Select Page

বয়লার রক্ষনাবেক্ষন ও সতর্কতা নীতিমালা

বয়লার মেশিন চালানোর সময় শ্রমিক ও কর্মস্থলের নিরাপত্তার জন্য নিম্ন লিখিত ঝুঁকিগুলোর প্রতি সতর্ক থাকতে হবে। গ্র“প-এ ব্যবহ্নত বয়লার রক্ষনাবেক্ষনের জন্য নিুের বিষয় গুলো মেনে চলা হবে …

  • বয়লার রক্ষনাবেক্ষন এর ঢাকনা খোলার পূর্বে অবশ্যই বায়ুচাপ দেখে নিতে হবে। বয়লার অধিদপ্তরের রেজিষ্টেশন নম্বর নিশ্চিত করতে হবে।
  • ঘূর্নায়মান অংশের নিকটে যাওয়া থেকে বিরত থাকুন।প্রতি মাসে বয়লার চেক এবং তলানি অপসারনের ব্যবস্থা করতে হবে।
  • নিয়মমাফিক প্রতিটি বয়লারের প্রয়োজনীয় চাপ পরীক্ষা করতে হবে।
  • বয়লার চালনার সময় কোনরুপ ক্রটি ধরা পরলে সাথে সাথে বয়লারটি বন্ধ করে তা পরীক্ষা করার প্রয়োজনীয় ব্যবস্থা করতে হবে।
  • বয়লারের প্রয়োজনীয় পানির লাইন, ষ্টীম আউট লাইন, বৈদ্যুতিক লাইন নিয়মিত পরীক্ষা করতে হবে।
  • প্রেসার বাল্ব, বৈদ্যুতিক সার্কিট, সলেনাইট বাল্ব ইত্যাদি নিয়মিত পরীক্ষা করতে হবে।
  • যে কোন কাজ এর পূর্বে মেশিন এর তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস এর নীচে আছে কিনা দেখে নিতে হবে। বয়লারের পার্শ্বে কোন প্রকার দাহ্য পদার্থ রাখা থেকে বিরত থাকতে হবে।
  • সাপ্তাহিক রক্ষনাবেক্ষনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।
  • বয়লার রেজিষ্টারে চেকিং ও পরিদর্শনকারীর রিপোর্ট থাকতে হবে, যাতে করে নিয়মিত প্রশাসন বিভাগ, মেকানিক্্র এবং বয়লার অপারেটরগন চেক করে সঠিকতা নিশ্চিত করতে পারে।
  • যে কোন বৈদ্যুতিক র্দূঘটনা এড়ানোর জন্য দক্ষ ইলেকট্রিশিয়ান দ্বারা মটর নিয়ন্ত্রন প্যানেল এবং অনান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত ও চেক করতে হবে। বয়লার রুমের তাপমাএা স্বাবাবিক রাখার ব্যবস্থা করতে হবে।

মেশিন চালু করার পূর্বে যা  করনীয়:

  • পানির লাইন ঠিকমত কাজ করছে কিনা পরীক্ষা করে নিন।
  • গ্যাস লাইন ঠিকমত কাজ করছে কিনা পরীক্ষা করে নিন।
  • ইলেকট্রিক্ পাওয়ার সাপ্লাই ঠিক মত আছে কিনা পরীক্ষা করে নিন ।
  • পানির লেবেল কাঙ্খীত পর্যায়ে না উঠা পর্যন্ত ব্লোয়ারের সুইচ চালু করা যাবে না।
  • মেশিন চলন্ত অবস্থায় বেল্ট কভার এবং চেইন খোলা যাবে না।  আস্তে আস্তে স্টীম ছাড়–ন।
  • প্রতি ৩০(ত্রিশ) ঘন্টা পর পর বয়লারের পানির নমুনা পরীক্ষা করে নিন।
  • দিনে দুইবার বয়লার ব্লো-ডাউন করে নিন।
  • বয়লারের স্টীম প্রেসারের দিকে সবসময় খেয়াল রাখুন।

(1)

প্রতিঃ
জনাব ..
সহকারী জেনারেল ম্যানেজার
এডমিন, এইচ আর এন্ড কমপ্লায়েন্স
ক্লোথিং কোং লিঃ

বিষয় ঃ মিনি ইলেকট্রিক বয়লার (৬০ কেজি/ ঘন্টা) স্থাপন প্রসঙ্গে।

জনাব,
আপনার অবগতির জন্য জানানো যাইতেছে যে, বিগত ১০/০৮/২০০৯ ইং তারিখ, রবিবার আনুমানিক সন্ধ্যা ৮:০০ ঘটিকার সময় হেড অফিস সহকারী মেইনটেনেন্স ইনচার্জ (বয়লার), একটি মিনি ইলেকট্রিক বয়লার (৬০ কেজি/ঘন্টা) স্থাপন করার জন্য ফ্যাক্টরী ম্যানেজমেন্ট তথা আপনার সাথে পরামর্শ করে যে পরিকল্পনা গ্রহন করে, মোবাইল ফোনে তা আমাকে অবগত করে এবং আমার অনুমতি প্রার্থনা করে। আমি সেভাবে তাহাকে নির্দেশ প্রদান করি। কিন্তু তার পর এখন পর্যন্ত কোন উক্ত বয়লারটি পরিকল্পনা মাফিক স্থাপন করা হয় নাই তাহার যথাযথ ব্যাখ্যা অনতিবিলম্বে নিু স্বাক্ষরকারীর নিকট লিখিতভাবে জানানোর জন্য নির্দেশ প্রদান করা হইল।

ডিরেক্টর
এডমিন এন্ড কমপ্লায়েন্স

(2)

প্রতি
জেনারেল ম্যানেজার
একাউন্টস্ এন্ড ফাইনান্স

বিষয়: বয়লার সার্টিফিকেট নবায়ন প্রসঙ্গে।

আপনার অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জানানো যাইতেছে যে, বয়লার নম্বর ৯৯ ওয়্যার লিঃ গত অদ্য ১৫/০২/২০০৯ ইং তারিখে যার মেয়াদউত্তীর্ন হইয়া গিয়াছে। এখানে উল্লেখ্য যে, এন কে কে নিটওয়্যার লিঃ এ ডধষ-গধৎঃ, ঝবধৎং সহ বেশ কিছু বায়ারের অডিট অনুষ্ঠিত হইবে। উক্ত অডিটগুলোতে নবায়নকৃত বয়লার সার্টিফিকেট না দেখাতে পারলে অডিটের রিপোর্ট নিুমূখী হইবে।

অতএব যথাশীঘ্র উক্ত বয়লার নবায়ন পূর্বক উহার এক কপি এডমিন এন্ড কমপ্লায়েন্স ডিপার্টমেন্ট এ প্রেরন করার জন্য বিশেষভাবে বলা হচ্ছে।

মেজর ডিরেক্টর
এডমিন এন্ড কমপ্লায়েন্স

সারাংশ

বয়লার মেশিন অপারেটরের অবশ্যই ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জামাদি ব্যবহার করতে হবে এবং বয়লার মেশিন কক্ষের দরজা বন্ধ রাখতে হবে।