মেশিন ক্লিন ফর হোয়াইট ফ্যাব্রিক কিভাবে করতে হয়?

মেশিন ক্লিন ফর হোয়াইট ফ্যাব্রিক কিভাবে করতে হয়?
মেশিন ক্লিন ফর হোয়াইট ফ্যাব্রিক কিভাবে করতে হয়?

মেশিন ক্লিন ফর হোয়াইট ফ্যাব্রিক

উদ্দেশ্যঃ

স্কাউরিং/PB ব্যাচে যাতে পূর্ববর্তী ব্যাচের ব্রাইটেনার(ক্যারি ওভার) না লাগে।

  • পূর্ববর্তী ব্যাচ আনলোড করার পর সম্পূর্ণ পানি ড্রেন করতে হবে।পানি সম্পূর্ণ ড্রেন না হলে, ওই পানিতে ব্রাইটেনার থেকে যাবে।
  • মেশিনের ফিল্টার খুলে নেট ক্লিন করতে হবে।
  • ১ নং ট্যাঙ্কে ( যে ট্যাঙ্কে ব্রাইটেনার দেওয়া হয়) ৩০০ লিটার পানি নিয়ে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হবে।তারপর ড্রেন করে দিতে হবে।
  • মেশিনে ২০০০ লিটার পানি ফিল করে ৬০ ডিগ্রি তাপমাত্রায় ১০ মিনিট সাইক্লক্লিন চালাতে হবে। সাইক্লক্লিন চালানোর সময় দুই ট্যাঙ্কে রান ব্যাকে পানি নিতে হবে। সাইক্লক্লিন শেষ হলে সম্পূর্ণ পানি ড্রেন করতে হবে।
  • উপরোক্ত প্রক্রিয়া আর একবার পুনরাবৃত্তি করতে হবে।

Check Similar Types of Article – Boiler Clean

সতর্কতা

  • কাজের সময় আপনার জীবনের নিরাপত্তার লক্ষ্যে আপনার জন্য প্রযোজ্য আত্মরক্ষামুলক সরজ্ঞামাদি ব্যবহার করুন। আত্মরক্ষামুলক সরজ্ঞামাদি ব্যবহার বাধ্যতামুলক।
  • সকল শ্রমিক কর্মচারীগন ধুলা বালি জনিত বিভিন্ন রোগ যেমন:- কাশী, যক্ষা, ব্রংকাইটিস, ফুসফুসের সমস্যা ইত্যাদি থেকে রক্ষা পাওয়ার জন্য মাক্স / মুখোশ ব্যবহার করুন।
  • বেশী শব্দ যুক্ত স্থানে কাজ করার সময় ইয়ার প্লাগ / ইয়ার মাফলার ব্যবহার করুন।
  • কেমিকেল, আঠা এবং কেমিকেল জাতীয় বস্তু ব্যবহারের সময় শরীরের সংস্পর্শে আসলে বিভিন্ন ধরনের চর্ম রোগ, ঝিমুনি, ফুসফুসের প্রদাহ, ত্বকের ক্যানসার সহ বিভিন্ন ধরনের মারাত্মক রোগ হতে পারে। এ ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য কাজের সময় হ্যান্ড গ্লোভস, সেফটি গগলস, গামবুট, মাক্স সহ প্রয়োজনীয় আত্মরক্ষামুলক সরজ্ঞামাদি ব্যবহার করুন।
  • ইলেকট্রিক্যাল কাজের সময় নিরাপত্তা গ্লোভস, হেলমেট, গামবুট সহ প্রয়োজনীয় সরজ্ঞামাদি ব্যবহার করুন।
  • কাজের প্রয়োজনে কোন ধরনের ধারালো যন্ত্রপাতি ব্যবহার করতে হলে নিরাপত্তা রশি দিয়ে বেধে কাজ করুন।
  • মনে রাখবেন – নিরাপত্তাই প্রথম; কাজ পরে।

