চার্জার লাইট

ষ্টোর অভ্যন্তরে চার্জার লাইট দ্বারা কাজ করার নিরাপত্তা

ষ্টোর চার্জার লাইট দ্বারা কাজ করার নিরাপত্তা

ফ্যাশনস্ লিমিটেড কারখানার নিরাপত্তার বিযয়ে সর্বদা সতর্ক। ইতিপূর্বে এক্সেসরিজ স্টোর , ফিনিসড গুডস এলাকা, ফেব্রিক্স স্টোর ইত্যাদি এলাকায় যাহাতে কোন প্রকার অগ্নি দুর্ঘটনা না ঘটে সেজন্য পোর্টেবল চার্জার লাইট ব্যবহার করার জন্য বিশেষ নির্দেশ প্রদান করা হয় ।  এইক্ষেত্রে বিশেষ কয়েকটি  বিষয়ে উপর গুরুত্ব দেওয়া হয় । যেমন :

  • যে ব্যক্তি চার্জার লাইটের ব্যবহার করবে ,তিনি রেজিষ্টারে স্বাক্ষর দিয়ে লাইট ওয়ার হাইজের ভিতরে নিয়ে যাবে এবং কাজ শেষে রেজিষ্টারে স্বাক্ষর দিয়ে পুনরায় লাইট নিদির্ষ্ট জায়গায় রাখবে ।
  • চার্জার লাইট রেজিষ্টার মনিটরিং এর দায়িত্ব পালন করবেন ওয়েলফেয়ার অফিসার এবং সেফটি অফিসার ।
  • কাজ শেষে নিয়মিত কার্যক্রম অনুসারে চার্জিং দেওয়ার দায়িত্ব পালন করবেন মিঃ শামসুল হক-মেইনটেন্যান্স ইনচার্জ।

কমিটির সদস্যদের দায়িত্ব এবং কর্তব্য

  • কমিটির সকল সদস্যদের কার্যপ্রনালী পর্যবেক্ষন করবেন।
  • সংক্রান্ত সকল ধরনের রিপোর্ট পর্যবেক্ষণ ও সভাপতিকে পরামর্শ প্রদান করে সহযোগীতা করা।
  • স্বাস্থ্য বা নিরাপত্তা জনিত সকল ধরনের দুর্ঘটনা জন্য সেবা প্রদান করা এবং সকল শ্রমিকদের প্রশিক্ষনের মাধ্যমে স্বাস্থ্য সংক্রান্ত যে কোন ধরনের পরামর্শ দান করা ।
  • সুইং সেকশন স্বাস্থ্য বা নিরাপত্তা জনিত সকল ধরনের র্দুর্ঘটনা পর্যবেক্ষণ ও রিপোর্ট উপস্থাপন করা ।
  • কাটিং ও ফিনিশিং সেকশন এর স্বাস্থ্য ও নিরাপত্তা জনিত সকল ধরনের দুর্ঘটনা সম্পর্কিত তথ্য বা রিপোর্ট পর্যালোচনা ও সমস্যা সমাধান  করা ।
  • কারখানার পরিবেশ স্বাস্থ্য বা নিরাপত্তা জনিত সকল ধরনের  দুর্ঘটনা পর্যবেক্ষণ ও সমাধানের যথাযথ ব্যবস্থা করা  এবং  রিপোর্ট রেকর্ড করা ।
  • মেকানিক্যাল ও ইলেকট্রিক্যাল দুর্ঘটনা চিহ্নিতকরণ এবং মেশিনারী সার্ভিসিং রিপোর্ট পর্যবেক্ষণ করা।
  • ফায়ার এবং ডিবি ,এসডিবি , টান্সফারমার ,জেনারেটর,বয়লার জনিত যেকোন  ইলেকট্রিক্যাল দুর্ঘটনা চিহ্নিতকরণ এবং মেশিনারী সার্ভিসিং রিপোর্ট পর্যবেক্ষণ করা।

Posted

in

by

Comments

One response to “ষ্টোর অভ্যন্তরে চার্জার লাইট দ্বারা কাজ করার নিরাপত্তা”

Leave a Reply