শ্রমিকদের দক্ষতা ও পরিবেশ সংক্রান্ত নীতিমালা Ergonomics Policy

শ্রমিকদের দক্ষতা ও পরিবেশ সংক্রান্ত নীতিমালা Ergonomics Policy

শ্রমিকদের দক্ষতা সংক্রান্ত নীতিমালা

গার্মেন্টস লিঃ দক্ষ শ্রমিক দ্বারা মান সম্পন্ন পোষাক প্রস্তুুত করার জন্য সকল প্রকার ব্যবস্থা গ্রহন করে থাকে। দক্ষ শ্রমিককে সঠিক সময়ে সঠিক কাজে ব্যবহার করে উৎপাদন বৃদ্ধি করার পদ্ধতি গ্রহন করে। একজন শ্রমিক একই স্থানে বসে একটানা দীর্ঘ সময় কাজ করলে তাহার ভিতর জড়তা এসে যায়।

তাই কর্তৃপক্ষ একটি নির্ধারিত সময় পর পর সকল শ্রমিকদের (১-২) এক থেকে দুই মিনিট কাজ বন্ধ করে জড়তা কাটানোর জন্য সময় দিয়ে থাকে। ফলে, সকল শ্রমিক নতুন করে কাজের গতি ফিরে পায় এবং কাজের মান ও দক্ষতা বৃদ্ধি পায়। একদিনে কারখানায় কতবার দক্ষতা বৃদ্ধির জন্য এই পদ্ধতি অনুসরন করা হয় তাহা রেজিষ্টারে লিপিবদ্ধ করা হয়।


by

Tags:

Comments

Leave a Reply