ঝুঁকি সমূহ

  • কারখানার গেইট উন্মুক্ত বা খোলা থাকার ঝুঁকি।
  • কারখানার দরজা জানালা খোলা থাকার ঝুঁকি।
  • অতিথিদের আগমন ও বর্হিগমনে কারখানায় ঝুঁকির সম্ভাবনা
  • অপরিচিত লোকদের কারখানার অভ্যন্তরে ঘোরাফেরা করার ঝুঁকি।
  • কারখানার চারিদিকে বাউন্ডারি না থাকার ঝুঁকি।
  • টর্চ লাইট, বাঁশি ও মোবাইল ফোন না থাকার ঝুঁকি।
  • সিকিউরিটি গার্ডদের ইউনিফর্ম না পরিধান করার ঝুঁকি।

প্রভাব

  • কারখানার গেইট খোলা থাকার জন্য কারখানায় চুরি ডাকাতি হতে পারে।
  • কারখানার দরজা জানালা খোলা থাকায় বাইরে থেকে লোকজন ঢুকতে পারে। ফলে যেকোন ধরনের দূর্ঘটনা ঘটতে পারে।
  • অতিথিদের আগমন ও বর্হিগমনে কারখানার অভ্যন্তরে ঝুঁকি সৃষ্টি হতে পারে।
  • অপরিচিত লোকদের এখানে সেখানে ঘোরাফেরা করায় যেকোন ধরনের দূর্ঘটনা হতে পারে।
  • কারখানার চারিদিকে বাউন্ডারি না থাকায় যেকোন ধরনের ঝুঁকি হতে হতে পারে।
  • টর্চ লাইট, বাঁশি ও মোবাইল ফোন না থাকার ফলে দূ®কৃতিকারীদের ধরতে বা কর্তৃপক্ষকে সংবাদ দিতে সমর্থ হবে না।
  • সিকিউরিটি গার্ডদের ্ইউনিফর্ম না পরিধান করার জন্য কারখানার ও বহিরাগত লোকজন সিকিউরিটি গার্ডদের চিনতে পারবে না। ফলে কারখানায় আগমন ও বহির্গমনে বাধা সৃষ্টি হতে পারে।

কারখানা কর্তৃপক্ষ দ্বারা নিম্নোক্ত ব্যবস্থা সমূহ গ্রহন করা হয়েছে কি না?

কারখানার গেইটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং অনাকাংখিত ঝুঁকি এড়াতে জরুরী টেলিফোন নম্বর সংরক্ষণ করা হয়েছে। বহিরাগতদের প্রবেশাধিকার সংরক্ষণ করা হয়েছে।
প্রতিদিন কারখানার দরজা জানালা বন্ধ করা হয় এবং নিরাপত্তা প্রহরী দ্বারা তা পরীক্ষা নিরীক্ষা করা হয়।
কারখানায় অতিথিদের আগমন ও বর্হিগমনের উপর কড়া নজরদারী জোরদার করা হয়েছে এবং আগত অতিথিদের আইডি কার্ড ও ভিজিটর বই দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে। মেটাল ডিকেটর দ্বারা চেক করা হয়।
অপরিচিত লোকদের কারখানার অভ্যন্তরে সম্পূর্ণ রূপে ঘোরাফেরা নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে এবং সন্দেহজনক মনে হলে সাথে সাথে নিকটস্থ থানা যোগাযোগ করা হয়।
কারখানার চারিদিকে বাউন্ডারি তৈরী করা হয়েছে এবং নিরাপত্তা প্রহরীর দ্বারা পেট্রোল ডিউটির ব্যবস্থা করা হচ্ছে।
টর্চ লাইট, বাঁশি ও মোবাইল ফোন সিকিউরিটি গার্ডদের সরবরাহ করা হয়েছে এবং তাদের ডিউটি মনিটরিং করা হচ্ছে।
সবসময় সিকিউরিটি গার্ডদের ্ইউনিফর্ম পরিধান করার নির্দেশ প্রদান করা হয়েছে। এবং তা নিয়মিত মনিটরিং করা হচ্ছে।

By Mashiur

He is Top Class Digital Marketing Expert in bd based on Google Yahoo Alexa Moz analytics reports.. He is certified IT Professional from Aptech, NCC, New Horizons & Post Graduated from London Metropolitan University (External) in ICT. Cell# +880 1792525354. যোগাযোগ এর জন্য নিম্নে Leave a Reply এ গিয়ে কমেন্টস Comments করুন

Leave a Reply