বান্ডিল কন্ট্রোল এর পদ্ধতি ও প্রয়োজনীয়তা

বান্ডিল কন্ট্রোল এর পদ্ধতি ও কি ? কাট প্যানেল নাম্বারিং কি?

এস,ও,পি ফর বান্ডিল কন্ট্রোল

প্রয়োজনীয়তাঃ

ফেব্রিক কাটিং করার পর কাট প্যানেল আলাদা আলাদা ভাবে বান্ডিল করা আবশ্যক। তাই বান্ডিল করার পূবে তা একটি বান্ডিল কার্ড দ্বারা নিয়ন্ত্রণ করতে হবে।বান্ডিল কার্ড ব্যাতিত বান্ডিল কন্ট্রোল করা দুস্কর ।নিম্নে একটি বান্ডিল কার্ডের বিস্তারিত বিষয় বর্ণনা করা হল।

১। ব্যায়ার

২। অর্ডার নাম্বার

৩। কাটিং নাম্বার

৪। কালার

৫। লট নাম্বার

৬। বান্ডিল নাম্বার

৭। সাইজ

৮। পরিমাণ

৯। বান্ডিল পারসেস নাম্বার

১০। সিরিয়াল নাম্বার

১১।আইটেম/স্টাইল নেম

পদ্ধ্বতিঃ

  • বান্ডিল এর কাট প্যানেল এর সংখ্যা স্ট্যান্ডার্ড ৩০ পিচ হতে হবে।
  • বান্ডিল কার্ড লাইট কালার হতে হবে।
  • কাট প্যানেল সিরিয়াল বান্ডিল কার্ডের সাথে মিল থাকতে হবে।
  • বান্ডিল কার্ডের রশি এবং কাট প্যানেল বা কাটিং পার্টস এর কালার একই হতে হবে।

কাট প্যানেল নাম্বারিং

প্রয়োজনীয়তাঃ

ফেব্রিক কাটিং করার পরে সুইং লাইনে ইনপুট দেয়ার জন্য কাজের সুবিধার্থে  কাট প্যানেল আলাদা আলাদা বান্ডিল করতে হবে । গামেন্টস এ সাইজ মিস্টেক এবং সেডিং জনিত সমস্যা যাতে না হয় সে জন্য কাট প্যানেল নাম্বারিং করা প্রয়োজন ।

 কাটিং সেকসনে কাট প্যানেল যে সকল পার্ট নাম্বারিং করা হয় তার নীতিমালা নিম্নরূপ

১।      আপার,লোয়ার,ব্যাক পার্ট এ নাম্বার করার জন্য সাইড সিম এক্সট্রা জায়গা রেখে টপ সাইডে স্টিকার লাগাতে হবে । যদি স্টিকার লাগানো্র জায়গা না থাকে সেক্ষেত্রে ইন সাইডে স্টিকার লাগাতে হবে ।

(স্টিকার লাগানো্র পূর্বে স্টিকার এর গাম বা গ্লু সম্পর্কে নিশ্চিত হতে হবে সঠিক ভাবে লাগে কি-না । অথবা কোন রকম স্টেইন আসে কি-না ।)

২।      সিলিভ এ নাম্বার করার ক্ষেত্রে যদি সাইডে জায়গা রাখা না যায় তাহলে ইনসাইডে স্টিকার লাগাতে হবে ।

৩।     ইয়ক ব্যান্ড নাইফ মেশিন কাটিং করার পূর্বে এক্সট্রা জায়গায় স্টিকার লাগাতে হবে । যদি এক্সট্রা যায়গা না থাকে সেক্ষেত্রে ভিতরে স্টিকার লাগাতে হবে ।

৪।      সিলিভ প্লাকেট  ব্যান্ড নাইফ কাটিং করার পূর্বে নাম্বারিং করতে হবে ।

৫।      আপার পার্ট এ যদি ফিউজিং হয় তাহলে সাইডে এক্সট্রা জায়গায় রেখে টপ সাইড নাম্বারিং করতে হবে| যদি সাইড সিম এ জায়গা না থাকে তাহলে প্যানেলের ইনসাইডে স্টিকার  লাগাতে হবে|

বিঃদ্রঃ যে কোন নাম্বার স্টিকার,পেন্সিল,বলপেন,চক ইত্যাদি নাম্বা্রিং করার উপাদান ব্যাবহারের পূর্বে দায়ীত্ত্বরত কিউ,সি ইন-চার্জ এর পরামর্শে  ফেব্রিক এবং ওয়াস নিয়ে পরীক্ষা-নিরিক্ষা করে ব্যবস্থা গ্রহন করতে হবে ।


Posted

in

by

Comments

One response to “বান্ডিল কন্ট্রোল এর পদ্ধতি ও কি ? কাট প্যানেল নাম্বারিং কি?”

Leave a Reply