ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম
১.পণ্যের লিগালিটি, কোয়ালিটি, সেফটি নিশ্চিত করার জন্য সাইটের ম্যানেজমেন্ট নিয়ন্ত্রন আছে কিনা? সসসস
২.সাইটে কি এমন ধরনের পদ্ধতি আছে যেখানে জোস্ঠ ব্যবস্থাপক পণ্যের লিগালিটি,কোয়ালিটি, সেফটি ইস্যু হলে জানতে পারে।
৩.জোস্ঠ ব্যবস্থাপক কি কোন শুদ্ধি ব্যবস্থা নিশ্চিত করে কিনা?
৪.যথাসময়ে শিপমেন্টের কে.পি আই আছে কিনা?
৫.কাস্টমার কোয়ালিটি পারফরমেন্স অনুযায়ী কোন কে.পি.আই ফলো করা হয় কিনা?
৬. কাস্টমার অভিযোগের কোন কে.প.আই আছে কিনা।
আকস্মিক দূর্ঘটনাজনিত অপসারণ পদ্ধতিঃ
ব্যক্তিগত সতর্কতা t দূর্ঘটনাকালীন সময়ে ত্বক,দেহ সূরক্ষার জন্য ব্যক্তিগত সূরক্ষাকারী উপকরণ ব্যবহার করতে হবে।
পরিবেশগত সতর্কতা t পয়োনালী,নদী বা ভূগর্গস্থ পানির উৎসে এর প্রবেশ রোধ করতে হবে।ছলকে পড়া উপাদান থেকে যেন আগুনের সৃষ্টি হতে না পারে-সেজন্য ফোম দ্বারা ঢেকে ফেলতে হবে।পরিবেশে ছড়িয়ে পড়ে নিয়ন্ত্রণের বাহিরে চলে গেলে যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে হবে।
পুনরুদ্ধার ও অপসারণ পদ্ধতি t পুনরুদ্ধারঃ পাম্প/শোষণকারী উপাদানের মাধ্যমে পুনরুদ্ধার করতে হবে।কোন ডিস্পার্সিং এজেন্ট ব্যবহার করা যাবে না।ছলকানো উপাদান বালু বা অদাহ্য শোষণকারী উপাদান দ্বারা সংগ্রহ করে ধারণ করতে হবে।উক্ত বর্জ্য সীলকৃত কন্টেইনারে আবদ্ধ রাখতে হবে।
অপসারণঃ সংগ্রহৃত উপাদান যথাযথ সংগ্রহকারীর নিকট হস্তান্তর করতে হবে।কোন পয়োনালীতে অপসারণ করা যাবে না।
কোয়ালিটি ম্যানেজমেন্ট কন্ট্রোল সিস্টেম
১. নিরাপদ, আইনগত এবং গুনগত পণ্য উৎপাদনের জন্য কোন কোয়ালিটি নীতিবিধি আছে কিনা?
২.নিতিটি জোস্ঠ ব্যবস্থাপক কতৃক অনুমোদিত আছে কিনা?
৩.কমপ্লাইয়েন্স নিশ্চিত করে তা অর্জনের জন্য কোম্পানির কোন পদ্ধতিতে আসবে তা বর্ণনা করে কিনা?
৪. সকল কর্মীর অবগতির জন্য পলিসিটি প্রদর্শন করা হয় কিনা?
৫.ব্যবস্থাপনার কতৃত্ব অনুযায়ী কোন প্রতিষ্ঠানিক চার্ট আছে কিনা?
৬.কোয়ালিটি ব্যবস্থাপনার চাহিদা পূরণের জন্য কোন ব্যবস্থাপনার কোন সদস্যকে নিয়োগ দেওয়া হয়েছে কিনা?
৭.ব্যবস্থাপনার গুনগতমান রক্ষা করা হয় কিনা এবং নিয়মিত রিভিউ করা করা কিনা?
৮.কোয়ালিটি ব্যবস্থাপনা পদ্ধতির কোন পক্রিয়া আছে কিনা এবং এর মান অনুযায়ী রেকর্ড করা হয় কিনা?
৯.কোন কোয়ালিটি মেনুয়াল আছে কিনা এবং তা যারা কোম্পানির নীতি এবং পদ্ধতি করে তাদের কাছে আছে কিনা?
১০. ডকুমেন্ট পদ্ধতির সঠিক ভার্শনটি আছে কিনা?ৃ
১১.রেকর্ড কোন পরিবর্তন হলে তা যথাযথ অনুমোদন আছে কিনা?
১২.ইন্টারনাল অডিটের পর ৩ কার্যক্রম সমূহ ডকুমেন্টকৃত পদ্ধতি নীতি এবং পণ্যের নিরাপত্তা , গুনগতমান বজায় রাখা হয় কিনা?
১৩. সারা বছর নির্দিষ্ট শিডিউলে সকল উপাদানসমৃহ অডিট করা হয় কিনা?
১৪.প্রশিক্ষিত অডিটর দ্বারা অডিট কার্য সম্পাদন করা হচ্ছে কিনা এবং অভিজ্ঞতা দ্বারা সকল এলাকা পরীক্ষা করা হয় কিনা?
১৫.সময়মত কারেক্টিভ একশন নেওয়া হয় কিনা?