বজায় রাখা।
  • লাইন লে-আউট সেট করা এবং দক্ষতা অনুযায়ী জনশক্তির সঠিক বন্টন।
  • মেশিন এবং এক্সেসরিজ সেট করা এবং যখনই প্রয়োজন পড়বে তখনই লাইন চীফ অথবা সুপারভাইজারদের সহযোগিতা করা।
  • অন্যান্য সব সহযোগী বিভাগের সাথে ( যেমনÑ কাটিং, ফিনিশিং, কোয়ালিটি, ষ্টোর, সেম্পল ) সমন্বয় রক্ষা করা।
  • ফ্লোরে যদি কোন সমস্যার সৃষ্টি হয় এবং তার সমাধান দিতে যদি কোন প্রকার সমস্যা হয় তাহলে সাথে সাথে পি,এম-এর সাহায্য গ্রহন করা।
  • লাইন চীফ এবং সুপারভাইজার কার কোন লাইনে দায়িত্ব তা বন্টন করা এবং প্রয়োজনে পি, এম, কে জানিয়ে প্রতিদিনের উৎপাদনের লক্ষ্যমাএা এবং উৎপাদনশীলতা নিয়ে মিটিং করা।
  • ফ্লোর ইনচার্জ বিধিমালা অনুসরন করা।

পরিশেষ

উৎপাদন লক্ষ্যমাত্রা বজায় রাখার জন্য সচেষ্ট থাকতে হবে।  বায়ারের নির্দিষ্ট মানের সাথে সঙ্গতিপূণর্ রেখে উৎপাদন নিশ্চিত করতে হবে। বায়ারের চাহিদা অনুযায়ী পণ্যের গুনগত মান বজায় রাখার জন্য দায়িত্বশীল হতে হবে। প্রোডাকশন ফেøারে নিয়মানুবর্তিতা ও ব্যবস্থাপনা দিকগুলোর সু-শৃঙ্খলতা বজায় রাখতে হবে। যন্তপাতী বা সরঞ্জামাদী ও কোন ক্ষতি বা লোকসান হলে দায়ী থাকবেন।


Posted

in

by

Comments

One response to “ফ্লোর ইনচার্জ এর কাজের দায়িত্ব ও কর্তব্য গুলো কি কি ?”

Leave a Reply