বয়লার পরিচালনার

বয়লার পরিচালনা এবং বয়লার চালু করার পূর্বে করনীয় কি?

বয়লার পরিচালনার জন্য করনীয় কি

বইলার – এর কাজ হল স্টিম মানে বাষ্প তৈরী করা। এই বাষ্প ডাইং মেশিনে পাইপ এর মাধ্যমে যায় এবং ডাইং মেশিন এ বাষ্প দিয়ে লেভ্লে ওয়াস করে।বয়লার গ্যাস এবং ডিজেল এই ২টা জ্বালানি দিয়ে চলে। এর ডিজেল ট্যাংকির ক্যাপাসিটি ২৫০লিটার। বইলার এর প্রেসার ৮ ব্ার, তাপমাত্রা ১৫০ ডিগ্রি সে. এবং ইহা ঘন্টায় ২০ লিটার ডিজেল নেয়। ইহা ঘন্টায় ২৪ মিটার কিউব গ্যাস নেয়।   ইহা বাষ্প তৈরীর ক্যাপাসিটি ৫০০ কেজি এবং ডাইং মেশিনে ব্যবহার হয় ম্যাক্সিম্াম ২০০-৩০০কেজি .. ফফফফ

বয়লার চালু করার পূর্বে করনীয় ঃ

০১) বয়লার রুমের দরজা জানালা খোলা থাকতে হবে যাতে প্রয়োজনের অতিরিক্ত বাতাস চলাচল করতে পার্।ে

০২) ফিড ওয়াটার ট্যাংক এ পর্যপ্ত পানি থাকতে হবে।

০৩) ফিড ওয়াটার এর পানির কাঠিন্য (ঐঅজউঘঊঝঝ) চয  স্বাভাবিকমাত্রায় থাকতে হবে।

০৪) বিদ্যুৎ সরবরাহ (লাইন ও ভোল্টেজ ) ঠিক থাকতে হবে।

০৫) বয়লারের পানির লেবেল ঠিক থাকতে হবে।

০৬) গ্যাস প্রেসার ঠিক থাকতে হবে অথবা জ্বলানীর (ফার্নেস ওয়েল/ ডিজেল) মজুদ সঠিক পর্যায় থাকতে হবে।

০৭) বয়লারের সমস্ত ভাল্ব গুলি পরিক্ষণ করতে হবে।

বয়লার চালু করার জন্য সুইচ অন করার পর লক্ষণীয় ঃ

০১) বয়লারের সুইচ”অন” করার পর বয়লার সমপূর্ন চালু না হওয়া পর্যন্ত ”অফ”সুইচের নিকট থেকে নিম্নলিখিত     নির্দেশনাবলীর প্রতি লক্ষ্য রাখতে হবে।

০২) বয়লার চালুর শ্রেনী গত ( ঝঃবঢ় নু ঝঃবঢ় ) হচ্ছে কিনা লক্ষ্য রাখতে হবে।

০৩) কোন প্রকার অসমজাস্যপুর্ন শব্দ হচ্ছে কিনা তাহা লক্ষ্য রাখতে হবে।

০৪) পাইলট ফায়ার এর ফুল ফায়ার না হওয়া পর্যন্ত সর্বোচ্চ সর্তক থাকতে হবে।

০৫) এই সময় যে কোন ধরনের আগন্তুক কে বয়লার রুমে প্রবেশ করতে দেওয়া যাবেনা।

বয়লার চালু হওয়ার পর করণীয় ঃ

০১) সমস্ত বয়লার পুনরায় পরিদর্শন করে কোন প্রকার ত্রুটি বিচ্চ্যুতি হয় নাই তাহা নিশ্চিত করতে হবে।

০২) ষ্টিম হ্যাডারের ও ষ্টিম লাইনের  ষ্টিম ট্রাপ এর বাইপাস লাইন খুলে রাখতে হবে।

০৩) উচ্চ নির্ধারিত চাপে ষ্টিম উঠার পর নির্র্দিষ্ট সময় নিয়ে মেইন ভাল্ব খুলতে হবে।

০৪)বয়লার পরিচালনার জন্য করনীয় কি

০৫) পর্যায় ক্রমে (নির্দিষ্ট সময় নিয়ে) বা ধীরে ধীরে  ষ্টিম লাইনে ষ্টিম  ছাড়তে হবে।

০৬) ষ্টিম ছাড়ার পর ষ্টিম লাইনের ষ্টিম ট্রাপ ঠিকমত কাজ করে কিনা তা নিশ্চিত হতে হবে এবং বাইপাস লাইন বন্ধ    করতে হবে।

