শিশুর প্রবেশ পরিহার নীতিমালা একটি কমপ্লাইন্স কারখানার জন্য

শিশুর প্রবেশ পরিহার নীতিমালা একটি কমপ্লাইন্স কারখানার জন্য

শিশুর প্রবেশ পরিহার নীতিমালা

শিশুর প্রবেশ আই এল ও জাতিসংঘ কনভেনশন এবং জাতীয় শ্রম আইন দ্বারা শিশু শ্রম সম্পূর্ণরুপে নিষিদ্ধ। ফর্টিস গার্মেন্টস লিমিটেড সবসময়ই আইনের প্রতি শ্রদ্ধাশীল। ফর্টিস কর্তৃপক্ষ বিশ্বাস করে যে কোন শিশু কারখানায় প্রবেশ করলে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে পারে যার কারনে যে কোন ছোট ছেলে মেয়েদের প্রবেশ করার জন্য নিন্মোক্ত নীতিমালা অনুসরণ করে থাকে।

  • কারখানার মূল ফটকে/ গেইটে স্পষ্ট করে সাইনবোর্ড ঝুলিয়ে দেয় যে, কারখানা অভ্যন্তরে শিশুর প্রবেশ নিষেধ।
  • নিরাপত্তা কর্মীগণ নিশ্চিত করবে যে, চাইল্ড কেয়ার এর শিশু ব্যতিত অন্য কোন শিশু কারখানার অভ্যন্তরে প্রবেশ করবেনা।
  • সকল বিভাগীয় প্রধানগন সহ সকল সেকশনের কর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা যাতে কেউ শিশুকে সাথে নিয়ে কারখানায় প্রবেশ না করে।
  • শিশু দিবাযতœ কেন্দ্রে যারা বাচ্চা নিয়ে আসবেন তাদেরকে সচেতন করা যাতে তারা শিশুদের নিয়ে কেন্দ্রের মধ্যে থাকেন কারখানার ভেতর প্রবেশ না করেন।
  • শিশু দিবাযতœ কেন্দ্রে বাচ্চাদের তত্বাবধানের দ্বয়িত্বে যিনি থাকবেন তাকে সতর্কতার সহিত খেয়াল রাখতে হবে যেন কোন শিশু এদিক-সেদিক ছুটাছুটি না করে এবং চাইল্ড কেয়ারের বাইরে যেতে না পারে।

by

Tags:

Comments

Leave a Reply