CTPAT শ্রমিক/কর্মচারীদের নিরাপত্তা মূলক দায়িত্ব ও কর্তব্য

CTPAT শ্রমিক/কর্মচারীদের নিরাপত্তা মূলক দায়িত্ব ও কর্তব্য

শ্রমিক/কর্মচারীদের নিরাপত্তা মূলক দায়িত্ব ও কর্তব্য

অত্র কারখানার শ্রমিক কর্মচারীগনকে নিজেদের CTPAT নিরাপত্তা, কারখানার নিরাপত্তা ও মেশিনারিজ/দ্রব্য সামগ্রী/রপ্তানীমূখী সকল পোশাক সামগ্রীর নিরাপত্তা নিশ্চয়তা বিধানের উদ্দেশ্য যে কোন, অনিয়ম সমূহ পরিলক্ষিত হওয়া মাত্র সরাসরি কারখানা ব্যবস্থাপক নিরাপত্তা অফিসার সংশ্লিষ্ট সুপারভাইজার বা যথাযথ কর্তৃপক্ষের নিকট রিপোর্ট করার জন্য অনুরোধ করা গেল ঃ

  • কারখানার কর্মস্থলে অবস্থান কালে আইডি কার্ড বা পরিচয় পত্র প্রদর্শিত অবস্থায় আছে কিনা ?
  • পরিচয় পত্র বা আইডি কার্ড ব্যাতিত কেহ সন্দেহ জনক ভাবে ঘুরাফেরা করছে কিনা ?
  • সংরক্ষিত এলাকায় বিনা অনুমতি কেহ অবস্থান করছে কিনা ?
  • কোন শ্রমিক কর্মচারী চুরির সাথে জড়িত আছে কিনা বা অন্য কাহাকে ও চুরি করতে উৎসাহিত করছে কিনা ?
  • কোন শ্রমিক কর্মচারী অস্বাভাবিক আচরন/অসৎ কর্মকান্ডের সাথে জড়িত আছে কিনা ?
  • কোন শ্রমিক/কর্মচারী নাশকতামূলক কর্মকান্ডে সাথে জড়িত আছে কিনা ?
  • কারখানার ক্ষতি সাধন বা ক্ষতি সাধনের ইচ্ছা প্রকাশ করছে কিনা ?
  • কোন অসৎ উদ্দেশ্য বা ক্ষতি সাধনের জন্য কেহ ভূল তথ্য পরিবেশন পূর্ব কারখানার অভ্যন্তরে ঝগড়া কলহ বা দল সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে কিনা ?
  • শ্রমিক কর্মচারীদের ব্যক্তিগত ব্যবহার্য জিনিসপত্র সন্দেহ হলে তাৎক্ষনিক কর্তৃপক্ষকে জানানো।
  • নিজ কর্মস্থল থেকে বিনা অনুমতিতে অন্য কর্মস্থলে প্রবেশ করছে কিনা ?
  • নিকটস্থ দরজা বা জানালা দিয়ে সন্দেহজনক ভাবে উকি ঝুকি মারছে কিনা ?
  • কোন কারণ ছাড়াই একাধিক বেশি অধিক লোক দেখা গেছে কিনা ?
  • কারখানার কোন গুরুত্বপূর্ন তথ্যাদি বা খবরাখবর বাহিরে বা অনত্র্য পাচার করছে কিনা বা জড়িত আছে কিনা বা জড়িত থাকার জন্য উৎসাহ দিচ্ছে কিনা ?
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন কোন দ্রব্য বা যন্ত্র বা মালামাল যদি প্রতিষ্ঠানে কর্মরত নহে বা কোন ব্যক্তি প্রতিষ্ঠানের ভিতরে নেওয়ার জন্য নিয়ে আসে তবে সেক্ষেত্রে বাধা প্রদান করা এবং তৎক্ষনাৎ কর্তৃপক্ষকে অবহিত করা।
  • কারখানার কাজের সহিত সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তি ভিতরে দেখলে কর্তৃপক্ষকে অবহিত করা।

বিঃদ্র ঃ উপরোক্ত তথ্য সমূহ কর্তৃপক্ষকে সরাসরি জানানো সম্ভব না হলে, আপনার প্রাপ্ত তথ্য/খবর বা অভিযোগ অথবা পরামর্শ বাক্সে ফেলুন মনে রাখবেন আপনার প্রতিটি তথ্য আমাদের নিকট অতি মূল্যবান। কারখানার নিরাপত্তা এবং রপ্তানীমূখী সকল পোশাক সামগ্রীর নিরাপত্তা বিঘিœত হইতে পারে এমন কোন প্রকার কর্মকান্ড দেখা মাত্রই কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলকে নির্দেশ দেওয়া যাইতেছে। এখানে উল্লেখ থাকে যে, অবহিত কারীকে পুরস্কৃত করা হইবে এবং তাহার নাম সর্ম্পূন গোপন রাখা হইবে। পুরস্কার সমূহ ঃ ১। প্রাইজবন্ড ২। সম্পূর্ন মজুরীতে ১ দিনের ছুটি।

Comments

Leave a Reply