০৭) সফ্টনার (ঝড়ভঃহবৎ) থেকে ফিডওয়াটার ট্যাংকে পানি ঠিকমত যাচ্ছে কিনা তা নিশ্চিত হতে হবে।

স্টীম বয়লার রক্ষণাবেক্ষণ শিডিউল

প্রতিদিন

০১)        বয়লারে উচ্চ চাপে (নির্ধারিত) ষ্টিম রেখে প্রতি ২ ঘন্টা ৩০ মিনিট হইতে ০৪ ঘন্টা (প্রোয়জন অনুযায়ী)

০১ মিনিট হইতে ০২ মিনিট ব্লো-ডাউন করতে হবে।

০২) গেজ গ্লাসের ষ্টিম ও পানি ছেড়ে পানির লেবেল কাজ করার উপুযুক্ত রাখতে হবে।

০৩) প্রতি ২৪ ঘন্টা/৪৮ঘন্টা (প্রয়োজন অনুয়াযী) সফ্টনার (ঝড়ভঃবহবৎ) ব্যাক ওয়াশ করে কার্যকারিতা নিশ্চিত    রাখতে হবে।

০৪) কোথাও কোন ক্রটি দেখা দিলে সঙ্গে সঙ্গে প্রোয়জনীয় ব্যবস্থা গ্রহন করতে হবে।বয়লার চালু করার পূর্বে পানি সফ্ট আছে কিনা পরীক্ষা করা।
কাজ শেষে বয়লার বন্ধ করা এবং বয়লারে স্টীম প্রেসার ১৫ পি, এস, আই থাকা অবস্থায় ব্লোডাউন করা।

প্রতিমাসে

সপ্তাহে নির্দিষ্ট দিনে উচ্চ চাপে (নির্ধরিত) স্টিম রেখে বয়লারের বার্নার বন্ধ করে সেফটি ভাল্ব চালু করে ০১            হইতে ০২ মিনিট পর্যন্ত প্রোয়জন অনুযায়ী  রাখতে হবে। যাতে করে  সেফটি ভাল্ব সর্বদা কাজের উপযোগী থাকে।
ক) সেফটি ভাল্ব পরীক্ষা এবং প্রয়োজনানুসারে সঠিক করা।
খ) ওয়াটার লেভেল কন্ট্রোলার পরীক্ষা এবং প্রয়োজনানুসারে সঠিক করা।
গ) সিকোয়েন্স কন্ট্রোলার পরীক্ষা এবং প্রয়োজনানুসারে সঠিক করা।
ঘ) সেফ্টি সার্কিট পরীক্ষা করা এবং ঠিক করা।
ঙ) অস্বাভাবিক শব্দ যদি পরিলক্ষিত হয় সঠিক করা।
চ) ষ্টীম উৎপাদন পরিমাণ পরীক্ষা করা এবং যদি কম হয় তবে বার্নার এডজাষ্ট করা।

প্রতি তিন মাসে

ক) ফ্লেম ইলেকট্রোড পরীক্ষা / পরিস্কার করা।
খ) ইগনিশন ইলেকট্রোড পরীক্ষা / পরিস্কার করা।
গ) ওয়াটার লেভেল ইলেকট্রোড (যদি থাকে) পরীক্ষা / পরিস্কার করা।
ঘ) ইগ্নিশন স্পার্ক সঠিক কিনা পরীক্ষা করা।
ঙ) গ্যাস লাইন স্ট্রেইনার পরিস্কার করা।
চ) গ্যাস সলেনয়েড ভাল্ব পরীক্ষা করা এবং প্রয়োজানানুসারে সঠিক করা।

প্রতি বার মাসে

উপরোক্ত কার্যাদির অতিরিক্তঃ
ক) বয়লার অভ্যন্তরে স্কেলের পরিমাণ নির্ধারণ করা এবং প্রয়োজন বোধে মূল্য বিনিময়ের মাধ্যমে পরিস্কার করা।
খ) বয়লার অভ্যন্তরে ফ্লু সাইড পরিস্কার করা।
গ) লিকেজ এবং কোন ভাল্ব সঠিক কাজ করে কিনা উহা পরীক্ষা ও সঠিক করা।
ঘ) প্রয়োজনানুসারে পরিস্কার ও রং করা।


Posted

in

by

Comments

5 responses to “বয়লার পরিচালনা এবং বয়লার চালু করার পূর্বে করনীয় কি?”

Leave a Reply