শেয়ার হস্তান্তর সহ মালিকানা পরিবর্তনের সুপারিশের জন্য আবেদন

শেয়ার হস্তান্তর সহ মালিকানা পরিবর্তনের সুপারিশের জন্য আবেদন

বরাবর

সচিব,

বিকেএমইএ

প্লানারর্স  টাওয়ার,

১৩/এ সোনারগাও রোড, ঢাকা।

বিষয়:- একজন বিদেশী শেয়ার হোল্ডারের শেয়ার হস্তান্তর সহ মালিকানা পরিবর্তনের সুপারিশের জন্য আবেদন।

জনাব,

          যথাবিহীত সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এইযে, আমাদের প্রতিষ্ঠান অটো লিঃ, প্লট # ৫৫ ইউনিয়ন:- জামাল পুর হেমায়েতপুর, সাভার, ঢাকা একটি শতভাগ রপ্তানী মুখী নীট কাপড় তৈরী শিল্প প্রতিষ্ঠান। ইতিমধ্যে উক্ত বিদেশী শেয়ার হোল্ডার তাঁর শেয়ারের সম্পূর্ন অংশ অবশিষ্ট ১ জন শেয়ার হোল্ডারের নিকট হস্তান্তর করে মালিকানা স্বত্ত ত্যাগ করেছেন, যা জয়েন্ট স্টক ফার্ম ও বিনিয়োগ বোর্ড হতে অনুমোদন গ্রহন করা হয়েছে। বিদেশী শেয়ার হোল্ডার তাঁর মালিকানা বা শেয়ার হস্তান্তর করায় বিনিয়োগ বোর্ড যৌথ বিনিয়োগে নিবন্ধন সংখ্যা বাতিল করে নতুন নিবন্ধন সংখ্যা ইস্যু করেছেন, যার জন্য বন্ড লাইসেন্সে মালিকানা পরিবর্তনের জন্য বিকেএমইএ-এর সুপারিশ প্রয়োজন।

অতএব, আপনার নিকট বিনীত প্রার্থনা এই যে, আমাদের প্রতিষ্ঠানের অনুকূলে বিকেএমইএ-এর সুপারিশ প্রদানে জনাবের মর্জি হয়।। 

শেয়ার হস্তান্তর সহ মালিকানা পরিবর্তনের সুপারিশের জন্য আবেদন

Posted

in

by

Comments

Leave a Reply